![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নাম কামরুননাহার কলি, আমি একজন ভার্সিটির ছাত্রী। আমার সখ লেখালেখি আর বই পড়া। আমি দেশকে ভালোবাসি, ভালোবাসি দেশের মানুষদের।
ভালোবাসা কি! সেটা কি ভালো একটা রেস্টুরেন্টে, কিছু টাকা-পয়সা, পোশাক-আশাক, ইত্যাদি ইত্যাদি দিলেই ভালোবাসার পরিচয় পাওয়া যা? ভালোবাসাটা যখন মানুষ অনুভব করে, চোখ বুঝে দেখতে পারে, মনের জানালা খুলে দেখতে পারে সেটাই হলো মানুষের মনের প্রকৃতি ভালোবাসা।
আজ যেমন “সামহোয়্যারইন ব্লগ” এর প্রত্যেকটি মানুষ দেখিয়ে দিলো প্রকৃতি ভালোবাসা কি! আমি যখন কাল থেকে আজ সবার পোষ্ট আর কমেন্ট পড়লাম দেখলাম এদের মনে আনন্তরিকতা, ভালোবাসা, স্নেহ কতটা দিয়ে হৃদয়ের মধ্যে জায়গা করে নিয়েছে এই “সামহোয়্যারইন ব্লগ” এর মানুষগুলো।
এখানে অনেক সম্মানী মানুষ আছেন, অনেক বয়োজ্যেষ্ঠরা আছেন, মধ্যবস্কয়রা আছেন। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখলাম সবার মনটা একই রকম, করো মধ্যে কোন অহংকার, হিংসা, রাগ এগুলো কিছুই নেই। কেমন অদ্ভুত সবাই! আমি যদি “সামহোয়্যারইন ব্লগ” এর একজন সদস্য না হতাম তাহলে বুজতেই পারতাম না যে এখানে একটা পরিবার আছে।
যখন কেউ কোন পোস্ট বা কমেন্ট করে সেখানে সকলেই নেভেটিভ, পজেটিভ পোস্ট কমেন্টও করে। কিন্তু একবার চিন্তা করে দেখলে বুঝা পজেটিভ নেগেটিভ হলোও এদের মধ্যেই ভালোবাসাটা বেশি লুকিয়ে আছে। আমরা কেউ কাউকে চিনি না, কেউ কারো আত্মীয়-স্বজন না, কেউ কাউকে ভালো করে জানিনা, কখনো কারো সাথে সরাসরি পরিচয়ও হয়নি। তারপরও দেখেন সবাই কত, কতটা আন্তরিক, সবার প্রতি সবার কত ভালোবাসা, সামুর প্রতি সবার কত ভালোবাসা। দিন শেষে সকলেই সবার ভুলটা ভুলে যেয়ে আবার আন্তরিকতা, ভালোবাসায়, স্নেহে মনটা ভরিয়ে দেয়। আমার মনে হয় না এমন একটা পরিবার মানুষ নিজেদের মধ্যেও পায়না।
সামু বন্ধ হয়ে যাওয়া পর বুঝা গেলো শুধু সামুকেই নয় সবাই সবাইকেই আন্তরিকতা দিয়েই ভালোবাসে। সবার জন্য সবার আলাদা একটা মনের টান আছে। অনেকে তো অনেককে কড়া কথা শুনায়, কড়া শাসন করে কিন্তু সেটা তো কেউ মনে রাখে না। আর এটা শুধু একটা ভালো পরিবারের সদস্যরাই পারে আর সেই পরিবারটাই হলো “সামহোয়্যারইন ব্লগ” । এতো ভালোবাসা সবার জন্য সবার সেটা “সামহোয়্যারইন ব্লগ” বন্ধ না হলে বুঝতাম না। তাই সবাই দোয়া করবো আমাদের এই সুন্দর “সামহোয়্যারইন ব্লগ পরিবার” টার ওপর যেনো আর কারো কু-নজর না লাগে।
২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৩২
কামরুননাহার কলি বলেছেন: কেমন আছেন ভাইয়া।
২| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৩৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: সামু দীর্ঘজীবি হোক!
২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১৯
কামরুননাহার কলি বলেছেন: হুম সামুর দীর্ঘজীবি হোক।
৩| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:০৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: নজর যাতে না লাগে তাই সামুর কপালে প্রহরী কাজল দিলে কেমন হয় ? হা হাহা।
আবার শুভেচ্ছা। পোস্ট ভালো লাগলো।
২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২১
কামরুননাহার কলি বলেছেন: হুম ভাইয়া সামুর কপালে একটা কালো টিপ দিয়ে দেন। তাহলে যে নজর দিবে তার মুখ পুড়ে যাবে ভূতের মতো লাগবে তাকে ।হাহাহাহা।
৪| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৯
ইসিয়াক বলেছেন:
২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩৭
কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
৫| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩০
ধ্রুবক আলো বলেছেন: বাধ ভাঙ্গা উল্লাস হোক
২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৫৩
কামরুননাহার কলি বলেছেন: শুভ হোক আমাদের সকলের পথ চলা।
৬| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৪৭
রাজীব নুর বলেছেন: জয় হোক সামুর।
৭| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৫২
শাহিদা খানম তানিয়া বলেছেন: ভালবাসাময় লেখা পড়ে আরো ভালোবেসে ফেললাম।
ইনশাল্লাহ কারো নজর লাগবে না। দোয়া করি।
৮| ২৪ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সামুকে ভালোবাসি, সামুর ব্লগারদেরকে ভালোবাসি, সামুর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনার সাথে জড়িত সবাইকে ভালোবাসি। আমরা তো একটা পরিবারই। সামু পরিবার।
৯| ২৪ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১৪
সেলিম আনোয়ার বলেছেন: জয় হোক সমাহুয়ার ইন ব্লগ পরিবারের ।
১০| ২৫ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:২৪
জাহিদ হাসান বলেছেন: আমরা আবার সবাই ফিরে এসেছি।
©somewhere in net ltd.
১|
২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:২৫
তারেক_মাহমুদ বলেছেন: অনেক শুভকামনা আপু।