নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন সুন্দর করে সাজাও । আমি নারী তাই কথাও বলি নারীদের নিয়ে।

কামরুননাহার কলি

আমার নাম কামরুননাহার কলি, আমি একজন ভার্সিটির ছাত্রী। আমার সখ লেখালেখি আর বই পড়া। আমি দেশকে ভালোবাসি, ভালোবাসি দেশের মানুষদের।

কামরুননাহার কলি › বিস্তারিত পোস্টঃ

সাধের দুনিয়া

২৩ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩১



আর কতদিন বাচবিরে তোরা,
রঙিন এই দুনিয়ায়,
রঙিন এই দুনিয়ায়।।
কেনো করিস এতো বড়াই,
এতো অংহকার।
কেনো তোদের, এতো বিলাসিতা।

প্রাণটা যখন যাবে উড়িয়া,
সরি বলার একটু সুযোগ,
পাবিনা রে তোরা।
সাধের এই দুনিয়া,
সাধের দু্নিয়ায়।

পাড়া-পড়শি, খাবে-দাবে
সঙ্গো দিবে তোর স্বজনদের।
তোর সঙ্গো দেওয়ার মতো,
পাশে কাউকে পাবি না।
সাধের এই দুনিয়া,
সাধের দুনিয়ায়।

ক্ষণিকপর রেখে আসবে,
মাটির ঐ বিছানায়।
এতো কিছু রেখে গেলি,
সঙ্গে কিছুই দিলোনা।
কার জন্য রেখে গেলি,
এতো বিলাসিতা।
সাধের এই দুনিয়া,
সাধের দুনিয়ায়।


মন্তব্য ২৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫২

চাঁদগাজী বলেছেন:


মানুষের মৃত্যু হয়, মানুষ জানে; চিন্তিত হওয়ার কিছু নেই

২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:১১

কামরুননাহার কলি বলেছেন: হাহাহাহাহা। ভালো বলছেন।

২| ২৩ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৫

মোস্তফা সোহেল বলেছেন: এইটা গান না কবিতা?

২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:১০

কামরুননাহার কলি বলেছেন: যেটা মনে করেন ভাইয়া, কবিতার থেকেও গান হয় আবার গানের থেকেও কবিতা হয়। কেউ যদি গান মনে করে সুর দেয় তাহলে ভালো।

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: জীবন বোধ কবিতাটিতে ফোটাতে সক্ষম হয়েছেন। আমার ও পাঠে ভালো লাগলো।

২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:১১

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:০০

মনিরা সুলতানা বলেছেন: ক্ষণিকপর রেখে আসবে,
মাটির ঐ বিছানায়।
এতো কিছু রেখে গেলি,
সঙ্গে কিছুই দিলোনা।
কার জন্য রেখে গেলি,
এতো বিলাসিতা।
সাধের এই দুনিয়া,
সাধের দুনিয়ায়।

একদম বাস্তব সত্যি তুলে ধরেছেন বেশ । আপনার লেখায় ভালোলাগা ।

২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:১২

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ আপি, আমার কবিতা পড়ার জন্য।

৫| ২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:০০

জনৈক অচম ভুত বলেছেন: হায়রে মানুষ রঙিন ফানুস দম ফুরাইলে ঠুশ,
তবু তো ভাই কারো তো নাই একটুখানি হুশ।

২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৩

কামরুননাহার কলি বলেছেন: হুম সেটা অনেকে ভাবতে চায় না।

৬| ২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:১২

ধ্রুবক আলো বলেছেন: ভালো হয়েছে।

২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৩

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৭| ২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৮

সামিয়া বলেছেন: গানের মতন হয়েছে

২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৪

কামরুননাহার কলি বলেছেন: তাই আপি। ঠিক আছে গানের সুর দেন আপি।

৮| ২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে গান কবিতাটি

২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৩

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ আপি।

৯| ২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৯

রাজীব নুর বলেছেন: খুব অল্প সময়ের জন্য আমরা পৃথিবীতে আসি।
আমাদের কত আয়োজন---

২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৪

কামরুননাহার কলি বলেছেন: ঠিক ভাইয়া, কিন্তু এটা আমরা কেউ চিন্তাই করিনা।

১০| ২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৬

আবু তালেব শেখ বলেছেন: প্রাণটা যখন যাবে উড়িয়া,
সরি বলার একটু সুযোগ,
পাবিনা রে তোরা।

বাহ খুব সুন্দর লাগলো। তবে বাংলা কথার ভিতর ইংরেজি না ঢুকালে আরো বেশি চমৎকার হবে

২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৫

কামরুননাহার কলি বলেছেন: ওখানে কোন অন্য শব্দ মিলেনি ভাইয়া তাই আর অন্য বাংলা শব্দ মিলাতে পারিনি।

২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৫

কামরুননাহার কলি বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ ভাইয়া।

১১| ২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৬

আটলান্টিক বলেছেন: হঠাৎ মৃত্যু নিয়ে লিখছেন?

২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৭

কামরুননাহার কলি বলেছেন: কেনো! মৃত্যু নিয়ে লিখবো না, মৃত্যুর কথা পৃথিবীর প্রত্যেকটি মানুষের সরণ করা উচিত। এবং বার বার সরণ করতে হয় মৃত্যুর কথা। এটা কি জানেন না ভাইয়া।

১২| ২৩ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

তারেক_মাহমুদ বলেছেন: মৃত্যু চিরন্তন সত্য, সুন্দর হয়েছে আপু।

২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৭

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

১৩| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:২৩

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৭

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.