নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন সুন্দর করে সাজাও । আমি নারী তাই কথাও বলি নারীদের নিয়ে।

কামরুননাহার কলি

আমার নাম কামরুননাহার কলি, আমি একজন ভার্সিটির ছাত্রী। আমার সখ লেখালেখি আর বই পড়া। আমি দেশকে ভালোবাসি, ভালোবাসি দেশের মানুষদের।

কামরুননাহার কলি › বিস্তারিত পোস্টঃ

কিছু উক্তি

০৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪৪

আমার আরো কিছু উক্তি।

1. একজন ছাত্র কিংবা একজন ছাত্রী তখনি হতাশ হয়, যখন কোন শিক্ষক তার দূর্বোলতাকে আরো বেশি অবেহেলা করে। তখন মানসিক ভাবে সেই ছাত্র কিংবা ছাত্রী আরো ভেঙ্গে পরে, হাল ছেড়ে দেয়, সামনে এগিয়ে চলার।

2. টাকা কে ভালো না বেসে কাজটাকেই বেশি ভালোবাসো।

৩. দূর্বল মানুষকে কখনো দূর্বল ভেবে ঠকিও না। কেননা সেই দূর্বল ব্যক্তি আমাদের সমাজ থেকে বড় কিছু না হলেও সামান্য কিছু পাওয়ার আসা করে।

৪. তুমি সুন্দর হলেই ভেবে না যে তুমি সুন্দর। কারণ মানুষের প্রকৃত সুন্দর হলো তার মন।

৫. অফিসের বড় বস হলেই কি তুমি অনেক কিছু? না সেটা নয়, সব সময় তুমি মনে রাখবে তুমি একজন মানুষ, অফিসের বড় বস নয়।

৬. তোমার পরিচয় তোমার ব্যবহারে, তোমার অফিসের চেয়ার নয়।

৭. পৃথিবীতে সব মানুষ এক রকম নয়, সবার মধ্যে আলাদা আলাদা কিছু গুণ-গান রয়েছে।

৮. তুমি মনে করো না তুমি যেরকম আছো ভালো আছে, মনে রেখো তোমার কর্মের ফল, তোমাকে তোমার আসল নিশান দেখাবে।

৯. কারো প্রতি কঠোর হয়েওনা, তোমার এই কঠোরতাই তোমার শত্রু।

১০. তুমি কতটা সৎ সেটা আগে তুমি তোমরাটা জানার চেষ্টা করো, তারপর অন্যেরটা জানো।

১১. তুমি সব কিছু ভুলে গেলেও বিবেক তোমার ঠিক তা মনে রাখে, তাই বিবেককে ঠকিওনা।

১২. তুমি শিক্ষিত সেটা বিষয় নয়, বিষয় হলো সে শিক্ষা থেকে কতটুক তুমি অর্জন করেছো।

১৩. ভুল করে হতাশ হবে না, মনে রাখবে এই ভুলটাই তোমাকে শুদ্ধবে।

মন্তব্য ৩৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪৫

বিজন রয় বলেছেন: দার্শনিক নাকি?

০৫ ই জুন, ২০১৮ দুপুর ১:০২

কামরুননাহার কলি বলেছেন: আমি দার্শনিক কি না জানি না ভাইয়া। তবে যদি কখনো দার্শনিক হই তাহলে আপনাকে জানাবো।

২| ০৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪৭

বিজন রয় বলেছেন: দেখুন একটি উপদেশ যেটা একজনের কাজে লাগল, অন্যজনের তা নাও লাগতে পারে।
তাই অত উপদেশ দিলে অনেকেই পাজলড হয়ে যাবে।

০৫ ই জুন, ২০১৮ দুপুর ১:০৩

কামরুননাহার কলি বলেছেন: ধরে নেন যার কাছে ভালো লাগে সেই তার কাছে আমি সফল। আর যার কাছে ভালো লাগে না তার কাছে আমি ব্যর্থ মানুষ ।

৩| ০৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:৫০

করুণাধারা বলেছেন: বেশ ভালো কথা। ভালো লাগলো।

০৫ ই জুন, ২০১৮ দুপুর ১:০৪

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা রইলো।

৪| ০৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপুম‌ণির উ‌ক্তিগু‌লো সুন্দর।

০৫ ই জুন, ২০১৮ দুপুর ১:০৪

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া। আপনি সুন্দর বলেছেন এতেই আমি খুশি।

৫| ০৫ ই জুন, ২০১৮ দুপুর ১:০৮

বিজন রয় বলেছেন: আপনার প্রতিউত্তরগুলোও দার্শনিকের মতো।

এস্ নিয়ে বই লিখবেন আশাকরি।

শুভকামনা রইল।

০৫ ই জুন, ২০১৮ দুপুর ২:০৮

কামরুননাহার কলি বলেছেন: পন্ডুলিপি লেখা আছে। গল্পগুচ্ছ, উপনাস, কবিতা কিন্তু ছাত্রী তো তাই এখনও বই ছাপানোর কথা ভাবতে ভয় লাগে। বোঝেনিতো ছাত্র/ছাত্রীদের অবস্থা কি রকম।

৬| ০৫ ই জুন, ২০১৮ দুপুর ১:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর উক্তি, ভালো লাগলো।
শুভকামনা রইল আপনার জন্য

০৫ ই জুন, ২০১৮ দুপুর ২:০৯

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ আপনাকে ভাইয়া। আপনার জন্যও শুভকামন।

৭| ০৫ ই জুন, ২০১৮ দুপুর ১:২২

ঢাবিয়ান বলেছেন: চোর না শুনে ধর্মের কাহিনী।

০৫ ই জুন, ২০১৮ দুপুর ২:১০

কামরুননাহার কলি বলেছেন: এটা তো সবাই জানে ভাইয়া চোরে কি কখনো ধর্মের কাহিনী শুনে। চোর তো চোরই।

৮| ০৫ ই জুন, ২০১৮ দুপুর ১:৪৭

ইব্‌রাহীম আই কে বলেছেন: ভালো লাগলো।

০৫ ই জুন, ২০১৮ দুপুর ২:১১

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া। শুভকামনা রইলো।

৯| ০৫ ই জুন, ২০১৮ দুপুর ১:৫৬

আবু আফিয়া বলেছেন: উক্তিগুলো চমৎকার,
নিজ জীবনে বাস্তবায়ন করতে পারলে সবারই মঙ্গল।
আপনার প্রতি রইল শুভকামনা

০৫ ই জুন, ২০১৮ দুপুর ২:১২

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

১০| ০৫ ই জুন, ২০১৮ দুপুর ২:১১

বিজন রয় বলেছেন: আমি গল্প, উপন্যাস, কবিতা নিয়ে বই প্রকাশ করতে বলিনি। ওসব আমাদের দেশে হাজার হাজার আছে।
আমি বলেছি দর্শন নিয়ে বই লিখতে।

০৫ ই জুন, ২০১৮ দুপুর ২:১৫

কামরুননাহার কলি বলেছেন: ঠিক আছে ভাইয়া লিখবো। দোয়া করবেন।

১১| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:৪৭

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ভাল লাগল কলি

০৬ ই জুন, ২০১৮ দুপুর ১:১১

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ আপি।

১২| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৫:০০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

০৬ ই জুন, ২০১৮ দুপুর ১:১২

কামরুননাহার কলি বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাইয়া।

১৩| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৫:০৫

লাবণ্য ২ বলেছেন: সুন্দর কিছু উক্তি আপু।

০৬ ই জুন, ২০১৮ দুপুর ১:১২

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ লাবণ্য ২ আপি

১৪| ০৬ ই জুন, ২০১৮ সকাল ৭:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপুম‌ণি, ডঃ কাজী আব্দুল আ‌লিম স্যা‌রের এক‌টি বই আ‌ছে। নাম বাণী চিরন্তনী। যে কোন পাব‌লিক লাই‌ব্রেরী‌তে পড়‌তে পার‌বেন। সেখা‌নে দেখ‌বে আপ‌নি যা বল‌তে চা‌চ্ছেন তার বেশীর ভাগই আ‌গের মনীষীরা ব‌লে গে‌ছেন।

০৬ ই জুন, ২০১৮ দুপুর ১:১৬

কামরুননাহার কলি বলেছেন: হয় তো মিলতে পারে ভাইয়া। তবে আমি কারো বাণী না পড়েই এগুলো লেখেছি। হয়তো আমার মাথাওয়া এটা এছেসে কোন কোন পরিবেশ দেখে। আর সবথেকে সত্যি কথা হলো। প্রতিটি বাণীই আমি আমার আশে পাশের মানুষগুলো আচার-আচারণ দেখে লেখেছি। তাদের ঐসব পরিবেশ আমাকে এইগুলো ভাবতে সাহয্য করেছে ভাইয়া। আর বাণী চিরন্তনী বইটা আমি পড়বো।

১৫| ১৮ ই জুন, ২০১৮ সকাল ১০:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপু কেমন ঈদ হল ?

১৮ ই জুন, ২০১৮ দুপুর ১২:০১

কামরুননাহার কলি বলেছেন: হুম ভাইয়া অনেক অনেক ভালো । আপনার কেমন কাটলো ঈদ ভাইয়া?

১৬| ১৯ শে জুন, ২০১৮ সকাল ৯:৫০

সামু পাগলা০০৭ বলেছেন: উক্তিগুলো বেশ সুন্দর!
পোষ্টে লাইক!

১৯ শে জুন, ২০১৮ সকাল ৯:৫৮

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ আপনাকে আপি। ঈদ মোবারক।
আপনাকে তো ব্লগে দেখিই না। কিন্তু কেনো আপি।

১৭| ২০ শে জুন, ২০১৮ দুপুর ১২:২১

সামু পাগলা০০৭ বলেছেন: মোস্ট ওয়েলকাম!

আপনাকেও ঈদ মোবারক!

আমি সিজনাল ব্লগার। যখন ভার্সিটি ক্লাস থাকে ব্লগে আসিনা। যখন ছুটি থাকে প্রচুর ব্লগিং করি। ব্যাস এই ব্যাপার।

২০ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪৬

কামরুননাহার কলি বলেছেন: ও

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.