নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন সুন্দর করে সাজাও । আমি নারী তাই কথাও বলি নারীদের নিয়ে।

কামরুননাহার কলি

আমার নাম কামরুননাহার কলি, আমি একজন ভার্সিটির ছাত্রী। আমার সখ লেখালেখি আর বই পড়া। আমি দেশকে ভালোবাসি, ভালোবাসি দেশের মানুষদের।

কামরুননাহার কলি › বিস্তারিত পোস্টঃ

নিন্দুকেরা নিন্দার ফল পায় খুবই ভয়ংকর ভাবে।

২২ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৫৮



অনেক দিন পর ফিরে আসা ব্লগে। জানিনা আমাকে সবাই ভুলে গেছে কিনা!, ভুলে যাওয়ারই কথা কারণ একটা সময় সবাই সবাইকে ভুলে যায়, ভুলে গেছে আর ভুলে যাবে এটাই নিয়ম পৃথিবীর। আসলে অফিস, অন-লাইনে কাজ নিয়ে ব্যস্ত হয়ে পরেছি তাই এখানে সময় দিতে পারছি না।

হঠাৎ করে ছোটবেলার একটা কথা মনে পরে গেলো। এই ২০১০/১১/১২ এর কথা। তখন আমি স্কুল পাশ করে কলেজে ভর্তি
হয়েছি। এক অজপাড়াগায়ের মেয়ে। আসেপাশের সবাই ভাবতো “পুরনো পাগলের ভাত নেই, নতুন পাগলের আমদানি”। বাক্যটা পাড়াপ্রতিবেশির মুখ থেকেই শোনা, তই এখনো মনে আছে।

যখন স্কুলে পড়ি তখন আমার বয়সি অনেক মেয়েদের বিয়ে হয়ে যায়। তখন থেকেই ভাবতাম আহ! এতো ছোট বয়সে মেয়েদের বিয়ে হয়ে যায়! কিন্তু কখনো মনে ভয়, বা অনুশোচনা হয়নি। বা কারো কথা শুনার মতো সময়ও ছিলো না। নিজেকে নিজের মতো ভাবতাম। অন্যকে ভাবার সময়ই দিতাম না।

ভয়, বা অনুশোচনা হয়নি এই শব্দ দুটোর মানি অনেকেই জানতে চাইতে পারেন। এর মানে হলো অন্যদের বিয়ে হলে- মনে একটা ভয় কাজ করে। সেটা সবার বেলায়ই হয় ছেলে কিংবা মেয়ে। ভয়টা হলো- মানুষ কি বলবে,। আর অনুশোচনা এর মানি হলো নিজেকে অপরাধি ভাবা, নিজেই নিজেকে দোষারোপ করা- ইস ওরা বিয়ে হচ্ছে আমার হচ্ছেনা। এই শব্দ ‍দুটোর মানি হলো এটাই। তবে এই দুটোর কোনটাই আমার মনে কখানো কোন ব্যপারেই কাজ করতো না। তাই আমি লাকি।

এখন বলি আসল কথা। এরকম আসে পাশের মেয়েদের যখন বিয়ে হতো আর ছোট ছোট ছেলেরা যখন পড়া লেখা না করে বিদেশে কিংবা ক্ষেতে-খামারে কাজ করতো তখন শুনতাম- আহ! বিয়ে হয়ে গেছে ঐ বাড়ির মেয়েটার, এখন বাবা-মা চিন্তামুক্ত। আহা! ছেলে কামাইসুদ (কাজের উপযোগী) হয়ে গেছে এখন আর টাকা পয়সার অভাব নাই, বাবা-মা চিন্তুমুক্ত। এই কথা গুলো বলে পাড়ার এক ধরনের আজাইরা মানুষেরা। যদিও মা এই ব্যপারগুলোতে মাঝে মাঝে কান দিতেন। গ্রামের মানুষ তো তাই হয়তো এই রকম অভ্যাস। কিন্তু বাবা কখনো এর ধারে কাছেও ছিলেন না। বাবা বলতে আমার মেয়েকে ইনঞ্জিনিয়ার বানাবো।


যখন স্কুল থেকে কলেজে পা দিলাম আশে পাশের অনেক বলতো- মেয়ে বিয়ে দিবেন না? মেয়ে তো বড় হয়ে গেছে এখন বিয়ে দেন। যখন আমার কানের সামনে কেউ এসে বলতো তখন তার উত্তরটা খুব করা ভাবেই দিতাম। বলতাম বিয়ের শখ হলে আপনে আরেকটা বিয়ে করে নেন না। কেনো আমাকে ডিস্টাব করছেন। অনেকেই ডিস্টাব মানে বুঝতেন না তাই মুখটা কুচকে চলে যেতো। অনেককেই আবার মা বলতো আমার মেয়েকে পড়া লেখা করাবো, চাকরি বাকরি করবে তারপর নিজেরটা নিজেই বিয়ে করে নিবে। এটা নিয়ে আপনাদের মাথা ঘামাতে হবেনা। আর তখনি পাড়াপ্রতিবেশিরা সুর ধরতো “পুরনো পাগলের ভাত নেই, নতুন পাগলের আমদানি” অনেকে বলতে মেয়ে নাকি পড়ালেহা (পড়ালেখা) করবে, মেয়ে চাকলি (চাকরি) করবে। দেখুম কি করে মেয়ে। মুখ বেচকিয়ে কথা গুলো অনেকেই বলতো।


এই কথা গুলো যারা বলতো তাদের কথায় কখনোই কান দিতাম না। তাদের থেকে অনেকটা এড়িয়ে চলতাম। এখন বড় হয়েছি, পড়াশুনা শেষ করেছি একটা জব ও করি বাংলাদেশের সবচেয়ে বড় একটা প্রতিষ্ঠানে। যা এই বয়সে ভাবাই যায়না। আমার কাছে এখন একটা ভালো সার্টিফিকেট আছে (বাবার স্বপ্ন), একটা ভালো চাকুরি আছে, লাইফ সেটেল করার মতো অনেক পথ খোলা আমার জন্য, আমার ভালো একটা বরও আছে। আজ আমি তাদের সামনে দিয়ে বুক ফুলিয়ে হাটি কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য কখনোই কোন কথা শুনাই না। কারণ আল্লাহ এটা পছন্দ করেন না।

তারা বলতো তাদের মেয়েদের ভালো জায়গায় বিয়ে দিয়েছে বড়লোক জাইমা, টাকা ওয়ালা জামাই। কিন্তু তারা আজ আমার থেকে অনেক নিচের লেভেলে পরে আছে কেউ তারা সুখি না। সবাই অসুখি। হয়তো তারা এখন ভাবে আমাকে ওরকম করে বলাটা তাদের মোটেও উচিত হয়নি। তাই কখনো কাউকে নিন্দা করা উচিত না, কাউকে কষ্ট দিয়ে কথা বলাও উচিত না। সেটা নিজের গায়েই লাগে।



আমার জীবনের একটা ঘটনা বলে শেষ করি। আমার অফিসের একজন বড় বস, মহিলা বস- উনি একজন মহাব্যবস্থাপক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা করা মানুষ। বয়সের দিক থেকেই সে অনেক বড়, আমার মায়ের বয়সি। কিছু কিছু মানুষ আছে যারা মানুষকে সম্মান বা স্নেহ কোনটাই দিতে পারে না। উনি একদিন আমাকে দোষ ছাড়াই ভুল বুঝে বলেছিলো আমি নাকি কাজের অযোগ্য। কথাটা শুনে আমার বিষন খারাপ লেগেছিলো, কান্নাও করেছিলাম। কিন্তু আমার কোন দোষ ছিলোনা যার ছিলে সে আমাকে ফাসিয়ে দিয়েছে। তবে উনি বুঝতে পেরে পরবর্তিতে সেটা নিয়ে আমার কাছে সরিও বলেছে। কিন্তু আমার চোখের পানিটাতো সৃষ্ট্রিকর্তা সাথে সাথে কবুল করেছেন। তাকে এই কথাটি ব্যাক দেওয়ার জন্য। ঠিক ছয় মাস পর ঐ বসকে তার আবার বড় বস ভরা সভার মধ্যে প্রায় ৩০/৪০ জন মানুষের সামনে কাজের অযোগ্য বলে ঘোষণা করেছিলেন। সেই ভরা সভায় আমিও ছিলাম। তখন আমার মনে হলো নিশ্চয় আল্লাহ আজ আমার কথাটা তাকে ফিরিয়ে দিয়েছেন।

তাই কাউকে কখনো নিন্দা করা, মুখ কুচকানো, বা বড় কথা শুনাতে নেই। কোন না কোন দিন এর জবাব তাকে পেতে হয়। আর সেই জবাবটা খুবই ভয়ংকর ভাবেই পেতে হয়।

তাই সবাই নিন্দা বা সমালোচনা থেকে বিরত থাকুন।


ছবিগুলো ইন্টারনেট থেকে সংগ্রহ।

মন্তব্য ৩৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:০৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: নামটা চেনা চেনা মনে হয়।

২২ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:০৮

কামরুননাহার কলি বলেছেন: হায় হায় কি বলেন মাহাশয় আপনাকে আমি চিনে ফেলাম আমাকে ভুলে গেলেন। খুবই দুঃখ পাইলাম :(( :((

২| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:১২

মোহামমদ কামরুজজামান বলেছেন: না আমার মনে হয় কেউ আপনাকে ভূলেনি তবে আর কারো কথা জানিনা,আমি যে ভূলিনি এটা নিশ্চিত । আপনি অনেক ভাল লিখেনে এবং আপনার অনেক অনেক ভাল লেখার মাঝে " নারী-পুরুষ সমান না কেনো?" এটা যে আমার প্রিয় পোস্ট। পোস্টের লিংক - Click This Link

২২ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:০৫

কামরুননাহার কলি বলেছেন: খুশি হলাম । আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:১৭

রানার ব্লগ বলেছেন: ভুলে গেলে গেছে এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কি আছে।

মানুষ মানুষ কে মনে রাখে নামে নয় কাজে। আমার মনে হয় না কেউ বা কারা আপনাকে ভুলে গেছে এতে আপনার ক্ষতিবৃধ্যি হলো।

সমালোচনা একটা ভালো গুন এবং তা অবশ্যই পজেটিভ হতে হবে। সমালচক কে বেশি বেশি ভালোবাসতে হয় কারন এরাই আপনাকে আপনার ভুল গুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে, মিস্টিকথায় তেল দেয়া পার্টি আপনার ক্ষতিবৃধ্যি ছাড়া কিছুই করবে না।

তাই বলি নিন্দুক ও সমালোচক (পজেটিভ) কে ভালোবাসুন । অবশ্য কিছু আছে সমালচনার জন্য সমালচনা করেন তাদের গুরত্ব না দিলেও চলবে।

২২ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:২৯

কামরুননাহার কলি বলেছেন: নেগেটিভ সমালোচকদের জন্য ভালো মানুষগুলোও মানসিক রোগে পরিণত হয়।

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৪২

হাবিব বলেছেন: নাম দেখে চিনতে পেরেছি

২২ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:২৯

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৫২

হাসান রাজু বলেছেন: চাকরি ছাড়লাম। যখন বুঝলাম আমাকে শিক্ষা দিতে সেবছর আমার বেতন খুব সামান্যই বেড়েছে। বর্ধিত বেতন হাতে পাবার আগেই আরেকটা চাকরি ঝুটিয়ে নিয়েছিলাম। তারমানে এক মাসের মধ্যে চাকরি ছেড়ে নতুন চাকরিতে জয়েন। আমি পরে শুনলাম কোন এক প্রসঙ্গে ডিপার্টমেন্টের এক মিটিং এ বস বলেছেন, আসলে এমন একটা বড় প্রতিষ্ঠানে নিজেকে প্রতিষ্ঠা করতে পারত না তাই সে (আমি) পালিয়েছে। উপস্থিত সবাই সায় দিল কারন বস এটাও বলেছেন, এখানে শুধু যোগ্যরাই ঠিকে আছে। এটা ২০০৯ সালের ঘটনা।

২২ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৩০

কামরুননাহার কলি বলেছেন: বস কে কিছু বুঝিয়ে দিয়েছেন পরে।

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ভুলিনাই
তবে আমি নিজেকেই
ভুলে গেছি !!
আপনি আছেন কেমন
কলি আপু ?

২২ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৩২

কামরুননাহার কলি বলেছেন: আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন। শরীরলটা ভালো তো? বাসার সবাই ভালো আছে?

৭| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৩৭

চাঁদগাজী বলেছেন:



আপনার বস কি কারণে আপনাকে কাজের অযোগ্য কর্মচারী বলেছে,সেটা আপনি বলেননি; কিন্তু আল্লাহ আপনার মনে কষ্ট বুঝে বসকে একই অবস্হায় ফেলেছে বলছেন।

যখন আপনার বস আপনাকে অযোগ্য বলেছিলো, উহা কি আল্লাহের ইচ্ছায় ঘটেনি?

২৩ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৪২

কামরুননাহার কলি বলেছেন: আল্লাহ মানুষকে সব দিক দিয়েই পরিক্ষা করেন। আমার বস আমাকে কি কারণে অযোগ্য বলেছে ঘটনা টা শুনতে চান?

২৩ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৪৪

কামরুননাহার কলি বলেছেন: আপনি ভালো আছেন তো? আপনার শরীর টা ভালো আছে?

৮| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৪৭

চাঁদগাজী বলেছেন:


আপনি বলেছেন, "নিন্দা ও সমালোচনা থেকে বিরত থাকুন"; নিন্দা ও সমালোচনা কি সমার্থক?

২৩ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৪৩

কামরুননাহার কলি বলেছেন: মানুষকে কখনো নিন্দা করা উচিত না আর কারো ব্যপারো খারাপ সমালোচনা করাও উচিত না। ইসলামে এটা নিষেদ।

৯| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৪৮

চাঁদগাজী বলেছেন:



সমালোচনা করা থেকে বিরত থাকতে বলছেন?

২৩ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৪৩

কামরুননাহার কলি বলেছেন: খারাপ সমালোচনা থেকে।

১০| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১১

মোস্তফা সোহেল বলেছেন: ভাল লিখেছেন।

২৩ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৪৪

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ।

২৩ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৪৪

কামরুননাহার কলি বলেছেন: ভালো আছেন ভাই। বাসার সবাই ভালো আছেন।

১১| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪২

জ্যাকেল বলেছেন: নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভাল,
লেখার দরকার কি ছিল তাহলে।

২৩ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:০১

কামরুননাহার কলি বলেছেন: বাহ ভালো তো! ভালো না । গুড

১২| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৪৪

কামাল১৮ বলেছেন: আল্লাহ কিন্তু মেয়েদের চাকরি করাও পছন্দ করে না।

২৩ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৪০

কামরুননাহার কলি বলেছেন: কোরআনের এমন কোন আয়াত আছে যে দেখাতে পারবেন আল্লাহ মেয়েদের চাকরিবা ব্যবসা করা নিষেদ বা অপছন্দ করেন। বরং আমি আপনাকে দেখাতে পারবো কোরআন থেকে- যে মেয়েদের উপর্জন করার অধিকার আছে। না যেনো কখনো কথা বলবেন না। কিছু ভন্ড কাঠ-মোল্লার কথা শুনে।

১৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৩২

রাজীব নুর বলেছেন: নিন্দা সমালোচনা সারা দুনিয়া জুড়েই আছে।

২৩ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৪৫

কামরুননাহার কলি বলেছেন: হুম আছে তো । আপনে ভালো আছেন, ভাবি কেমন আছেন?

১৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৭:৫০

সোহানী বলেছেন: অবশ্যই তোমাকে মিস করেছি!! ভুলে যাবার কোনই কারন নেই।

২৩ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৪৬

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ আপু, অনেক ভালো লাগলো। আপু ভালো আছেন। আপনি।

১৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৪৩

রানার ব্লগ বলেছেন: নিন্দুকেরে বাসি আমি সবার থেকে ভালো !!!!

২৩ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:০২

কামরুননাহার কলি বলেছেন: আপনেও..... নাকি......

১৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:১৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মনে হচ্ছে অনেকদিন পর দেখলাম।






ভালো থাকুন নিরন্তর।

২৩ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:১৪

কামরুননাহার কলি বলেছেন: জ্বি অনেক দিন পরই আসলাম। ভালো আছেন আপনি।

১৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৮

চাঁদগাজী বলেছেন:


আপনি কি সরকারী চাকুরী করেন?

২৬ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৩৮

কামরুননাহার কলি বলেছেন: নাহ,

১৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:২০

হাসান রাজু বলেছেন: বস কে কিছু বুঝিয়ে দিয়েছেন পরে।
ভালো কোম্পানি, ভালো বেতন এগুলোর লোভে যোগ্যরা একটু একটু করে সারা জীবনই সহ্য করে। আমি আর এমন কি (!)
বসের ধারনা ছিল না আমি এভাবে চাকরি থেকে ইস্তফা দিব। ইস্তফার কারনটাও বস, বসের বস সহ বাকিদের জানিয়েছি। এতটুকুই। কিছু বুঝিয়ে দেয়ার ছিল না আসলে।

আমরা দুনিয়ার বিশালতাটা জানিনা। একটু কষ্ট করতে চাই না, এইটুকুন খারাপ থাকতে চাই না। তাই আমাদের বস'রা বস গিরি করে বেড়ায়। এরপর আরও ৩টি জায়গায় চাকরী করেছি/করছি । একটা বিশ্বাস রাখি - মার্কেট উন্মুক্ত, তোমার (প্রতিষ্ঠান) প্রয়োজনে আমি, আমার প্রয়োজনে তুমি (প্রতিষ্ঠান)। যার যেখানে মূল্যায়ন হবেনা সে সেখানে থাকবেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.