নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন সুন্দর করে সাজাও । আমি নারী তাই কথাও বলি নারীদের নিয়ে।

কামরুননাহার কলি

আমার নাম কামরুননাহার কলি, আমি একজন ভার্সিটির ছাত্রী। আমার সখ লেখালেখি আর বই পড়া। আমি দেশকে ভালোবাসি, ভালোবাসি দেশের মানুষদের।

কামরুননাহার কলি › বিস্তারিত পোস্টঃ

“সাজিয়েছি আমায়”

০৬ ই মার্চ, ২০১৮ দুপুর ২:১১



আমি তোমার সমীপে মনটা দিয়েছি সপীয়ে।
তুমি দিয়োগো দিয়োগো মোরে ভালোবাসা।
আমি তোমার ভালোবাসার রাধারানী,
তুমি মোর ভালোবাসার পথধারনী।
আমি চাহিয়া রহিয়াছি তোমারও পথপানে।
তুমি গভীরও রাতে চাদেরও আলোতে,
দেখিও আমায় চাহিয়া.... চাহিয়া গো।

পুষ্পে পুষ্পে সাজিয়েছি আমায়,
দুলেছে দুল, চরণে বাজিছে নুপুর।
কাকনও হাতে কলসি বাজে,
ভরা পুকুর পানে ফুটেছে পদ্ম ফুল।
বহিছে বাতাস দক্ষিণায়।
মেতেছে মন আমার রঙিনও রঙে।
আমি তোমার সমীপে মনটা দিয়েছি সপীয়ে।
তুমি দিয়োগো দিয়োগো মোরে ভালোবাসা।





মন্তব্য ৪৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৮ দুপুর ২:২১

ওমেরা বলেছেন: আপু এত আদর আদর কথায়ও যদি ভালবাসা না দেয় , আমি আপনার পক্ষে আন্দোলন করব ।

আপু এটা কি কবিতা নাকি গান ? সুন্দর হয়েছে ।

০৬ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৩৫

কামরুননাহার কলি বলেছেন: আপু আমি আদর আদর কথা কাউকেই বলিনি। এটা আমি নিজের থেকে মনে করে করে লিখেছি হুম।
এটা আমি গান বানাতে চাই । যদি কবিতা ভাবেন সমস্যা নাই।

২| ০৬ ই মার্চ, ২০১৮ দুপুর ২:২৩

জোকস বলেছেন: লাইকাছি :)

০৬ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৩৬

কামরুননাহার কলি বলেছেন: ও জোকস ভাইয়া লাইকাছি কি? এটা আবার কি জীবনেও তো শুনলাম না এইরকম কোন শব্দ।

৩| ০৬ ই মার্চ, ২০১৮ দুপুর ২:২৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমার কাছে কেন যেন গান মনে হল। কবিতাও হতে পারে। ভাল হয়েছে আপু।

০৬ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৩৬

কামরুননাহার কলি বলেছেন: হুম ভাইয়া গানই ধরে নেন । আর যদি সুর দিতে পারেন তাহলে দিয়ে দেন।

৪| ০৬ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৩১

বিলিয়ার রহমান বলেছেন: ভালো!!

আশা করছি আরো ভালো করতে পারবেন! :)

০৬ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৩৮

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
আর আপনে এখনো উধাও হননি। ভালো ভালো থাইকা যান, যাইয়েন না মোগে কাছ থাইকা।

৫| ০৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:২৭

মিঃ সালাউদদীন বলেছেন:

লেখতে আমার মন বসে না
শীতের পাখিরা এসে
তোমার কথা বলে গেল
চুপি চুপি কানে ।

০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৩৪

কামরুননাহার কলি বলেছেন: কমেন্টের ফাঁকে তো চার লাইনের কবিতা লিখে ফেললেন ভাইয়া। ধন্যবাদ।

৬| ০৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৩২

শায়মা বলেছেন: আমিও সাজুগুজু অনেক লাইক করি!!!! :)

০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৩৩

কামরুননাহার কলি বলেছেন: তাই আপি তাহলে আমি আপনাকে খুব সুন্দর করে সাজিয়ে দিবো।
বিয়ে হয়েছে? না হলে বিয়ের দিন আমি সাজাবো আপনাকে।
আর বিয়ে হলে তাহলে ম্যারেজডে তে সাজিয়ে দিবো আপি। হাহাহাহাহাহা।

৭| ০৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৫

তারেক ফাহিম বলেছেন: সাজুগুজুর বর্ণনার ন্যায় গান/কবিতা ভালো হয়েছে++

০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৩৪

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৮| ০৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৮

মোঃ মনোয়ার হোসাইন বলেছেন: খারাপ না।

০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৩৫

কামরুননাহার কলি বলেছেন: খারাপ না তো কি? বিপরিত কিছু বলবেন তো ভাইয়া।

৯| ০৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:২৮

চাঁদগাজী বলেছেন:


ছবিটি আকর্ষণীয়; শেষ প্যারায়, দাঁড়ি কমার কারণে একটু অর্থ হারায়েছে

০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৩৫

কামরুননাহার কলি বলেছেন: হুম হতে পারে ভাইয়া।

১০| ০৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: রবীন্দ্রসংগীত বেশি শোনেন?

০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৩৬

কামরুননাহার কলি বলেছেন: নাহ পছন্দ করি না রবীন্দ্রনাথ।

১১| ০৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৫২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছবিতো মেলেনা
তাইতো বলি;
ভেবেছি বীথিপু
এ দেখি কলি!!

০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৩৭

কামরুননাহার কলি বলেছেন: হুম তাই তো বলি আমি কে!!

১২| ০৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:০৫

রাজীব নুর বলেছেন: কবিতা তো আসলে আবেগের খেলা।

০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৩৮

কামরুননাহার কলি বলেছেন: হুম ভাইয়া খুব আবেগ। ধন্যবাদ ভাইয়া।

১৩| ০৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: লিরিক বা কবিতা যাই হোক সুন্দর হইছে,

০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৩৮

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

১৪| ০৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৭

অর্ক বলেছেন: আচ্ছা, আপনাকে তো বিভিন্ন সময় প্রচুর মন্তব্য করতে দেখেছি, দেখে আসছি, কিন্তু লেখাগুলো আসলে আপনি আদৌ পড়েনইনি। পড়লে আজকে আপনার ছোট্ট লেখায় এতো ভুল বাক্য দেখতে হতো না। প্রায় সিংহভাগ বাক্যই ভুল গঠন হয়েছে আর লিখেছেনও মধ্যযুগের প্রাচীন বাংলায়! ’পথ ধারনী’ মানে কি? ‘কাকনও হাতে কলসি বাজে’! কলসি কেন বাজান! ভুল বাক্য! আরও বেশ কয়েকটি আছে।

ভুলে ভরা লেখা। অনেক ভালো ভালো লেখায় আপনাকে মন্তব্য করতে দেখেছি। এই লেখা প্রমাণ করলো, আপনি লেখাগুলো মোটেও পড়েননি, পড়লেও খুব আংশিক। আপনি অনেক পিছিয়ে আছেন কলি আপু। এখন আমার মন্তব্য খারাপ লাগলেও, আমি আশ করবো, অনেকদিন পর আমার এই মন্তবের জন্যে বেশুমার ধন্যবাদ দেবেন।

একটু আধটু পাঠাভ্যাস গড়ে তুলুন।

শুভকামনা।


(নিচে ভালো মন্তব্যও করেছি। চাইলে এটা মুছে দিতে পারেন।)

০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৪০

কামরুননাহার কলি বলেছেন: না না না ভাইয়া লজ্জার কথা বইলেন না আমি তো সব সময়ই সবার লেখা মন দিয়ে পড়ে তারপর কমেন্ট করি। ঐ যে একদিন বলছিলাম না আমার লেখাগুলো তো হয় ভুলবাল। এই নিজের উপর নিজের মেজাজ খারাপ হয় হুমম।

১৫| ০৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৭

অর্ক বলেছেন: বেশ ভালো লাগলো। শুভেচ্ছা।

০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৪০

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

১৬| ০৬ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

জোকস বলেছেন: লেখক বলেছেন: ও জোকস ভাইয়া লাইকাছি কি? এটা আবার কি জীবনেও তো শুনলাম না এইরকম কোন শব্দ।



গান বা কবিতা যাই হোক ভাল লেগেছে, দ্বিতীয় লাইক আমার। তাই সব মিলিয়ে ছোট করে বলেছি লাইকাছি:P

০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৪১

কামরুননাহার কলি বলেছেন: ও হেই কতা আগে কইবেন না মুই তো বুজবার পারি নাইকা ভাইয়া।

১৭| ০৬ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

জোকস বলেছেন: আমার লাইক তো প্রথমে! সেই সময় তো দেখলাম ওমেরাপুর প্রথম লাইক 8-|

১৮| ০৬ ই মার্চ, ২০১৮ রাত ৮:৫৬

সৈয়দ ইসলাম বলেছেন: প্লাস+++




পূর্ণ মায়ায় ভরে উঠা কবিতা থেকে
আসুগ পূর্ণতা তোমার ভালবাসায় গো
সার্থক হোক উভয় জনম নিষ্কাম প্রেমে গো

০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৪৩

কামরুননাহার কলি বলেছেন: ও ভাইয়া আপনি তো মিঃ সালাউদদীন ভাইয়া এর মতো তিন লাইনের একটা কবিতা লিখে ফেললেন। বাহ সুন্দর হয়েছে তো। প্লাস দেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া।

১৯| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: ছবিটা বেশ সুন্দর।

কবিতাও ভাল হয়েছে কিন্তু একই লাইনে বাতাস ও হাওয়ার ব্যবহার সার্থক হয়নি।

০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৪৪

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৬

কামরুননাহার কলি বলেছেন: হয়তো দুটো শব্দ এক রকম হয়ে গেছে ভাইয়া
আর কবিতা পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

২০| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৫৯

রোমিও সবুজ দাস বলেছেন: কবিতাটা গান হবার যোগ্যতা রাখে। লিখেছেন যখন নিজের মন থেকে সুরের দায়িত্বটাও মনকেই দিয়ে দিন। দেখবেন সে ম্যানেজ করে নিবে।

০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৪৫

কামরুননাহার কলি বলেছেন: ভাইয়া আমি না সুর দিতে পারিনা এই জন্য মনে বড় দুঃখ। সুর দিবো তো দূরের কথা গানই গাইতে পারিনা। আমার যে পচা কণ্ঠ এইয়া কাক-পাখিতেও সুনে না। যদি কেউ সুর দিতে পারে তাহলে তো ভালো হতো।
আচ্ছা ভাইয়া আপনে পারেন না?

২১| ০৭ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৩১

মোঃ ছিদ্দিকুর রহমান বলেছেন: হ্যা, +++++++
তোমাতে রহিয়াছে শুপ্ত প্রতিভা
বিকশিত হওয়ার অপেক্ষা মাত্র।
হে কবি লিখ তোমার প্রেমের কবিতা,
পাঠক হয়ে, রহিতে চাহি তব।

আপনাকে ধন্যবাদ রইলো।

০৭ ই মার্চ, ২০১৮ দুপুর ১:২২

কামরুননাহার কলি বলেছেন: আরে এখন তো সবাই কবি হয়ে গেলে আমার কবিতা পাঠ করে । ভাইয়া আপনেও তো চার লাইন লিখে ফেলেছেন। আপনাকেও ধন্যবাদ।

২২| ১২ ই মার্চ, ২০১৮ দুপুর ১:১৬

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভাল লিখেছেন ++++

১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:০৩

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.