![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নাম কামরুননাহার কলি, আমি একজন ভার্সিটির ছাত্রী। আমার সখ লেখালেখি আর বই পড়া। আমি দেশকে ভালোবাসি, ভালোবাসি দেশের মানুষদের।
আল্লাহর অশেষ মেহেরবানিতে নিহাত কেবিন ক্রু নাবিলার মেয়ে হিয়ার কে পাওয়া গেছে। নেপালের কাঠমুন্ডুতে বিধ্বস্ত ইউএস-বাংলার বিএস-২১১ ফ্লাইটের কেবিন ক্রু নাবিলা গত কাল বিমান দুর্ঘটনায় নিহাত হোন। জানা গেছে যে তার বাসার কাজের বুয়া নাবিলার মৃত্যুর খবর পেয়ে মেয়েকে নিয়ে লাপাত্তা হয়ে যায়। এরপর কাজের বুয়া কে পুলিশের আওতায় এনে তাকে জিজ্ঞেসাবাদ করা হয়। কিন্তু সে হিয়ার কে নিয়ে পালিয়ে যায়নি । হিয়ার কে নিয়ে গেছে তার খালা অর্থ্যৎ নিহাত কেবিন ক্রু নাবিলার বোন। নাবিলার বোনের বাসায় হিয়ার কে উদ্ধার করার জন্য পুলিশ পাঠানো হয়। তবে নাবিলাব বোনের নাম বা কোন তথ্য পুলিশ এখন দেননি।
ছবিটি নেট থেকে নেওয়া।
১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৩
কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২| ১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২৫
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ভালো কথা।
১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৫
কামরুননাহার কলি বলেছেন: হম খুশির কথা। ধন্যবাদ আপনাকে।
৩| ১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৪২
ঠ্যঠা মফিজ বলেছেন: আল্লাহু ওর মঙ্গল করুন।
১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৬
কামরুননাহার কলি বলেছেন: আমিন। ধন্যবাদ আপনাকে।
৪| ১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আল-হামদুলিল্লাহ্
ওর নাম তো শুনলাম নিষাদ??
ওকে বাসা থেকে না বলে নিয়ে যাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। নাবিলার বোনের সচেতনতার দরকার ছিল।।
১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৭
কামরুননাহার কলি বলেছেন: হয়তো দুটো নামও হতে পারে ভাইয়া।
ঠিক বলেছেন বোনের সচেতন হওয়ার দরকার ছিলো।
৫| ১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫০
প্রামানিক বলেছেন: আল্লায় রক্ষা করুক।
১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৭
কামরুননাহার কলি বলেছেন: আমিন।
৬| ১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫২
সেলিম আনোয়ার বলেছেন: গুড নিউজ।
১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৮
কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
৭| ১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
গুজব যেন বাতাসের আগে রটে যায়।
নাবিলার মেয়ের জন্য শুভ কামনা।
১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১:০০
কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
৮| ১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১:২৯
দি রিফর্মার বলেছেন: এই মেয়েটি যেন ভালভাবে বেড়ে উঠতে পারে সেই জন্য দোয়া রইল।
ভাল খবরটা দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৪৩
কামরুননাহার কলি বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।
৯| ১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ২:২১
মেমননীয় বলেছেন: আলহামদুলিল্লাহ।
মাত্রই হারিয়ে যাওয়ার খরবটা পরলাম।
মনটা খারাপ হলো।
তারপরই আপনি ফিরে পাবার খবর দিলেন।
ধন্যবাদ!
১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৩৬
কামরুননাহার কলি বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।
১০| ১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৩৭
ওমেরা বলেছেন: আলহামদুল্লিলাহ ।অনেক অনেক শুকরিয়া।
১৪ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১৭
কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ আপু।
১১| ১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৪৮
ইউনিয়ন বলেছেন: বারিধারা -২,
এখানে সৌভাগ্য বলা ঠিক হবেনা। কারণ মুসলমমান বিশ্বাস করে মানুষের ভালো-মন্দ আল্লাহ্র হাতে। তিনি কাউকে ভাগ্যবতী করেন আবার কাউকে জান, মাল, সম্পদ দিয়ে পরীক্ষা করেন মানে কষ্ট দেন। এখানে বলা উচিৎ, কতই না চমেৎকার অথবা আলবৎ খুশির সংবাদ।
১২| ১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৫৭
ইউনিয়ন বলেছেন: ওহ বলতে ভুলে গেছি। শাহ আজিজ সাব মাঝেমধ্যে পত্রিকা থেকে লেখা এনে সামুতে পোষ্ট করে। এখানে কষ্ট কম। শুধু নিচে সুত্র লিখে দিলেই হয়।
১৩| ১৩ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:২০
বারিধারা ২ বলেছেন: @ ইউনিয়ন, মুসলমান কখনও আল্লাহ্র নাম নিতে কার্পণ্য করেনা, যেমন এই পোস্টের লেখক করেনি। সমস্যা শাহ আজিজদের মধ্যে। ওনাদের বিশ্বাস নিয়ে খুব কনফিউশান, তাই ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করলেও আল্লাহ্র নাম মুখে আনতে কেমন যেন লাগে!
শাহ আজিজ সাহেব যা করেন, সেটা সামুর দৃষ্টিতে অপরাধ - যে অপরাধে আমার একটা নিককে ফ্রন্টপেইজ ব্যান করা হয়েছে। যে অপরাধ রোধকল্পে সামু রাইট ক্লিক ডিজ্যাবল করে দিয়েছে এবং অন্য ব্লগারদেরকে বার বার সতর্কও করেছে।
কিন্তু ঐ যে কথা আছেনা "শাহ আজিজ করলে লীলাখেলা, পাপ হয়েছে মোদের বেলা"
১৪ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১৯
কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।
ভুলটা ধরিয়ে দিবেন মনুষের তবে কাউকে কষ্ট দিয়ে কখনোই কথা বলবেন না।
১৪| ১৩ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৪১
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
১৫| ১৩ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩১
চাঁদগাজী বলেছেন:
ইডিয়টগুলো দরিদ্র মেয়েটার (বুয়া) নামে বদনাম করেছে; যেসব ইডিয়টরা এগুলো করছে, বেশীর ভাগ গৃহকর্মীরা ওদের চেয়ে অনেক সৎ
১৪ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১৭
কামরুননাহার কলি বলেছেন: ঠিক বলেছেন ভাইয়া ঐ সব ইডিয়েটদের চেয়ে গৃহকর্মীরা অনেক সৎ।
১৬| ১৩ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬
সোহানী বলেছেন: সামান্য কিছুতে না জেনেই আমরা হৈচৈ করি...
ভালো লাগলো খবরটি।
১৪ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১৭
কামরুননাহার কলি বলেছেন: হুম এটা এই দেশের নিয়ম হয়ে গেছে এখন আপু।
১৭| ১৩ ই মার্চ, ২০১৮ রাত ৮:০৭
নূর-ই-হাফসা বলেছেন: অযথা কাজের মেয়েটাকে জড়ানো হলো ।
১৪ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১৮
কামরুননাহার কলি বলেছেন: হুম ঠিক আপু।
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২৩
শাহ আজিজ বলেছেন: ঈশ্বরের কৃপা ।