![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নাম কামরুননাহার কলি, আমি একজন ভার্সিটির ছাত্রী। আমার সখ লেখালেখি আর বই পড়া। আমি দেশকে ভালোবাসি, ভালোবাসি দেশের মানুষদের।
বাতাস বলল ও মেয়ে
কিছু ভাবছিস কি বসে?
না হলে চল..
আমার সাথে!
দূরে কোথাও উড়ে আসি।
অনেক কিছু দেখতে পাবি।
নদী, সমুদ্র, হাওর বিল
চল, গেলেই দেখতে পাবি
দূর আকাশে মেঘের খেলা।
সমুদ্র বলল ও মেয়ে,
তুই আমার সাথে যাবি....
চল তুই আমার সাথেই চল
অনেক কিছু দেখতে পাবি।
ঢেউয়ের সাথে দুলতে পারিব।
নিজের মতো ভাসতে পারবি।
হাসতে পারবি, মন উজার করে।
চলনা-রে মেয়ে আমার সাথে।
আকাশ বলল এই,
তুই আমার সাথে চল।
আমি তোর সাথে খেলবো
রাতের তারা দিবো,
চাদের আলো দিবো।
আর, আর তোর মনের,
সব কালি মুছে দিবো।
এই মেয়ে চল,
চল নারে মেয়ে।
কি করো বোঝাবো তোদের
বলে যা তোরা আমায়।
বন্দি জীবন আমার,
বন্দি কারাগারে।
কেমন করে এজীবন
মুক্তি করি বল।
তবে হা....
মুক্তি আমি করবোই
মুক্ত আকাশে।
একদিন মুক্তি আমি হবোই
সেই দিন আমি...।
আকাশে উড়ে উড়ে
বাসাতের সাথে খেলবো
এক দামকা হাওয়ায়
সাগরের সাথে মিশবো।
ঢেউয়ের সাথে ভেসে ভেসে
দেখবো জীবনের কিনারা।
আমি তো চাই রে যেতে
তোদেরই সাথে,
দূরের কোন তেপান্তরে।
তোরা না হয় মাঝিই হবি
আমি না হয় তোদের
পথিক হবো।
তবুও তো যাবো রে..
আমি তোদেরই সাথে ।
২| ০৯ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৫
কামরুননাহার কলি বলেছেন: আপনাকেও ধন্যবাদ । মন্তব্য করার জন্য এবং চমৎকার মন্তব্য
৩| ১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৩
অনিক_আহমেদ বলেছেন: সবাই চাই বন্দি জীবনকে ছুটি দিতে.... কিন্তু আমরা সবাই কারাগারে বন্দি....
সুন্দর লিখেছেন।
৪| ১৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫২
ধ্রুবক আলো বলেছেন: সুন্দর লিখেছেন।
প্রতি মন্তব্য এইভাবে দিন সুন্দর লিখেছেন।
প্রতি মন্তব্য এইভাবে দিন
সবুজ তীর চিহ্নিত বাটনে ক্লিক করে প্রতি মন্তব্য দিন।
১৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৫
কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
©somewhere in net ltd.
১|
০৯ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৯
প্রামানিক বলেছেন: একদিন মুক্তি আমি হবোই
সেই দিন আমি...।
আকাশে উড়ে উড়ে
বাসাতের সাথে খেলবো
এক দামকা হাওয়ায়
সাগরের সাথে মিশবো।
ঢেউয়ের সাথে ভেসে ভেসে
দেখবো জীবনের কিনারা।
চমৎকার কবিতা। ধন্যবাদ