নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন উন্নয়ন কর্মী। জীবনের খসড়া পৃষ্ঠাগুলি থেকে মূল্যবান বিষয়গুলি আলাদা করে পাকা একটি খাতা তৈরী করার আপ্রাণ চেষ্ঠা থাকবে।

জীবনের খাতা

আমি একজন উন্নয়ন কর্মী। জীবনের খসড়া পৃষ্ঠাগুলি থেকে মূল্যবান বিষয়গুলি আলাদা করে পাকা একটি খাতা তৈরী করার আপ্রাণ চেষ্ঠা থাকবে।

জীবনের খাতা › বিস্তারিত পোস্টঃ

হজ্ব (ভাগ-৩): ইহরাম সংক্রান্তঃ

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫৮

পূর্বে হজ্ব ফরয হওয়া বিষয়ে আলোচনা করা হয়েছে। আজ আলোচনা করবো ইহরাম সংক্রান্ত। ইহরাম হজ্বের ফরয বিষয়। আবদুল্লাহ ইবনে উমর (রা) থেকে বর্ণিত। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল, “মুহরিম ব্যক্তি কি ধরনের পোশাক পরিধান করবে? রাসূরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন- মুহরিম ব্যক্তি জামা, পাগড়ী, পাজামা, টুপি ও মোজা পরিধান করবে না। কিন্তু যদি কোন ব্যক্তি জুতা সংগ্রহ করতে না পারে তবে সে মোজা পরিধান করতে পারবে। এক্ষেত্রে তাকে পায়ের গোছার নীচ থেকে মোজার উপরের অংশ কেটে ফেলতে হবে। আর যে কাপড়ে জাফরান অথবা ওয়ার্স রং লাগানো হয়েছে ইহরামকারীগণ সে কাপড়ও পরিধান করবে না।” হাদিসটি সহীহ্ মুসলিম হাদিস গ্রন্থের কিতাবুল হজ্ব অধ্যাইয়ে উল্লেখ রয়েছে। সহীহ্ বুখারী শেরীফের হজ্ব অধ্যায়ে এ বিষয়ে যে হাদিসটি রয়েছে তা আবদুল্লাহ ইব্‌ন উমর (রা) থেকে বর্ণিত, “এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলাল্লাহ! মুহরিম ব্যক্তি কি প্রকারের কাপড় পরবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন- সে জামা, পাগড়ী, পায়জামা, টুপি ও মোজা পরিধান করবে না। তবে কারো জুতা না থাকলে সে টাখ্‌নুর নিচ পযন্ত মোজা কেটে (জুতার ন্যায়) পরবে। তোমরা জাফরান বা ওয়রস (এক প্রকার খুশবু) রঞ্জিত কোন কাপড় করবে না। আবূ আবদুল্লাহ (র) বলেন, মুহরিম ব্যক্তি মাথা ধুতে পারবে। চুল আঁচড়াবে না, শরীর চুলকাবে না। মাথা ও শরীর থেকে উকুন যমীনে ফেলে দিবে।”

ইহরামে পুরুষগণ সিলাইবিহীন লুঙ্গী ও চাদর পরিধান করবে, লুঙ্গী ও চাদর সাদা এবং পরিস্কার হওয়া মুসতাহাব। আর মেয়েদের বেলায় যে কোন রংয়ের কাপড় পরিধান পূবক ইহরাম করা বৈধ। উহা কালো, সবুজ অথবা যে কোন রংয়ের হওয়া জায়িয আছে। তবে এই বিষয়ে সতর্ক থাকতে হবে যে, তাদের পোশাক যেন পুরুষদের পোশাকের মত না হয়। ইহরাম করতে হবে মিকাত থেকে বা তার পূর্বে।

ইহরাম করার নিয়মঃ

* পুরুষঃ বগল ও নাভির নীচের লোম পরিস্কার, নখ কাটা, গোসল করা, আন্ডারওয়্যার ও টুপি না পরা, গোড়ালী ঢেকে ফেলে এমন স্যান্ডেল না পড়া অতপর দুই টুকরা সেলাইহীন কাপড় পরিধান (সাদা কাপড় হওয়া বাঞ্চনীয়), মীকাতে পৌঁছলে নিয়্যাত মুখে উচ্চারণ করতে হবে।

* মহিলাঃ আওরাহ (সতর) ঢেকে থাকে এমন সাধারণ সেলাইযুক্ত কাপড় করা, বল ও নাভির নীচের লোম পরিস্কার করা, নখ কাটা, গোসল করা এবং মীকাতে নিয়্যাত মুখে উচ্চারণ করা (ঋতুবতী হলেও)।

উল্লেখ্য, হজ্ব বা ওমরার কার্যাবলী শুরু করার নিয়তকেই ইহরাম বলে। অতএব নিয়্যত ছাড়া কেউ মুহরিম হবে না। নিয়্যতবিহীন ইহরামের কাপড় পরাকে ইহরাম বলা যায় না।

ইহরাম অবস্থায় যা করা নিষেধ:

১। পুরুষগণ সেলাইযুক্ত কাপড় যথা কোর্তা, পায়জামা, টুপি, গেঞ্জি,

আচকান, দস্তানা, ও আন্ডারওয়্যার পরা নিষিদ্ধ।

২। পুরুষগণ মাথা ঢাকবেন না। মনে রাখুন মুখ মাথার অংশ, তাই মুখ

ঢাকাও নিষেধ।

৩। যদিও মহিলাগণ সেলাইযুক্ত কাপড় করতে পারবেন তথাপি হাতে

মোজা ও নিকাব পরা নিষেধ।

৪। গোসলে বা কাপড় কাঁচায় সুগন্ধি সাবান, শ্যাম্পু ব্যবহার করা যাবে

না।

৫। চুলকাঁটা, কামানো বা ছিঁড়ে ফেলা নিষেধ।

৬। নখ কাটা বা ছিঁড়ে ফেলা যাবে না।

৭। মাথায় ও দাড়িতে এমন ভাবে হাত বোলানো যাবে না, যাতে চুল

ছিঁড়ে যায় বা পড়ে যায়।

৮। ঘুমন্ত বা জাগ্রত অবস্থায় ইচ্ছাকৃত বা অনিচ্ছায় মাথা ও চেহারা

ঢাকা যাবে না।

৯। কোন প্রকার সুগন্ধি তৈল, আতর, ক্রীম ইত্যাদি ব্যাবহার করা যাবে

না।

১০। এমন জুতা পরিধান করা যাবে না যাতে পায়ের মধ্যবর্তী উঁচু হাড়

ঢাকা পড়ে যায়। (এজন্য দুই ফিতা বিশিষ্ট স্যান্ডেল পরিধান করতে

হবে)

১১। বিয়ে নিজে করা, কাউকে বিয়ে দেয়া কিংবা বিয়ের প্রস্তাব দেয়া যাবে

না।

১২। যৌন আবেগ বা আকাংখা জাগ্রত হয় এমন কোন কাজ-কর্ম করা

যাবে না।

১৩। স্ত্রী মিলন বা বিবাহ সংশ্লিষ্ট যৌন আনন্দ করা যাবে না।

১৪। শিকার করা বা শিকারে জড়িত হওয়া যাবে না।

১৫। ঝগড়া-বিবাদ, বাজে গল্প করা নিষেধ।

১৬। আল্লাহ-দ্রোহী কোন কাজ করা যাবে না।

চলবে.................

হজ্বঃ (ভাগ-১)

হজ্বঃ (ভাগ-২) হজ্বের মাস সুনিদৃষ্ট এবং হজ্বের জন্য তোমরা পাথেয় সঙ্গে নাওঃ

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:২৯

যুবায়ের খান বলেছেন: ধন্যবাদ ভালো লাগলো। গুরুত্বপূর্ণ পোষ্ট

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:২৭

জীবনের খাতা বলেছেন: ধন্যবাদ যুবায়ের খান ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.