![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নাম কামরুননাহার কলি, আমি একজন ভার্সিটির ছাত্রী। আমার সখ লেখালেখি আর বই পড়া। আমি দেশকে ভালোবাসি, ভালোবাসি দেশের মানুষদের।
আমার আরো কিছু উক্তি।
1. একজন ছাত্র কিংবা একজন ছাত্রী তখনি হতাশ হয়, যখন কোন শিক্ষক তার দূর্বোলতাকে আরো বেশি অবেহেলা করে। তখন মানসিক ভাবে সেই ছাত্র কিংবা ছাত্রী আরো ভেঙ্গে পরে, হাল ছেড়ে দেয়, সামনে এগিয়ে চলার।
2. টাকা কে ভালো না বেসে কাজটাকেই বেশি ভালোবাসো।
৩. দূর্বল মানুষকে কখনো দূর্বল ভেবে ঠকিও না। কেননা সেই দূর্বল ব্যক্তি আমাদের সমাজ থেকে বড় কিছু না হলেও সামান্য কিছু পাওয়ার আসা করে।
৪. তুমি সুন্দর হলেই ভেবে না যে তুমি সুন্দর। কারণ মানুষের প্রকৃত সুন্দর হলো তার মন।
৫. অফিসের বড় বস হলেই কি তুমি অনেক কিছু? না সেটা নয়, সব সময় তুমি মনে রাখবে তুমি একজন মানুষ, অফিসের বড় বস নয়।
৬. তোমার পরিচয় তোমরা ব্যবহারের, তোমার অফিসের চেয়ার নয়।
৭. পৃথিবীতে সব মানুষ এক রকম নয়, সবার মধ্যে আলাদা আলাদা কিছু গুণ-গান রয়েছে।
৮. তুমি মনে করো না তুমি যেরকম আছো ভালো আছে, মনে রেখো তোমার কর্মের ফল, তোমাকে তোমার আসল নিশান দেখাবে।
৯. কারো প্রতি কঠোর হয়েনা, তোমার এই কঠোরতাই তোমার শত্রু।
১০. তুমি কতটা সৎ সেটা আগে তুমি তোমরাটা জানার চেষ্টা করো, তারপর অন্যেরটা জানো।
১১. তুমি সব কিছু ভুলে গেলেও বিবেক তোমার ঠিক তা মনে রাখে, তাই বিবেককে ঠকিওনা।
১২. তুমি শিক্ষিত সেটা বিষয় নয়, বিষয় হলো সে শিক্ষা থেকে কতটুক তুমি অর্জন করেছো।
১৩. ভুল করে হতাশ হবে না, মনে রাখবে এই ভুলটাই তোমাকে শুদ্ধবে।
©somewhere in net ltd.