নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন সুন্দর করে সাজাও । আমি নারী তাই কথাও বলি নারীদের নিয়ে।

কামরুননাহার কলি

আমার নাম কামরুননাহার কলি, আমি একজন ভার্সিটির ছাত্রী। আমার সখ লেখালেখি আর বই পড়া। আমি দেশকে ভালোবাসি, ভালোবাসি দেশের মানুষদের।

কামরুননাহার কলি › বিস্তারিত পোস্টঃ

বিশ্ববাসীর কাছে প্রশ্ন, কেনো এতো মানব হত্যা হচ্ছে?

০২ রা মার্চ, ২০২০ দুপুর ১:০৩

পৃথিবীতে সব থেকে বড় পাপ কোনটি? আমি ধর্ম খোজবো না পাপকে খোজবো। কেনোনা, আর কিছু না থাকুন পাপ কথাটি পৃথিবীর সকল ধর্মে, বর্ণে, গোত্রেই রয়েছে। এটা তো সকল ধর্মের, সকল মানুষই বিশ্বাস করে যে জীব হত্যা মহা-পাপ। সবথেকে আর্চয্য বিষয় হলো- বিধর্মীরা পশু জবাই করে না, কারণ তারা মনে করে যে জীব হত্যা মহাপাপ। এই জন্যই তারা পশু জবাই বা হত্যা করে খেতে চায় না। কিন্তু সেই বিধর্মীরাই হলো পৃথিবীর সবচেয়ে জঘন্য হত্যাকারী।



আর পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ হ্ত্যাকারী হলো বিধর্মীরা। ওরা মানবহত্যাকারী, ওরা রক্তপাতসৃষ্টিকারী, ওরা অত্যাচারী জাতি। তবুও আমার প্রশ্ন ওদের উপর যে পৃথিবীতে সব থেকে বড় পাপ কোনটি? নিশ্চয় ওরাও জানে যে মানব হত্যা ওদের ধর্মের নিষেদ আছে, এটা একটা জঘন্য অপরাধ। ওরা তো জানে যে- মানব হত্যা মহাপাপ। কিন্তু ওরা এই পাপকে কেনো বাপ হিসেবে মেনে নেয় না?

যুগে যুগে বিধর্মীরা অনেক মানব হত্যা করেছে জঘন্য ভাবে। কিন্তু ওদের অপরাধটাকে কেউ, কখনো বা কোন যুগে মাথায় তুলেনি। ইতিহাসে হিটলার ৬০ লক্ষ মানব হত্যা করেছে, জোসেফ স্ট্যালিন, ২০ মিলিয়ন মানব হত্যা করেছে আরো ১৪.৫ মিলিয়ন মানুষ অসুস্থ হয়ে ধিরে ধিরে মৃত্যুবরণ করেছে, মাও সেতুং ১৪ থেকে ২০ মিলিয়ন মানব হত্যা করেছে, মুসলীনি ৪ লক্ষ মানব হত্যা করেছে,অশোকা ১ লাখ মানব হত্যা করেছে, জজ বুশ আফগানিস্থানের ১.৫ মিলিয়ন মানুষ হত্যা করেছে, এই কিছুদিন আগে মিয়ানমারে অং সং সূচি কতগুলো মনুষ হত্যা করেছে। আর এখন ইন্ডিয়াতে মুদীজি কতগুলো মানুষ কে হত্যা করছে আর করতেছে। কিন্তু কেনো? বিশ্ববাসীর কাছে প্রশ্ন, কেনো এতো মানব হত্যা হচ্ছে বিশ্বে?

আপনাদের নিকট আমার আরো প্রশ্ন আপনাদের ধর্মে তো বলাই আছে মানব হত্যা মহাপাপ! তাহলে আপনারা কি আপনাদের ধর্ম পালন করেন না। নাকি ধর্মকে ধর্মই মনে করেন না? যদি নিজেদের ধর্মকে অপমান করে তাহলে অন্যের ধর্মকে আঘাত করেন কেনো? থাকতে দেন না যার যার ধর্ম নিয়ে তাকে থাকতে।


ভারত সরকার আপনারও দায়িত্ব আছে দেশের প্রতিটি নাগরিকের দায়-দায়িত্ব নেওয়া। আপনি আপনার স্বজাতিকে সার্পোট করে বিজাতিদের উপর অত্যাচার করতে পারেন না। এটা আপনার কোনভাবেই কাম্য নয়। নিশ্চয় আপনিও জানেন, আপনার ধর্ম বইয়েও আছে জীব হত্যা মহাপাপ। তাই বন্ধ করুন এই সব নরকি হত্যা, এই সব জঘন্য অপরাধ, এইরকম অমানবিকতা, বন্ধ করুন অত্যাচার অনাচার। মুসলিমরা কখনো কাউকে অন্যভাবে কিছু বলে না, হত্যা করে না। তবে যারা এরকম অপরাধ করে তারা আসলে প্রকৃতি মুসলিম নয়।

ভারত সরকার আপনাবে বলি- একজন প্রকৃতি মানুষ হিসেবে আপনি মানব হত্যা বন্ধ করুন। দিল্লীর বিষয়টা ন্যায় সঙ্গত ভাবে সীমাংস করুন। দেখবেন, শুধু ভারত নয় পুরো বিশ্ববাসি আপনাকে করতালি দিয়ে স্বাগত জানাবে, জানাতে বাধ্য হবে। আপনি ইসলাম বিশ্বাস না করলেও নিশ্চয় সৃষ্টিকর্তাকে তো বিশ্বাস করেন? তিনি বলেছেন পবিত্র আল-কোরআনে- সূরা মায়েদাহ, আয়াত : ৩২, “মানবহত্যা কিংবা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করা ছাড়া অন্য কোন কারণে যে ব্যক্তি কাউকে হত্যা করলো, সে যেন পৃথিবীর সমস্ত মানুষকেই হত্যা করল। আর যে ব্যাক্তি কারো জীবন রক্ষা করলো সে যেন পৃথিবীর সমস্ত মানুষের জীবনই রক্ষা করল।’
I humbly request you to stop this damn killing.

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০২০ দুপুর ১:৩১

নেওয়াজ আলি বলেছেন:

২| ০২ রা মার্চ, ২০২০ দুপুর ১:৪৬

একাল-সেকাল বলেছেন:
এই মোদী ই আসছে মুজিব বর্ষে অংশ নিতে। আমরা যেমন বাধ্য হয়ে দেখব, তেমনি বিশ্ববাসী বাধ্য হয়ে চাপিয়ে দেয়া হত্যাযজ্ঞ মুখ বুজে সহ্য করে যাচ্ছে।
মোদী পুলিশের গুণ্ডামি

৩| ০২ রা মার্চ, ২০২০ দুপুর ২:৪৪

রাজীব নুর বলেছেন: মানুষের মধ্যে মানবতা নেই। মানুষ আজ হয়ে পরেছে নিষ্ঠুর।
যতদিন ধর্ম পৃথিবীতে থাকবে ততদিন এরকম চলতেই থাকবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.