নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন সুন্দর করে সাজাও । আমি নারী তাই কথাও বলি নারীদের নিয়ে।

কামরুননাহার কলি

আমার নাম কামরুননাহার কলি, আমি একজন ভার্সিটির ছাত্রী। আমার সখ লেখালেখি আর বই পড়া। আমি দেশকে ভালোবাসি, ভালোবাসি দেশের মানুষদের।

কামরুননাহার কলি › বিস্তারিত পোস্টঃ

মাইকে আজানের অনুমতি দিল না ভারতের এলাহাবাদ হাইকোর্ট

২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:০০


শব্দ দূষণের কারণে ভারতের উত্তর প্রদেশে দুটি মসজিদে আজানের সময় মাইক ব্যবহার করার অনুমতি দেয়নি এলাহাবাদ আদালত। যদি শব্দ দূষণের কারণে আযান না দিতে দেয় তাহলে তো উচিত শব্দ দূষণের কারণে কোন মন্দিরে মুখ দিয়ে একসাথে সবাই মিলে উলুলু শব্দ করা এবং ঢোল-তবলা না বাজানো। এসবের কারণেও তো শব্দ দূষণ করে সাধারণ মানুষদের। এই ঢাক-ঢোল উলুলু শব্দের কারণেও তো মানুষ বিরক্ত হয়।

মন্তব্য ২৫ টি রেটিং +০/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:১১

একাল-সেকাল বলেছেন:
শব্দ দূষণ অজুহাত মাত্র। উদ্দেশ্য হচ্ছে ইসলাম বিদ্বেষী মনোভাবকে প্রতিষ্ঠিত করা।

২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৪

কামরুননাহার কলি বলেছেন: সারা বিশ্বের অমুসলিমরা যদি এক হয়েও ইসলামের ক্ষতি করতে চায় আল্লাহর ইচ্ছায় সেটা কখনোই পারবে না তারা। ইসলাম ইসলামের জায়গায়ই থাকবে কেউ বিন্দু মাত্রও নড়াতে পারবে না।

২| ২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২৭

নীল আকাশ বলেছেন: মোদির সরকারে আমলে এইসব তো সাধারণ ঘটনা। মোদি হচ্ছে চরম মুসলিম বিদ্বেসী।
আল্লাহই এর শাস্তির ব্যবস্থা করবেন।

২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩১

কামরুননাহার কলি বলেছেন: হুম ঠিক।

৩| ২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৭

একাল-সেকাল বলেছেন:
সুরা আনফাল (৪৮ থেকে ৫৪) : কোন জাতির ভাগ্য পরিবর্তন আল্লাহ ততক্ষণ পর্যন্ত করেন না, যতক্ষণ সেই জাতি তার কর্মনীতির পরিবর্তন না করে।

লাইলাতুল ইলেকশন দিয়ে আমাদের কর্মনীতি পরিবর্তন হবেনা, আল্লাহর সাহায্যও আসবেনা। বাংলাদেশে মসজিদের মাইক বন্ধ হওয়ার বেশী দেরি নাই। নেত্রকোনায় ব্যক্তি মালিকানা বাড়ি দখল করে ইস্কন মন্দির বানাতে চাইছে। নেত্রকোনায় ইসকন দখল করে নিলো মালিকানা সম্পত্তি X( পুলিশ কাউকে গ্রেফতার করে নাই উল্টো যে ব্যক্তি লাইভ ভিডিও তুলেছে তাকে খুঁজছে। বুঝুন ঠ্যালা ।

২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৫

কামরুননাহার কলি বলেছেন: আল্লাহ সব শোনেন সব জানেন হয়তো বা আল্লাহ মানুষের ধর্যের পরিক্ষা নিচ্ছেন।

৪| ২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০১

রাজীব নুর বলেছেন: ভালো উদ্যোগ।

২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১২

কামরুননাহার কলি বলেছেন: হুম হতে পারে আপনার কাছে ভালো উদ্যোগ।

৫| ২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হিন্দুপ্রধান দেশ। শব্দ কমিয়ে বা শব্দ না করেই আযান দিতে হবে। কিছুই করার নেই। তাদের পূর্বপুরুষরা দেশ ভাগের সময় ইন্ডিয়ার সাথে না থাকলেই পারতেন...

২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৪

কামরুননাহার কলি বলেছেন: যার যার মাতৃপ্রধান দেশ। যাবে কোথায় তারা।

৬| ২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৪

নেওয়াজ আলি বলেছেন: ওটা হিন্দু রাষ্ট ।

২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৭

কামরুননাহার কলি বলেছেন: তাহলে আমাদের দেশ কি হিন্দু রাষ্ট কি? আমাদের দেশ থেকে হিন্দুদের সব কিছু উঠিয়ে দেক। ইলেকশন টা পিছালো কেনো।

৭| ২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৮

নতুন বলেছেন: মাইকে আজান দিতে হবে? রাসুল সা: এর সময়ে মাইক ছিলো না। তাই মাইক ব্যবহার যে করতেই হতে সেটা কেন ভাবছেন?

ফজরের সময় মাইকে আজান দিয়ে ৯০% হিন্দুর দেশে কি হাসিল করতে চাইছে তারা?

বত`মানে ওয়াজের সময়ে, পুজার সময়ে মাইকের ব্যবহার পুরাই অতাচার বলা চলে।

মাইক ব্যাবহার নিষিদ্ধ করা উচিত।

২৩ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:২৫

কামরুননাহার কলি বলেছেন: যদি সেই রকমই হয় তবে তো সারা বিশ্বরে সব শব্দ দূষণ বন্ধ করতে হয়। যত গান বাজনা, যত ঢোক-তবলা, যতন বাইকে করে এটা ওটা সব প্রচারনা করা থেকে বিরতে থাকতে হবে।

৮| ২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫০

ভুয়া মফিজ বলেছেন: লেখক বলেছেন: সারা বিশ্বের অমুসলিমরা যদি এক হয়েও ইসলামের ক্ষতি করতে চায় আল্লাহর ইচ্ছায় সেটা কখনোই পারবে না তারা। ইসলাম ইসলামের জায়গায়ই থাকবে কেউ বিন্দু মাত্রও নড়াতে পারবে না।

অমুসলিমদের কিছু করতে হবে না। ইসলামকে নড়ানোর জন্য বর্তমানের মুসলমানরাই যথেষ্ট!!

২৩ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:২৬

কামরুননাহার কলি বলেছেন: আল্লাহ সত্যিকার বান্ধারা যতক্ষণ পৃথীবিতে বেচে থাকবে ততদিন ইসলামের কেউ কিচ্ছু করতে পারবে না।

৯| ২২ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৭

চাঁদগাজী বলেছেন:


একেবারে সঠিক কাজ করেছে; বাংলাদেশেেও এটা ঘটবে।

২৩ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:২৬

কামরুননাহার কলি বলেছেন: সেই আশায় বসে থাকবেন না।

১০| ২২ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৪৯

রূপক বিধৌত সাধু বলেছেন: সেদিন রাস্তা দিয়ে হেঁটে আসার সময় উচ্চস্বরে মাইক বাজছিল। আমি ভাবছিলাম, দেশে মাইক বন্ধ করে দিলে কেমন হয়? আমাদের কথা বাদ। গর্ভবতী মহিলা, বাচ্চাদের অবস্থা ভাবতে গেলে আঁতকে উঠি।

২৩ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:২৭

কামরুননাহার কলি বলেছেন: যদি সেই রকমই হয় তবে তো সারা বিশ্বের সব শব্দ দূষণ বন্ধ করতে হয়। যত গান বাজনা, যত ঢোক-তবলা, যতন বাইকে করে এটা ওটা সব প্রচারনা করা থেকে বিরতে থাকতে হবে।

২৩ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:২৮

কামরুননাহার কলি বলেছেন: শুধু যদি আযান দেওয়াটই হয় শব্দ দূষনের কারণ তবে তো আপনি আমি বাসে বসে ফোনে কথা বলি, জোড়ে জোড়ে চিল্লাই, জনসমাবে করি এই সব বন্ধ করুন।

১১| ২৫ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৬

একাল-সেকাল বলেছেন:
সকলের মন্তব্য পড়ে বুঝলাম, শব্দ দূষণ শুধুমাত্র ধর্মীয় ক্ষেত্রেই ঘটে, নির্বাচনী মাইকের শব্দ, নেতা-নেত্রিদের মাইক, অমুক দিবস তমুক দিবসের মাইক, বিয়ে বাড়িতে হিন্দি বাংলা গানের শব্দ এগুলু শব্দ দূষণ রোধক! :) কি আজব জাতি, রবি ঠাকুরের ভাষায়, "এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা কোরে।" :-B

১২| ২৫ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪০

সুপারডুপার বলেছেন:


ছবি : এয়ার প্লাগ

বাংলাদেশ -ভারতের বেশির ভাগ মানুষ শব্দ দূষণ খুবই লাইক করে। তাই গণতান্ত্রিক দেশে যার ইচ্ছা সে দুর্গাপূজার ঢাক ঢোল, আজান ইত্যাদি বাজিয়ে শব্দ দূষণ করবে, যার সমস্যা হবে সে এয়ার প্লাগ ব্যবহার করবে। ক্যাচাল ডিসমিস ........

এই হিসেবে ভারতের এলাহাবাদ আদালত কাজটা ঠিক করে নি। বন্ধ করলে পূজার ঢাক ঢোল, মাইকে আজান-ওয়াজ মাহফিলের চেঁচামেচি সব বন্ধ করা উচিত।

১৩| ২৫ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:১১

নতুন বলেছেন: স্পিকারে গান বাজানো আর মাইকে শব্দ দূষনের মাঝে পাথ`ক্য আছে সেটা না বুঝলে পরে এই রকমেরই জবাব দেবেন সেটাই সাভাবিক।

বিশ্বের অনেক বিমান বন্দরেও বত`মানে মাইকে ঘোষনা দেওয়া হয় না। যেখানে দরকার সেখানে ছোট স্পিকার থাকে কিন্তু সারা মুল্লুক জুড়ে মাইকে ঘোষনা দেয়না।

মাইকে যদি পুজার মন্ডপে গান বাজায় সেটাও শব্দ দুষন ।

আর আপনি ৯০% হিন্দু সমাজে মসজিদ ফজরের সময় আজান দিলে জনগন কতটুকু খুশি হবে?

১৪| ২৫ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:১৫

নতুন বলেছেন: Click This Link

ভারতে রাত ১০টার পর থেকে সকাল ৬টা পযন্ত লাউডস্পিকার ব্যাবহার নিষেধ।
No permission can be granted by any authority for use of public address system in the open after 10.00 p.m. and before 6.00 a.m. No exception is possible. Any person or organization making noise on amplified system after 10.00 pm is violation of the law and the person can be prosecuted under the provisions of the Environment Protection Act (EPA),1986

Who is authorised to grant permission after the restricted hours?

Only District Magistrates can grant permissions after 10.00 p.m. for functions within closed premises. District Magistrates cannot grant permission for use of any amplified public address system after 10.00 p.m. After permission has been procured, the sound must fall within the sound limits prescribed in the Noise Rules. This can be measured on a sound meter. The government can permit the use of loud speakers between 10pm and 12am midnight during any religious or festive occasion only for a limited duration of up to 15 days in each calendar year.


https://web.archive.org/web/20020613044316/http://envfor.nic.in/legis/env/env1.html

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.