![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নাম কামরুননাহার কলি, আমি একজন ভার্সিটির ছাত্রী। আমার সখ লেখালেখি আর বই পড়া। আমি দেশকে ভালোবাসি, ভালোবাসি দেশের মানুষদের।
হে মানব, বলো হে মানব
তোমরা কেনো দানব।
কেনো এতো বিশৃংঙ্খলা,
কেনো এতো অন্যায়, অবিচার,
কেনো এতো অনিয়ম-উচ্ছৃঙ্খলা।
বলো হে মানব বলো।।
আমরা কেনো পারিনা
ন্যায় উৎসব, শৃংঙ্খলায় থাকতে।
কেনো পারিনা অন্যায়ের
প্রতিবাদ করতে।
হে মানব, বলো হে মানব
কেনো তোমরা দানব।।
স্রষ্ট্রার শ্রেষ্ঠ জীবন
তুমি হে মহাময়ী,
কেনো পারো না তুমি
শান্তির অবয় ধরে রাখতে।
কেনো তোমরা পারোনা,
জয় উচ্ছাস মহাধ্বনি দিতে।
তোমাদের কিসের এতো ভয়।
কিসের এতো জল্পনা-কল্পনা।
কোনো পারোনা অন্যায়ের
প্রতিবাদ করতে।
কেনো তোমরা অন্যায়কে
জয় জয় বলে করো উৎসব।
কেনো পারোনা তোমরা
হিংসে বিদ্বেষকে করে দিতে ধ্বংস।
হে মাবন বিদ্বেষ নয়
ডেকে আনো মহাপ্রলয়।
শান্তি, শৃংঙ্খলা, ন্যায়, নীতি,
মহাউৎসব আর জয় ধ্বনি।
হে মানব, বলো হে মানব
তোমরা কেনো দানব।
শান্তি চাই, শান্তি চাই।
আমরা শান্তি চাই, হে মানব।
আমরা শান্তি চাই।
আর করো না অন্যায়,
আর করো না অবিচার,
আর করো না অনিয়ম,
আর করো না বিশৃংঙ্খলা,
করো না আর উচ্ছৃঙ্খলা।
হে মানব দানব নয়,
মানব হয়ে বেচে থাকো।
১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৭
কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
২| ১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতাটি চমৎকার লাগলো।
কবিতায় প্লাস।
৩| ১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৬
কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ মাহমুদুর রহমান সুজন ভাইয়া
৪| ১৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৮
ধ্রুবক আলো বলেছেন: কবিতা সুন্দর হয়েছে। +
১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪০
কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
৫| ২০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৪
শাহরিয়ার কবীর বলেছেন: কলি মনি, আপনার ব্লগে নতুন কবিতা পড়তে আসলাম কিন্তু পেলাম না। তারাতারি নতুন কবিতা পোষ্ট করুন। আমরা সবাই আপনার কবিতা পড়ি।
২০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৩
কামরুননাহার কলি বলেছেন: সত্যি আমার কবিতা আপনারা সবাই পড়েন। কিন্তু আমি তো জানি আমার মতো ছাইপাস লেখকের গল্প কবিতা এই ব্লগের কেউ পড়ে না। তাই খুব দুঃখ পাই।
৬| ২০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:০২
শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা .... সবাই পড়ে ।। আর আপনি সবার ব্লগে মন্তব্য করুণ, দেখবেন তখন সবাই আরো আগ্রহ নিয়ে আপনার কবিতা পড়বে।।
২০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৯
কামরুননাহার কলি বলেছেন: ওকে ভাইয়া পড়বো এবং মন্তব্য করবো সবারটাতে।
কিন্তু ভাইয়া আমার লেখাটা প্রথম পাতায় আসে না কেনো।
৭| ২০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:১২
শাহরিয়ার কবীর বলেছেন:
আপনি সবার ব্লগে মন্তব্য করলে ও নতুন ব্লগ লিখলে, তখন সামুর মডারেটরদের আপনার ব্লগটাকে।।তখন আপনাকে প্রথম পাতায় লেখার সুযোগ দিবে।তাই যারা নিয়মিত লেখে তাদেরকে মন্তব্য বেশি করে করুণ ।। দেখবেন এই সমস্যা আর থাকবে না।।
২০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৬
কামরুননাহার কলি বলেছেন: ওওওওওও!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! আচ্ছা এই কথা
৮| ০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৪
মোহাম্মদ গোফরান বলেছেন: ভালো লাগলো।
০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৭
কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
©somewhere in net ltd.
১|
১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৭
শাহরিয়ার কবীর বলেছেন:
তোমাদের কিসের এতো ভয়।
কিসের এতো জল্পনা-কল্পনা।
কোনো পারোনা অন্যায়ের
প্রতিবাদ করতে।
কেনো তোমরা অন্যায়কে
জয় জয় বলে করো উৎসব।
কবিতা সুন্দর হয়েছে+++
শুভ কামনা রইল।