নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন সুন্দর করে সাজাও । আমি নারী তাই কথাও বলি নারীদের নিয়ে।

কামরুননাহার কলি

আমার নাম কামরুননাহার কলি, আমি একজন ভার্সিটির ছাত্রী। আমার সখ লেখালেখি আর বই পড়া। আমি দেশকে ভালোবাসি, ভালোবাসি দেশের মানুষদের।

কামরুননাহার কলি › বিস্তারিত পোস্টঃ

“আমার ভোট আমি দিবো, যাকে খুশি তাকে দিবো”

০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৯

আজ দু’দিন যাবৎ আমি খুবই হতাশ। কারণ আমি ছিলাম এই ভোটের প্রথম ভোটার। আমার জীবনের প্রথম ভোট দিবো আশা ছিলো। কিন্তু আমি পারিনি, আমি আমার অধিকার পাইনি। আমার মতো এই রকম অনেক নতুন পুরোনো ভোটার আছে যারা ভোট দিতে পারেনি। আমার মা ও ভোট দিতে পারেনি, আমার পরিচিত অনেক মানুষ অনেক বন্ধু তারও ভোট দিতে পারেনি। ভোট কেন্দ্রে গেছে সেখান থেকেই হুমকি দিয়ে ফিরিয়ে দিয়েছে। আমি আমার দেখা কয়েকটি ভোটকেন্দ্রর কথাই বলবো। আমার এলাকায় ভোট কেন্দ্রের যে অবস্থা ছিলো। প্রথমতো ওখানে কোন এজেন্ট দেওয়া হয়নি। যারা এজেন্ট ছিলো তারা হলো দলীয় নেতা কর্মী। তারা ভোট দিচ্ছে নিজেরাই, তারা ভোট দেওয়াচ্ছে ৬, ১১, ১০, ১৪,১৫ বছরের ছেলে মেয়েদের দিয়ে তাও একটা নয় ১০ /২০ টি করে এককেজন ভোট দিচ্ছে। ভোট দিতে গেছে মানুষ তাদের বলা হয়েছে আপনাদের ভোট হয়ে গেছে। চলে যান বাসায় এই বক্তব্য হলো এজেন্টদের।

এবার আসি যারা ১০/২০টি ভোট দিয়েছে তাদের ভক্তব্য। তাদের আমি কয়েকজনকে জিজ্ঞেস করলাম তোমরা কি পেলে এতোগুলো ভোট দিয়ে, অন্যায় ভাবে? ওদের ভক্তব্য শুনুন এবার- আপা আমাদের কে জোর করে ভোটকেন্দ্রে নেওয়া হয়েছে, না গেলে যে আমাদের অবস্থা খারাপ হবে। পরবর্তীতে তার দায় কে দিবেন, বলেন। জানেন আপা আমাদের কে বলা হয়েছিলো আমাদের টাকা দিবে ভোট দিয়ে দিলে ওরা আমাদেরকে একটা টাকাও দেয়নি। শুধু কিছু খাবার দিয়ে পাঠিয়ে দিয়েছে আমাদের।

এর পর আসি অন্য একটি কেন্দ্র নিয়ে- সেখানে রাতের বেলা বক্স ভর্তি করে রেখেছে ভোট দিয়ে নেতারা। তাই সকালে কেউ যায়নি কেন্দ্রে। পুরো মাঠ ফাঁকা। শুধু মাত্র কয়েকজন নেতা কর্মী আর কিছু আনসার বাহিনী ছাড়া। হাতে গোনা দু’একজন আসে তারা তাদের সিরিয়াল খুজে পায় না। তাদের ভক্তব্য- তাদের ভোটটা দিলো কে? তাদের ভোটের সিরিয়াল পাচ্ছে না খুজে। এনআইডি কার্ড দিয়েও ভোট দিতে দিচ্ছে ওরা। তাহলে এনআইডি কার্ড বানানো হয়েছে কেনে? আমার ভোট আমি দিতে পারবো না। তাহলে আমার ভোটটি কে দিয়ে গেলো? কোন ভুত এসে দিয়ে গেলো রাতের বেলা।

এখন আমার বক্তব্য- যে দেশে আমি কোন নাগরিত্ব পাই না, যে দেশে আমার কোন অধিকার নাই ভোট দেওয়ার সেই দেশে আমার বেচে থাকার নিশ্চিত কে দিবে? আমি তো কোন দল করি না বা কোন দলই সার্পেোট করি না। আমি তো আমার ভোট দিবো এই অধিকার আমার। “আমার ভোট আমি দিবো, যাকে খুশি তাকে দিবো” এতে তো বাধা দেওয়ার কারো অধিকার নেই। তাহলে কেনো দিলো না? এটা আমার এবং একটা নতুন প্রজন্মে প্রশ্ন, নবীন প্রজন্মে কাছে। দেখি নবীনরা আজ আমাকে কি বলে শান্তনা দেন।

মন্তব্য ৩০ টি রেটিং +১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৭

পবিত্র হোসাইন বলেছেন:





চোখ দুটো খোলা আছে তবু তারা অন্ধ
নাকে ঘ্রাণ লাগে ঠিক পায় না তো গন্ধ!

দিন আসে দিন যায় আরো দিন আসবে
পোড়া লাশ আরো পেলে খুশি হয়ে হাসবে!

তারা চায় গদি পেতে লাশ হোক সব্বাই
দু’জনেই মালা জপে গদি চাই, গদি চাই!

০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৬

কামরুননাহার কলি বলেছেন: হাহাহাহা সুন্দর কবিতা লিখেছেন।
তারা চায় গদি পেতে লাশ হোক সব্বাই
দু’জনেই মালা জপে গদি চাই, গদি চাই!


হেব্বি বলেছেন!!!!

২| ০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০২

উম্মু আবদুল্লাহ বলেছেন: মন খারাপ করে কি করবেন! এটাই তো প্রত্যাশিত ছিল। চিহ্নিত আওয়ামী সমর্থকরা ব্যতিরেকে কেউই ভোট দিতে পারেনি।

সবচেয়ে আশ্চর্য লেগেছে টিভি চ্যানেলগুলোর ভূমিকায়। ভোট কারচুপির এত এত অভিযোগ চারিদিকে অথচ তারা দেখেছে নির্বাচন সম্পূর্ন সুষ্ঠু হয়েছে। এইসব টিভি চ্যানেলগুলো এখন বিটিভির বি-টিম হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করছে।

০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১৮

কামরুননাহার কলি বলেছেন: হুম।

৩| ০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০২

নাহিদ০৯ বলেছেন: আমার এখানেও ছেলেদের কে টাকা দেওয়া হয়নি ঠিক মতো। সারাদিনে এত পরিশ্রম করে ঠিক মতো টাকা পায়নি কেউ!! :-<

০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১৪

কামরুননাহার কলি বলেছেন: আহারে।

৪| ০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৪

উম্মু আবদুল্লাহ বলেছেন: "আমার এখানেও ছেলেদের কে টাকা দেওয়া হয়নি ঠিক মতো।"

কিসের টাকা? জাল ভোট দেবার টাকা?

০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১৩

কামরুননাহার কলি বলেছেন: হুম জাল ভোট দেওয়ার টাকা ভাইয়া।

৫| ০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৮

তারেক_মাহমুদ বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা আপু,ভোট মন নিয়ে খারাপ করে লাভ নেই।

০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১৮

কামরুননাহার কলি বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা ভাইয়া। কেমন আছেন।

৬| ০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৭

খাঁজা বাবা বলেছেন: আপনার সাহস তো কম না, নিজের ভোট নিজে দিতে চান!!
এ রাজ্যে আপনার মত প্রজাসাধারন থাকার অনুমতি পেয়েছে এটাই অনেক।

০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৬

কামরুননাহার কলি বলেছেন: কি করবো বলেন অধিকার যে আমার চাইয় চাই।

৭| ০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৩

সাইন বোর্ড বলেছেন: এটাই বর্তমান বাস্তবতা ।

০২ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১১

কামরুননাহার কলি বলেছেন: হুম

৮| ০১ লা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৪

রাজীব নুর বলেছেন: Happy new Year...

০২ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৯

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৯| ০১ লা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৩

জাহিদ হাসান বলেছেন: এমন নির্বাচন আমার দাদাও দেখেনি।
আমার বাবা ও আমি দেখা তো দূরের কথা।
আমার বয়স ২৩ এর কাছাকাছি।
আমি ও আমার পরিবার কেউই ভোট দিতে পারেনি। দাদা-দাদীও না।

০২ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১০

কামরুননাহার কলি বলেছেন: হুম, এখন দেখতে বলেন দাদা-দাদীকে।

১০| ০১ লা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫০

চাঁদগাজী বলেছেন:


"আমার ভোট যাকে খুশী তাকে দেবো", এই ধরণের মনোভাবের মানুষদের ভোট দেয়ার অধিকার থাকার কথা নয়, ভোট সিরিয়াস ব্যাপার, আপনি ব্যতিত আরো ১৮ কোটীর উপর আপনার ভোটের প্রভাব পড়ার কথা।

০২ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০০

কামরুননাহার কলি বলেছেন: হিতাহিত বোধ যাদের নাই তারাই আপনার মতো কথা বলতে পারে চাঁদগাজী আঙ্কেল। ১৮ কোটির কথা কে ভাবে বলেন তো এই দেশে।

দেশের হলকা কিছু লোক অন্ধ ন্যায় টা দেখে না অন্যায় টা নিয়ে হামতাম। এই আর কি।

০২ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০২

কামরুননাহার কলি বলেছেন: আমার প্রশ্নর উত্তর আপনাদের মতো এক চোখা লোকেরা কখনোই দিতে পারবে না। এই সব প্রশ্নর উত্তর দেওয়ার মতো লোকের বুকে সাহস লাগে। আর আপনারা তো বিড়াল মারার মতো মানুষ।

১১| ০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭

জাহিদ অনিক বলেছেন: অবস্থা খুবই ভয়াবহ দেখা যাচ্ছে-------- অবশ্য এরকম অভিযোগ আরও পাওয়া গেছে।
গণতন্ত্র মুক্তি পাক।

০২ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১০

কামরুননাহার কলি বলেছেন: কবে পাবে গণতন্ত্র মু্ক্তি ভাইয়া।

১২| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৭

অবনি মণি বলেছেন: আহা নির্বাচন; আহারে নির্বাচন !!

০২ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১১

কামরুননাহার কলি বলেছেন: আহ দেশ!!

১৩| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৪

অপু দ্যা গ্রেট বলেছেন:




আমি জানতাম এমন হবে । তাই কষ্ট করে ভোট কেন্দ্রে যাই নাই । বরং কিছুটা জ্ঞানার্জনে সময় ব্যয় করেছি । বাসার বসে বই পড়েছি । তারপর মায়ের হাতের তৈরি বিরিয়ানি খেয়ে জম্পেশ ঘুম । বিকেলে বন্ধুদের সাথে গিটার আড্ডা দিয়ে বাসায় ফিরেছি ।



বাংলাদেশে আপনি ভোটের অধিকার পাবেন না । অন্যান্য গুলো কিছু টা পাবেন ।

০২ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১১

কামরুননাহার কলি বলেছেন: ভালো করেছেন।

১৪| ০৩ রা জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৮

উম্মু আবদুল্লাহ বলেছেন: "আমার ভোট যাকে খুশী তাকে দেবো", এই ধরণের মনোভাবের মানুষদের ভোট দেয়ার অধিকার থাকার কথা নয়, ভোট সিরিয়াস ব্যাপার, আপনি ব্যতিত আরো ১৮ কোটীর উপর আপনার ভোটের প্রভাব পড়ার কথা"

প্রিয় ব্লগার চাদগাজী, ভোটের শ্লোগান অনেক আগেই পাল্টে গিয়েছে। এখন এটা হয়েছে "আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব।" এখন আপনার বিবেচনা আপনি কোন শ্লোগানটিকে বেছে নেবেন।

১৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১৬

স্বপ্নীল ফিরোজ বলেছেন: Happy New Year

১৬| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬

আখ্যাত বলেছেন: “আমার ভোট আমি দিবো, যাকে খুশি তাকে দিবো”, এটি সেকেলে স্লোগান
নতুনটা হলো, “আমার ভোট আমি দিবো, যত খুশি তত দিবো”

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.