![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নাম কামরুননাহার কলি, আমি একজন ভার্সিটির ছাত্রী। আমার সখ লেখালেখি আর বই পড়া। আমি দেশকে ভালোবাসি, ভালোবাসি দেশের মানুষদের।
বাতাস বলল ও মেয়ে..
কিছু কি ভাবছিস বসে?
কি ভাবছিস?
না হলে, চলতো আমার সঙ্গে।
দূরে কোথাও উড়ে আসি।
অনেক কিছু দেখতে পাবি।
নদী, সমুদ্র, হাওর-বিল
চল, গেলেই দেখতে পাবি
দূর আকাশে মেঘের খেলা।
শান্ত নদীর ঢেউয়ের দোলা।
সমুদ্র বলল ও মেয়ে...
তুই আমার সাথে যাবি....
চল, তুই আমার সাথে চল
অনেক কিছু দেখাবো তোকে।
ঢেউয়ের সাথে দোল খাবি।
নিজের মতো ভাসতে পারবি।
হাসতে পারবি, মন উজাড় করে।
চলনা-রে মেয়ে আমার সাথে।
চল মেয়ে যাবি?
এই মেয়ে চল।
আকাশ বলল ও মেয়ে,
তুই আমার সাথে চল।
আমি তোর সাথে খেলবো
রাতের তারা দিবো,
চাঁদের আলো দিবো।
আর, আর তোর মনের,
সব কালি মুছে দিবো।
এই মেয়ে চল,
চল নারে মেয়ে।
কি করে বোঝাবো তোদের
বলে যা তোরা আমায়।
বন্দি জীবন আমার,
বন্দি কারাগারে।
কেমন করে এজীবন
মুক্ত করি বল।
তবে রে হা....
মুক্ত আমি করবোই
ঐ মুক্ত আকাশে।
একদিন মুক্ত আমি হবোই
সেই দিন আমি...
ঐ আকাশে উড়ে উড়ে
বাতাসের সাথে খেলবো
এক দমকা হাওয়ায়,
সাগরের সাথে মিশবো।
ঢেউয়ের সাথে ভেসে ভেসে
খুঁজবো জীবনের কিনারা।
আমি তো চাই রে যেতে
তোদের সাথে,
দূরের কোন তেপান্তরে।
দূরের কালো পাহাড়ে।
শান্ত নদীর জলোচ্ছ্বাস হবো।
তোরা না হয় মাঝিই হবি
আমি না হয় তোদের পথিক
তবুও তো যাবো রে..
আমি তোদের সাথে।
০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২৮
কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
২| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২৭
শাহরিয়ার কবীর বলেছেন: বাহ!! আপনার কবিতা লেখার হাত তো অসাধারণ.... কবিতা খুব সুন্দর হয়েছে!!
কবিতা পড়ে খুব ভাল লাগা রেখে গেলাম!!!
শুভ কামনা রইল।
০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৩১
কামরুননাহার কলি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। কবিতা পড়ার জন্য আরো একবার ধন্যবাদ ভাইয়া।
৩| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২৮
নূর-ই-হাফসা বলেছেন: সুন্দর কবিতা কথা গুলো ভালো লাগলো ।
০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৩১
কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ আপি অনেক অনেক।
৪| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: খুব সুন্দর লিখেছেন। কিছু টাইপো আছে।
০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৫
কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
ভাইয়া বলেছেন “কিছু টাইপো আছে” এটা বুজতে পারলাম না ভাইয়া। যদি একটু বলতেন।
৫| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: উজার<উজাড়, চাদ<চাঁদ, দামকা<দমকা, খুজবো<খুঁজবো, জলোচ্ছ্বস<জলোচ্ছ্বাস।
০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৬
কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া । ঠিক করে দিচ্ছি এখনি।
৬| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৫
মুনিরেভ সুপ্রকাশ বলেছেন: বাহ! সুন্দর!!
০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১:০৩
কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
৭| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১:১৩
মোস্তফা সোহেল বলেছেন: আপনার মূক্ত হওয়ার ইচ্ছে পূরন হোক।
০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১:১৭
কামরুননাহার কলি বলেছেন: হাহাহাহাহ ভাইয়া ঠিক আছে দোয়া করেন। আমি যেনে আকাশে উড়তে পারি মুক্ত হাওয়ায়। ধন্যবাদ ভাইয়া।
৮| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৩৩
ওমেরা বলেছেন: আপু কবে যাবেন ? আমাকে কিন্ত সাথে নিতেই হবে না হলে কিন্ত কান্না করব আপু ।
কবিতা খুব ভাল হয়েছে আপু ।ধন্যবাদ আপু
০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৪৪
কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ আপি অনেক অনেক শুভেচ্ছা রইলো। আর হ্যা নিয়ে যাবো আপনাকেও আমার সঙ্গে।
৯| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৩৭
মনিরা সুলতানা বলেছেন: বাহ !!!
চমৎকার মন ফড়িঙের উড়ে যাবার গল্প !!!
অনেক অনেক ভালোলাগা মিষ্টি কবিতায়।
০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৪৫
কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ আপি । আপনার ভালোলেগেছে তা শুনে মনটা ভরে গেলো আপি।
১০| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:২০
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: কবিতায় সুন্দর গল্প ফুটে উঠেছে।
০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৩৫
কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া। শুভেচ্ছা রইলো আপনার প্রতি।
১১| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:২৩
জহির ডিজিপি বলেছেন: কবিতার ছ্বলে গল্প!!
বাহ্!!! দারুন লিখেছেন
০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৩৫
কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
১২| ০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:২৮
বিলিয়ার রহমান বলেছেন: আকাশ!!
সমুদ্র!!
বাতাস!!
তেপান্তর!!
কালো পাহার!!
কবিতার হাতেখড়ি বেশ ভালই হয়েছে দেখছি!
শুভকামনা!
০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৪
কামরুননাহার কলি বলেছেন: এই বুজি সময় হলো।
১৩| ০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:২৭
রাজীব নুর বলেছেন: দশে সাত দিলাম।
০৬ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৫০
কামরুননাহার কলি বলেছেন: আর ২ বাড়িয়ে দেন ভাইয়া।
১৪| ০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৮
পদাতিক চৌধুরি বলেছেন: কবিতাটি ভালো লাগলো,কিত্তু ভাবনাটি কষ্ট দিল।
শুভেচ্ছা রইল।ভাল থাকুন নিরন্তর।
০৬ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৫১
কামরুননাহার কলি বলেছেন: কেনো কষ্ট দিলো ভাইয়া?
১৫| ০৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৮
চাঁদগাজী বলেছেন:
মেয়ে সারাদিন গার্মেন্ট'স এর কাজ করে ক্লান্ত, সারাদিন অন্যদের রান্নাঘরে রান্না করে, না খেয়ে মেঝেতে পড়ে ঘুমিয়ে গেছে!
০৬ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৫০
কামরুননাহার কলি বলেছেন: আহারে।
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২৬
তারেক_মাহমুদ বলেছেন: কবিতার মর্মকথা সুন্দর।