নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন উন্নয়ন কর্মী। জীবনের খসড়া পৃষ্ঠাগুলি থেকে মূল্যবান বিষয়গুলি আলাদা করে পাকা একটি খাতা তৈরী করার আপ্রাণ চেষ্ঠা থাকবে।

জীবনের খাতা

আমি একজন উন্নয়ন কর্মী। জীবনের খসড়া পৃষ্ঠাগুলি থেকে মূল্যবান বিষয়গুলি আলাদা করে পাকা একটি খাতা তৈরী করার আপ্রাণ চেষ্ঠা থাকবে।

জীবনের খাতা › বিস্তারিত পোস্টঃ

শবে কদর বা লাইলাতুল কদর (ভাগ-২)

২২ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:২৬

শবে কদর রজনী একদিকে মহিমান্বিত অন্যদিকে বরকতময়ও বটে। মহাগ্রন্থ আল কোরআনের ৪৪ নম্বর সূরা দুখান এর ১ থেকে ৪ নম্বর আয়াতগুলোতে মহান আল্লাহ তা’য়ালা এভাবে বলছেন, হা-মী-ম। ওয়াল্‌কিতা-বিল্ মুবী-ন। ইন্না- আংঝালনা-হু ফী- লাইলাতিম্মুবা-রকাতিন ইন্না- কুন্না- মুংযিরী-ন। ফী-হা- ইউফ্‌রকু কুল্লু আম্‌রিন হাকী-ম। বাংলা অনুবাদ হলো- হা-মী-ম। সুস্পষ্ট কিতাবের শপথ। নিশ্চয় আমি এই কোরআন নাযিল করেছি মোবারক রজনীতে, আমি তো সতর্ককারী। এ রাত্রিতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থির করা হয়। অপরদিকে ৯৭ নম্বর সূরা ক্বদরে আল্লাহ তা’য়ালা এভাবে বলছেন- নিশ্চয়ই আমি এটা (আল কুরআন) অবতীর্ণ করেছি মহিমান্বিত রজনীতে। আর মহিমান্বিত রজনী সম্বন্ধে আপনি কি জানেন? মহিমান্বিত রজনী সহস্র মাস অপেক্ষা উত্তম।

এখানে বুঝার কোন অসুবিধা নাই। যে রাত্রিতে এই কোরআন নাযিল করা হয়েছে আল্লাহ তা’য়ালা একজায়গায় ঐ রাত্রির মোবারকময় বৈশিষ্ট প্রকাশ করেছেন আবার অন্য আয়াতে ঐ রাত্রির মহিমান্বিততা বৈশিষ্ট ঘোষণা করেছেন।

কোরআন নাযিলের রাত্রিতে আল্লাহ তা’য়ালা প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় বন্টন করেন বিধায় তা একদিকে বরকতময় রজনী এবং ঐ রাত্রিকে আল্লাহ তা’য়ালা হাজার হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ বলেছেন বিধায় তা এক মহিমান্বিত রজনীও বটে। চলবে--------



শবে কদর বা লাইলাতুল কদর (ভাগ-১)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.