![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের প্রতি সুবিচার না করা,অবিবেচক! অতি অাবেগে ভঙ্গুর,হৃদয়হীন! স্বার্থক নয়,স্বপ্নবাজ!
কালের স্রোতে বিশ্বর বুকে কত মানব মহা মানবের স্থান-প্রস্থান,
কেউ হারিয়ে গেছে স্মৃতিভ্রমে, কেউ স্বগৌরবে অমর-অম্লান।
দেহ মিশেছে মাটির সাথে কর্ম তার গাইছে মানবতার গান,
চিরবিদ্যোহী-সাম্যের কবি তুমি কাজী নজরুল ইসলাম।
তুমি ভেঙ্গেছ বাধার বিন্ধাচল, এনেছ প্রভাত-খুলেছ দ্বার,
বিশ্বকে শিখিয়েছ কীভাবে রুদিতে হয় অন্যায়-অত্যাচার।
তুমি দিয়েছ ডাক, লা্ঞিত-নীপিড়িত রখো হাতে-হাত,
বাজা্ও রণতরী শোষকের বিরুদ্ধে আজ চালিবে সংঘাত।
তুমি হেসেছ সৃষ্টিসুখের উল্লাসে, কেদেঁছ দু:খীর তরে,
ধর্মের আগে মায়ের সন্তান মোরা উপলদ্ধি করে।
উচু-নিচু,ধণী-গরিব বলে নেই যে কোন ধাপ,
একই উপাদানে তৈরী মোরা আশরাফুল মাখলুকাত।
সাহসীর পক্ষে খোদা থাকে বিশ্বাস ছাড়িয়েছ মানবের তরে,
অলসকে টেনেছ কর্মে বুঝিয়েছ ভিক্ষা সুবদ্ধি নয়রে।
মানবকে টেনেছ ত্যাগের পথে কর্মকে মেনেছে সুখ,
নিজ শ্রমে-উপার্যনে অন্ন খেলে কীবা তাহার দু:খ।
দেশ মাতৃকার পক্ষে তুমি সর্বদা ছিলে সজাগ,
দেশদ্রোহীর ষড়যন্ত্রে নিয়েছিলে বদ্ধ ঘরের স্বাধ।
বাঙালী জাতিসত্তা ধারণ করেছিলে নি:স্বার্থহীনভাবে,
তুমি যে শুধু তোমার নয় বুঝিয়েছ মানবের পরে।
তুমি শান্ত হয়েছিলে সে দিন বিদ্যোহী রণক্লান্ত হয়ে,
আপস করেছিলে সত্যের সাথে পরগাছার সাথে নহে।
লিখেছিলে গান করেছিলে আহবান আয়রে নওজোয়ান,
তিমিরে ফুটাবো চাঁদ, উড়াবো আজ জয়ের নিশান।
©somewhere in net ltd.