![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নাম কামরুননাহার কলি, আমি একজন ভার্সিটির ছাত্রী। আমার সখ লেখালেখি আর বই পড়া। আমি দেশকে ভালোবাসি, ভালোবাসি দেশের মানুষদের।
কবিতা টি আমি এমনি এমনি লেখলাম।
কেউ কিছু মনে করবেন না।
এবং আমার কবিতার ভাষায়
কেউ আবার কষ্ট পাবেন না।
আশা করি আমাকে ভুলও বুজবেন না।
‘একদিন সাগরের বুকে
একেঁছি আমি,
তোমার সেই ছবি।
নষ্ট হয়ে গিয়েছিলো
সাগরের ঢেউয়ে।
আমি বুজতে পারিনি
এ যে আমার বড় পরাজয়।
তবুও সেইদিন আমি
গেয়েছি একটি গান
তোমাকে নিয়ে।
সে গানের ভাষা
কেউ বুজেনি।
আমি বুজতে পারিনি
এ যে আমার বড় ব্যর্থা
সেদিনও আকাশের গায়ে
আমি লিখেছি চিঠি
এমনি ভাবে,
ছিড়ে যাবে সেই চিঠি।
আমি বুজতে পারিনি
এ যে আমার বড় ভুল
একদিন মাটির বুকে
ঘর বেধেছি আমি।
কোন এক ঝড় এসে
ভেঙে দিবে সে ঘর।
তখনো বুজতে পানিনি
এ যে আমার বড় দুঃসময়।
তবুও আজ মনে হয়
সব কিছুতে জিতেছি।
হারাইনি কিছুই আমি।
মুছে গেছে চোখের কাজল,
কষ্ট নেই তাতে।
ভেঙে গেছে স্বপ্ন,
দুঃখ নেই তাতে।
হেরে গেছো আমার কাছে।
হারাওনি তো আমায়।
এভাবেই হারবে তুমি
তোমার প্রতিটি কুলে কুলে।
আজ বড় ইচ্ছে হয়।
মুক্ত আকাশে উড়তে।
তোমায় হারিয়ে।
২| ২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২০
কামরুননাহার কলি বলেছেন: এয় আজ আবার অন্য নাম , নাম চেঞ্জ আবার।
৩| ২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৫
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভাল হয়েছে++
(কবিতার ছবির উপরের অংশটুকু লেখার দরকার ছিল না, এমনি কবিতা সুন্দর হয়েছে)
৪| ২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৭
পবন সরকার বলেছেন: এমনি এমনি কবিতা লিখলেও ভালই লাগল।
৫| ২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:০২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কবিতা ভালাই হইছে আরো লেখুন আমরা আপনার পাশে আছি ।
২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:০৫
কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
৬| ২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৮
মো: নিজাম গাজী বলেছেন: একদিন মাটির বুকে
ঘর বেধেছি আমি।
কোন এক ঝড় এসে
ভেঙে দিবে সে ঘর।
তখনো বুজতে পানিনি
এ যে আমার বড় দুঃসময়।
বাহ দারুন লিখেছেন প্রিয় কবি। সত্যিই অনবদ্য কাব্যে বিমোহিত। শুভকামনা।
২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:২০
কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
©somewhere in net ltd.
১|
২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৪
বিলিয়ার রহমান বলেছেন: ভালো লিখেছেন!!

কিপিটাপ!!