নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন সুন্দর করে সাজাও । আমি নারী তাই কথাও বলি নারীদের নিয়ে।

কামরুননাহার কলি

আমার নাম কামরুননাহার কলি, আমি একজন ভার্সিটির ছাত্রী। আমার সখ লেখালেখি আর বই পড়া। আমি দেশকে ভালোবাসি, ভালোবাসি দেশের মানুষদের।

কামরুননাহার কলি › বিস্তারিত পোস্টঃ

“নারীদের নিয়ে অহেতুক কথা”

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২১



ব্লগে একেক সময় একেক ধরণে কথা বা ঘটনা নিয়ে ঝড় উঠে যায়- যেন মহাসাগরের কোন ঝড় এসে পরেছে ব্লগে। এই ক’দিন যাবত দেখতেছি আরো একটি বিষয় সেটা হলো- “নারী উন্নয়ন, নারী উন্নয়ন”। এই নারী উন্নয়নের কথাটি নিয়ে, কেউ এর পক্ষে যাচ্ছে কেউ এর বিপক্ষে যাচ্ছে। কিছু অদম পুরুষেরা নারীদের নিয়ে অহেতুক কথা রুটছে। আমি এটা জানিনা যে- নারী উন্নয় নামের কোন আলাদ শব্দ আছে কিনা। যদি থাকে তাহলে সেটা কোথায় আছে?

হাস্যকর! নারীদের কি আল্লহ আবার নতুন করে আলাদা উন্নয়ন হতে বলছে? তাহলে আমি আগে এটা জানতাম না। আমি তো জানি সৃষ্ট্রিকর্তা নারী-পুরুষদের উন্নয়নের কথা বলেছেন পৃথিবীতে মানবজাতির সৃষ্ট্রির শুরুতেই। মানুষ, আমরা মানুষ তিনি এই রুপে আমাদের সৃষ্টি করেছেন। এখন কেউ যদি আলাদা করে পশুত্বের পরিচয় দিতে চায় তাহলে তাকে- আমি, এই সমাজ এমনকি সয়ং সৃষ্ট্রিকর্তাও কিছু করার নাই। কারণ সে ব্যক্তি আমার, সমাজের এবং আল্লাহর ক্ষতি করছে না, বরং সে নিজেই নিজের ক্ষতি করছে।

নতুন করে নারী উন্নয়নের কথা উঠেছে। এটা কিন্তু নতুন নয় এটা সেই মানুষ সৃষ্ট্রির শুরুতেই। যুগে যুগে মানুষ নামের কিছু অদম পুরুষ নারীদের উপর অত্যাচার, নির্যাতন করে, ঘরকুনো করে রেখেছে। নারীদের ঘর থেকে বের হতে দেওয়া হয়নি, নারীদেরকে বন্দী করে রাখা হয়েছে। সেই থেকেই নারীরা আজকের সমাজে এতো অবেহেলিত, বঞ্চিত। এখনও ঐসব অদম পরুষেরা মনে করে নারীরা কেনো মাথা উচু করে থাকবে। কারণ একটাই ওরা মুর্খ, নির্বোধ জ্ঞানহীন। ওরা ওদের পূর্বপরুষদের নীতি পালন করছে। কিন্তু এই মুর্খ, নির্বোধগুলোরা জানেনা যে আল্লাহ কি বলেছেন।


কোরআনে- সূরা নেসা ৩২ নং আয়াতে লেখা আছে- (তোমাদের একজনের উপর আরেকজনের যা বেশি কিছু দান করা হয়েছে তার উপর অন্যজন লোভ করো না, যা কিছু পুরুষেরা উপার্জন করলো তা তাদেরই অংশ; আবার নারীরা যা কিছু উপার্জন করলো তাও তাদেরই অংশ;) তাহলে হে পুরুষজাতিরা তোমরা কি বুজতে পারো না যে নারী-পুরুষ এরা উভয় মানুষ। এখানে নারী আলাদ পুরুষ আলাদ কখনোই হতে পারে না। শুধু মাত্র দুটো জাত আলাদা এ ছাড়া আর কিছুনা। যেখানে আল্লাহ তায়লা নিজেই কখনো পুরুষ-নারী আলাদা করে দেখেননি। সেখানে আজকে কিছু অদম্য মুর্খ পুরুষেরা নারীদের বেরিয়ে আসতে দেখে, গা জলে উঠেছে।

আজকে বিশ্বের নারীরা যখন বুজতে পেরেছে যে নারীদের ঘরকুনো করে বন্দী করে রেখেছে পুরুষরা, আল্লাহর কথাকে টপকে ওরা নারীদের প্রতি অন্যয় করেছে। তখন নারীরা তাদের অধিকার আদায়ের জন্য নেমেছে। সেখানে নারীদের তো কোন দোষ নেই। তাই উন্নয়নের কথা আমি মনে করি অহেতুক, এই শব্দ বড়ই বেমানা। এটা নতুন কথা নয় এটা সৃষ্ট্রির শুরুতেই বলা হয়েছে, এবং উভয়কে বলা হয়েছে। যার যার কাজ সে সে করে খাওয়াটাই হলো নিজের জীবনের উন্নয়ন করা।
এছাড়াও কাজী নজরুল ইসলাম তার নারী কবিতায় লিখেছেন-
নর যদি রাখে নারীরে বন্দী, তবে এর পরের যুগে
আপনারি রচা ঐ কারাগারে পুরুষ মরিবে ভুগে!


তবে হ্যা নারীরা ভুলটাও করছে সেটা হলো ওরা বেশি উশৃঙ্খলা হয়ে গেছে, এটা ঠিক নয়। এর জন্য নারী তুমিই দায়ী। নিজেকে কন্ট্রোলে না রেখে নিজেকে উপস্থাপনা করছে নরদর্মার মধ্যে। তুমি তোমার সম্মান টাকে রাখতে পারছো না। তাই নারী তোমারও ভুল। তোমাকে আল্লাহ অনেক অধিকার অনেক সম্মান দিয়েছেন তুমি তা ধরে রাখতে পারো না। তোমার সবথেকে বড় ভুল এখানেই।

ছবিগুলো নেট থেকে নেওয়া।

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৮

স্বপ্নীল ফিরোজ বলেছেন:
সুন্দর পোস্ট। আমার ব্লগ বাড়িতে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৮

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ আপনাকে। অবশ্যই ঘুরে আসবো।

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৩

রক বেনন বলেছেন: প্রচুর টাইপো রয়েছে।

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৮

মাহমুদুর রহমান বলেছেন: বড্ড অগোছালো লেখা।আপনার অনেক কথার সাথেই আমি একমত না।তবে তর্কে যাব না।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২০

কামরুননাহার কলি বলেছেন: কিছু বলার থাকলে বলতে পারেন।

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৩

তারেক_মাহমুদ বলেছেন: আর একটু যত্নবান হোন, কিছু সংশোধন জরুরী।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৯

কামরুননাহার কলি বলেছেন: কিছুটা সংশোধন করিছি।

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৬

আমি ৎৎৎ বলেছেন: ব্লগে আমরা সবাই লেখক, লেখিকা নই কেউ।

ভুল মানুষের থাকবেই।

ভালো থাকবেন।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৫

কামরুননাহার কলি বলেছেন: আপনি আপু না কি বুজতে পারছি না। তবে লেখাটি ভালো করে বুঝে হয়তো আপনি পড়েননি। ভালো থাকবে সবসময়।

৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৭

সেলিম আনোয়ার বলেছেন: সময় করে টাইপো ঠিক করে দিয়েন কেমন??

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৫

কামরুননাহার কলি বলেছেন: হুম করবো। বলার জন্য ধন্যবাদ।

৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২১

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আপনার কি মনে হয়না নারীদের আলাদা পুরুষরা করছে না। করছে নারীবাদী রা? তারা তো এখন উগ্র ডায়লগ শুরু করেছে।

আপনার কি মনে হয়না আগামীতে জাতি ৩ ভাগ হয়ে যাবে। ১)নারীবাদি নাস্তিক।
২)পুরুষবাদী নাস্তিক। ৩)আস্তিক যারা ধর্ম নিয়া বাচে।
নারীবাদি রা যেভাবে আক্রমণ করে কথা বলে। আর কোন জায়গায় ক্ষমতা পেলে সেখানে
পুরুষ পেলে ইচ্ছা মত অপমান করে।।
তারা জাতিকে বিভক্ত করে ফেলছে। আপনার মনে হয়না???

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৯

কামরুননাহার কলি বলেছেন: মনে হয় । নারীবাদী নাস্তিক আমি জানি এই বিষয়। যদি থাকে তাহলে হতে পারে এরা নতুন নারীবাদি নাস্তিক।
তবে আমার কথা হলো আমি সমাজে নারীবাদি নাস্তিক আর পুরুষবাদী নাস্তিক এদেরক কাউকেই দেখতে চাইনা সমাজে। শুধু দেখতে চাই মানুষ হিসেবে।

৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫১

সনেট কবি বলেছেন: পড়লাম

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৯

কামরুননাহার কলি বলেছেন: তাই, খুব ভালো।

৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৩

রাজীব নুর বলেছেন: পোষ্ট টি হৃদয়গ্রাহী।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৯

কামরুননাহার কলি বলেছেন: হতে পারে ভাইয়া।

১০| ১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৪

কাওসার চৌধুরী বলেছেন:



আপনার নতুন পোস্ট পাচ্ছি না। আশা করি ভাল আছেন। লিখুন। (ধন্যবাদ)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.