নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন সুন্দর করে সাজাও । আমি নারী তাই কথাও বলি নারীদের নিয়ে।

কামরুননাহার কলি

আমার নাম কামরুননাহার কলি, আমি একজন ভার্সিটির ছাত্রী। আমার সখ লেখালেখি আর বই পড়া। আমি দেশকে ভালোবাসি, ভালোবাসি দেশের মানুষদের।

কামরুননাহার কলি › বিস্তারিত পোস্টঃ

মাহাথির কি!!!!

০৩ রা জুন, ২০১৮ বিকাল ৩:১৫



মাহাথির, এটা আবার কি!!! হঠাৎ করেই আমার কাছের কিছু মানুষ আমাকে মাহাথির বলতে শুরু করলো। তবে বেশ কিছু নয়, এই হয়তো তিন’চার জন মানুষ। তার মধ্যে একজন আমার পরিচিত বন্ধু, একজন আমার ক্লাসমেন্ট কলেজের, একজন আমার আঙ্কেল আরও একজন আছেন যিনি আমাদের একজন সম্মানিত ব্লগার চাঁদগাজী” ধরতে গেলে তিনিও আমার একজন আঙ্কেলেরই মতো। কারণ তার বয়সটা আমার বড় আঙ্কেলের মতো। এখন আসল কথাই আসে-

ব্যাপার কি আমাকে সবাই মাহাথির মাহাথির বলছে কেনো!! এটা কি কোন খারাপ কথা, নাকি ভালো কথা? এটা কি কোন প্রানী-জন্তু, নাকি খাবারের কোন রেসিপি? এই নামের অর্থ জানিনা বলে লজ্জায় কাউকেই কিছু বলছি না। হঠাৎ করেই দু’একদিনের মধ্যেই চোখে পরে গেলো। আমাদের এই প্রিয় ”সামহোয়্যাইন” ব্লগের প্রথম পেজে, শুধু মাহাথির মাহাথির আর মাহাথির তাকে নিয়ে অনেক সম্মানিত ব্লগারদে লেখা। যেনে তাকে নিয়ে ঝড় বয়ে যাচ্ছে ব্লগে। অনলাইন পত্রিকা খুলেও তাই, যে দিকে তাকাই শুধু মাহাথির মাহাথির আর মাহাথির। সার্চ দিলাম গুগুলে। পড়লাম মাহাথিরের আরো কিছু তথ্য।

আসলে কি আমি জানতাইম না যে মাহাথির কি বা কে। তারপর যখন ওনাকে নিয়ে ব্লগ পত্রিকা পড়লাম তখনই জানতে পারলাম উনি একজন মহান ব্যক্তি “মাহাথির বিন মোহাম্মদ”। জানলাম তার অসাধারণ কৃর্তকার্যের কথা। আমি টিভিতে খবর তেমন একটা দেখি না তাই তার কথা আগে জানতে পারিনি।

কিন্তু যখন আমি জানতে পারলাম এই অসাধারণ মানুষটির নামে আমাকে ডাকা হচ্ছে তখন আমার গর্বে বুকটা ভরে গেলে। অসাধারণ এই মানুষটি মাহাথির বিন মোহাম্মদ এখন থেকে তার নামটি আমি সবসময় মনে রাখবো। কোন ভালো কার্যকর্মের সাথে মাহাথির কে জড়াবো। তিনি আমার একজন ভালো ব্যক্তি ও নেতা। তার কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে।

হয়তো কেউ আমাকে বোকা ভাবতে পারেন। এই জন্য যে, এই অসাধারণ মানুষটিকে আমি চিনি না। তবে এখন বললে কাজ হবে না, কারণ তিনি এখন আমার গুরু।

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৮ বিকাল ৩:৩৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: বাহ! ভালো।

ভেতরে আপনার কৃতকর্ম সম্পর্কে জানবার কৌতূহল দানাবাঁধাতে শুরু করেছে।

০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৮:৫৯

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

২| ০৩ রা জুন, ২০১৮ বিকাল ৩:৪০

নাজিম সৌরভ বলেছেন: তাহলে আপনার জন্য আরেকটি মজার তথ্য আছে । আপনি জানেন কি, মাহাথির বিন মোহাম্মদের শেকড় এই বাংলাদেশে । তিনি বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তি ।

০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৯:০০

কামরুননাহার কলি বলেছেন: হুম জানি। সব তথ্য জানিনা তবে কিছু কিছু তথ্য এখন আমি জানি তার সম্পর্কে।

৩| ০৩ রা জুন, ২০১৮ বিকাল ৪:২২

ব্লগার_প্রান্ত বলেছেন: মাহাথির রাজনীতির ইতিহাসে একজন তারকা!

০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৯:০১

কামরুননাহার কলি বলেছেন: হুম ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

৪| ০৩ রা জুন, ২০১৮ বিকাল ৪:৪৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কি হে কলি??
“চাদগাজী” কে?
আমাদের চন্দ্র সাহেবের মাথায় চন্দ্রবিন্দু কই??;)



এখনকার নেতাদের মধ্যে আমার পছন্দ মাহাথির ও ট্রুডো!

০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৯:০২

কামরুননাহার কলি বলেছেন: আমার নাম লেখাটা ভুল হয়েছে বোধ হয়। সরি ঠিক করে দিচ্ছি। এখন আমারও মাহাথির কেই পছন্দ।

৫| ০৩ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

রাজীব নুর বলেছেন: স্টাইল আর ব্যক্তিত্ব,দুইটা ব্যপার আসলে জন্মগত থাকতে হয়। নেতা হতে হলে সততা,ব্যাক্তি্ত্ব ,সাহস,ত্যাগি ও জনপ্রিয়তা থাকতে হবে।

০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৯:০৩

কামরুননাহার কলি বলেছেন: অনেক কিছু জন্মগত নাও থাকতে পারে ভাইয়া। কোন কোন কারণ বশত।

৬| ০৩ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মাহা‌থির এক জন স্ব‌প্নের ফে‌রিওয়ালা। তি‌নি স্বপ্ন দেখান ও বাস্তবায়ন ক‌রেন। তি‌নি উন্নয়‌কের কা‌রিগর ও ক‌বি।

০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৯:০৪

কামরুননাহার কলি বলেছেন: হুম মাহাথিরকে নিয়ে আমাকে আরো কিছু জানতে হবে। ধন্যবাদ ভাইয়া।

৭| ০৩ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ কলি আপা, আপনি মহিলা মাহাথির হিসেবে খ্যাতি লাভ করার জন্য!!
কিন্তু আপনি জানেন না মাহাথির কে বা কি, এমনকি জানেন না তিনি মানুষ না জন্তু!!
তার পরেও আপনি গর্বিত কারণ আপনি জেনেছেন উনি একজন মহান ব্যাক্তি।
আপনি তার সম্পর্কে কিছুই জানেন না, এমনকি এই ডিজিটাল যুগে বাচ্চারাও
তার সম্পর্কে জানে।
ডাঃ মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী ও আধুনিক মালয়েশিয়ার স্থপতি। তিনি ১৯৮১ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে ক্ষমতাসীন দল পর পর পাঁচবার সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে। তিনি এশিয়ার সবচেয়ে দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। ২০০৩ সালের ৩০শে অক্টোবর তিনি স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেন। অবসর গ্রহণের দীর্ঘ পনের বছর পর ৯২ বছর বয়েসে প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ব্যাপক দুর্নীতি সংশ্লিষ্টতার কারণে মাহাথির মোহাম্মদ আবারও আসেন রাজনীতিতে। ২০১৮ সালের ৯ মে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে জয়ের পরদিন ১০ মে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। যিনি কয়েকদিন পূর্বে দেশের স্বার্থে চীনের সাথে চুক্তি বাতিল করেছেন।
আমার একটি প্রিয় উক্তিঃ
আমি যা তার জন্য লজ্জিত হলে ক্ষতি নেই, কিন্তু যা নই তার জন্য শ্রদ্ধাস্পদ হতে চাই না।

তোষামদকারী বন্ধু চেয়ে সমালোচনাকারী শত্রু শ্রেয়, এই কথাটি সর্বদা মনে রাখবেন।
আর নিজেকে যদি মাহাথির মনে করে আত্মতৃপ্তি পান , তা হলে বলার কিছু নাই।

আপনি আমার একজন প্রিয় ব্লগার,
যদি ব্যথিত হয়ে থাকেন আমার মন্তব্যে
তা হলে দুঃখিত! নিজ গুণে ক্ষমা করে দিবেন।

০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৯:১৪

কামরুননাহার কলি বলেছেন: আপনারকে আগে ধন্যবাদ দিলাম। আমার ধন্যবাদ আপনি সদরে গ্রহণ করিবেন প্রিয় ব্লগার “নূর মোহাম্মদ নূরু”
আসলে আমি উপরে যে লেখাটি মাহাথিরকে নিয়ে লেখেছেন সেটা জানি। তার সম্পর্কে পড়েছি এতোটুকো হয়তো আরো বেশি। কিন্তু আপনি আমাকে যে ভাবে বর্ননা এবং উক্তি দিলে সেই ভাবে কিন্তু আমি পোষ্টটি করিটি। আমি বরাবরই আমাকে নিয়ে রহস্য কিংবা হস্যকর পোস্ট করি। হয়তো এটা অনেকেই জানেন। আমার পোষ্টের মধ্যে হাস্যকর কথা রয়েছে।
আর ডিজিটাল যুগের বাচ্চাটাই না হয় আমাকে ধরে নিতে পারেন। কারণ আমিও এখন ডিজিটাল যুগেরি বড় বাচ্চা মেয়ে।
সত্যি কথা কি জানেন আমি না দেশের অনেক খবরই রাখিনা। ভালো লাগে না এইসব তাই হয়তো আগের থেকে জানতে পারিনি। মহান ব্যক্তি মাহাথিরের কথা।
আবারও ধন্যবাদ ভালো থাকবেন । আপনার প্রতি আমার অনেক সম্মান শ্রদ্ধা সবসময়ই থাকবে।

৮| ০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৩:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ কলি আপু
আমাকে ভুল না বোঝার জন্য।
আসলে আমি হয়তো একটু ঠোটকাটা ধরনের
মানুষ। অসঙ্গতি দেখলে আমার হাতের আঙ্গুল
নিশপিশ করে প্রতিবাদ করার জন্য।
কাউকে ছাড় দেইনা যার কারনে অনেকের পূজনীয়
ব্লগারের সাথে আমার নিত্য বিরোধ লেগেই আছে।
যদিও তা ব্লগেই সীমাবদ্ধ কারো প্রতি আমার ব্যক্তিগত
আক্রোশ নাই। আপনার কথায় আপনার হাস্যকর পোস্ট
হাস্যকরই হয়েছে। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.