![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ নারিন্দা, ঢাকা। পেশাঃ নগর গবেষক। শখঃ আড্ডা, বিতর্ক, লেখালেখি, ফটোগ্রাফী, রান্না, বই পড়া, গান শোনা ও ছবি আঁকা। এক সময় রাশিফল ও হস্তরেখা বিদ্যা চর্চায় যথেষ্ট আগ্রহ ছিল। বিশ্বাসঃ মৃত্যু নিশ্চিত জেনেও মৃত্যুর মুখোমুখি হতে আমার ভীষণ ভয়।
প্রেমের কবিতা
আমি কী প্রেমে পড়েছি? তোমার কী মনে হয়? প্রেম মানেইতো ভালবাসার অন্য এক রূপ। কখনো মুগ্ধতা, কখনো নীরবতা, কখনো অপলক দৃষ্টিতে শুধুই চেয়ে থাকা। মুখ ফুটে ভালবাসার কথা সবসময় বলা হয়ে ওঠেনা। বলা না গেলেও বুঝতে মোটেও অসুবিধা হয়না- ভালবাসা কী, ভালবাসা কাকে বলে? ভালবাসা এমনই এক অনুভূতি যা কোন না কোন ভাবে মনকে ছুঁয়ে যায়, মনকে এলোমেলো করে দিয়ে যায়। ভালবাসাকে ঘিরেই মনে এক অজানা আবেগে শিহরিত হয়। আমার মনেও তাই হয়। তবে কী আমি ভালবাসায় জড়িয়ে গেলাম! মনের মধ্যে সব উদ্ভট ভাবনা এসে জট পাকায়। তোমাকে ঘিরে আমার সব ভাললাগা কখন যেন ভালবাসা হয়ে যায়। মন চায় তোমার কাছে সেই ভালবাসা ব্যক্ত করি। তোমাকে আমার মনের সব কথা জানিয়ে দিই। কিন্তু কিভাবে জানাবো বলতে পারো? তুমিতো সেভাবে কাছে আসোনি। পাশে বসোনি। নির্জন কোন প্রহর কাটাইনি কখনো দুজনে। তবে কী লিখে জানাবো? চিঠি লিখতে বারণ করেছিলে। বলেছিলে, বাসায় যদি কেউ দেখে ফেলে তবে লজ্জার কোন শেষ থাকবে না। আমি গল্প লিখতে জানিনা। গল্প অনেক সময় সত্যি হয়না। তবে কী কবিতা লিখে জানাবো? এখন কী আমার কবিতা লেখার সময়? আমার ভালবাসার সবটুকু কী কবিতায় প্রকাশ পাবে? তুমি বুঝবে তো!
জানো, সেই কবে থেকেই একটু একটু করে তোমাকে ভাল লাগছিল। তোমার কথা বলার ভঙ্গি, তোমার মুখের হাসি, চোখের চাহনি, ভুরু, নাক, ঠোঁট, গ্রীবা, চিবুকের তিল, লম্বা কালো চুল, গায়ের রঙ, সর্পিল গড়ন, মোহনীয় ভঙ্গিমায় হেঁটে চলা- সবকিছুতেই কেমন যেন ভাললাগা ছড়িয়ে ছিল। টুকরো টুকরো সেই ভাললাগা সমষ্টিগতভাবে ভালবাসারই রূপ যেন। তবে কী সত্যিই আমি তোমাকে ভালবাসি? হয়তো বাসি কিংবা তার চেয়েও বেশী কিছু। আমার সেই ভালবাসার কথা তোমাকে জানাতে চাই। তোমার কাছে সবকিছু প্রকাশ করতে চাই। তাইতো তোমাকে নিয়ে কবিতা লিখবো ভেবেছিলাম। ভালবাসার সব কবিতা। সামনের কোন বই মেলায় সেই কবিতাগুলো বই আকারে প্রকাশ পাবে। গোটা চল্লিশেক কবিতা এমন আর কি! তোমাকেই উৎসর্গ করবো আমার সেই কবিতার বই। কী দারুন ব্যাপার তাইনা! তুমি সব জেনে যাবে।
বইয়ের শিরোনাম কী হবে, তা’ও ভেবে রেখেছি। মোড়ক উন্মোচনের দিন সবাই উৎসুক হয়ে জিজ্ঞেস করবে- আচ্ছা, এই “অনিন্দিতা” কে? আমি মুচকি হসে বলবো- আমার কবিতার নায়িকা। এইসব ছাইপাস ভেবেইতো গত একুশের বই মেলায় একগুচ্ছ কবিতার বই কিনেছিলাম। তোমাকেও দিয়েছিলাম আমার প্রিয় কিছু কবিতার বই। নামী দামী সব কবিদের শ্রেষ্ঠ কবিতার বই থেকে কবিতা পড়ছিলাম রাত জেগে। মায়ের ঘুম ভাঙ্গবে বলে কখনো ছাদে, কখনো বা দরজা বন্ধ করে, বাতি নিভিয়ে মোম জ্বেলে আওড়াচ্ছিলাম আমার পছন্দের সব কবিতা। সুনীল, শঙ্খ, হাফিজ ওঁরা আমায় কবিতা শিখিয়েছিল। সেইতো শুরু- এরপর তোমায় নিয়ে শব্দের খেলা, বাক্যের ফুলঝুরি আর উপমার যত কারুকাজ। বুঝলাম তুমি মানেই কবিতা, তুমি মানেই ভালবাসা। আমি নিজের অজান্তেই কবি হয়ে গেলাম। আসলেই কী কবি? কে স্বীকৃতি দেবে আমাকে? নিভৃতচারী এক কবি হয়ে রয়ে গেলাম সবার অজান্তে- যার কবিতার খোঁজ তুমি ছাড়া আর কেউ জানেনা। আমার কবিতায় তোমাকে খুঁজে পেলাম আকাশের নীলে, মেঘের শুভ্রতায়, সাগরের ঢেউয়ে, পাহাড়ের ঝর্ণায়, নির্জন বালুকাবেলায়, দিগন্তের অস্তাচলে। আমার প্রতি নিঃশ্বাসে, আমার দৃঢ় বিশ্বাসে- তুমিই আমার কবিতা হয়ে গেলে। আমার অপ্রকাশিত বইয়ের প্রতিটি পাতায়, প্রতিটি অক্ষরে শুধু তোমারই নাম। কাল্পনিক এক মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে সবাই জেনে গেল, আমার ভালবাসার একটাই নাম, “অনিন্দিতা”। তুমিই আমার অপ্রকাশিত প্রেমের কবিতা।
২| ২৮ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:৫৩
সুহেল রাজজ বলেছেন: হুমম..............+++++++
৩| ২৮ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:৫৪
স্বপ্নীল. বলেছেন: +++++++++++++++++++
৪| ২৮ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:৫৭
মিলটন বলেছেন: অনিন্দিতা” কে?
২৮ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:০৩
কালপুরুষ বলেছেন: কবিতার মতোই কাল্পনিক কেউ, বাস্তবে যার কখনোই দেখা মেলেনা। যার ভাবনা প্রতিনিয়ত লিখতে উৎসাহিত করে অথচ যে কখনোই আমাকে নিয়ে ভাবেনা। মানুষ স্বপ্ন দেখে- স্বপ্ন কখনোই মানুষকে দেখে না। অলীক জেনেও মানুষ স্বপ্ন দেখতে ভালবাসে।
৫| ২৮ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:০০
উপমাআহমদ বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++++++++++
২৮ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:০৬
কালপুরুষ বলেছেন: উচ্ছসিত হয়ে দুবার করে এতোগুলো "প্লাস" দিলেন যে এখন রাখবো কোথায় সেটা ভেবেই অস্থির! ঠিক আছে, জমিয়ে রাখলাম। আপনার ব্লগে সময় মতো দিয়ে আসবো।
৬| ২৮ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:০৩
প্রচেত্য বলেছেন:
দাদা, আপনার এ লেখাটা একদিনের জন্য ধারে ভাড়া নিতে চাই
কত হবে ঠিক বলতে পারেন ?
২৮ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:০৮
কালপুরুষ বলেছেন: একদিনের জন্য কেন? চিরদিনের মতোই নিয়ে যাও, মানা করেছে কে? দিয়ে দিলাম। খুশীতো!
৭| ২৮ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:০৮
লাবণ্য প্রভা গল্পকার বলেছেন: তুমিই আমার অপ্রকাশিত প্রেমের কবিতা।
দাদা এই লাইনটিতে এসে হিট..............ভার লাগল।
ভাল থাকুন
২৮ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:১২
কালপুরুষ বলেছেন: ভাল লেগেছে জেনে আমিও ফিট!
তুমিও খুব ভাল লেখো- সেটা আমিও স্বীকার করি।
৮| ২৮ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:০৯
বিডি আইডল বলেছেন: আপনার প্রোফাইলের ছবিটা আপডেট করবেন না?
২৮ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:২৩
কালপুরুষ বলেছেন: আপডেটের যুগে আমি একজন ব্যাকডেটেড মানুষ- তাই অতীত ফিরে ফিরে দেখি, দেখতে ভাল লাগে। অতীতের স্তম্ভে দাঁড়িয়ে থাকা এক মানুষ তার ফেলে আসা কঙ্কালের মাঝে হৃদয় খুঁজতে ব্যস্ত। পৃথিবীটা বড্ডো হৃদয়হীন হয়ে যাচ্ছে দিন দিন- তাই অতীতের মাঝেই সুখ হাতড়ে বেড়াই। নতুনের মাঝে সবই রিমিক্স (চুলে কলপ, চোখে চশমা, মুখে ফেসিয়াল) তাই আসল খুঁজতে পুরোনোকেই আঁকড়ে ধরি।
৯| ২৮ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:১৪
উপমাআহমদ বলেছেন: ভাবছিলাম আজ যে কবার নেটে ঢুকবো ততবার এটা পড়বো। কথা বলবো কম ++++ দিয়ে অনুভূতির প্রকাশ ঘটাবো। কিন্তু গাণিতিক এই সাইনটা মোটেও দৃষ্টিনন্দন নয় কেমন যেন মোটা দাগের রেখাংশ।
গতবার বলেছিলাম কোমল বালিকার চোখে বৃষ্টি ঝরতে দেখেছিলাম কিনা। আজ বলবো বালিকা পাইলো, বালিকা ইহাকে পাইলো।
২৮ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:২৮
কালপুরুষ বলেছেন: আপনার এতোটা ভাল লাগবে বুঝতে পারিনি। লেখাটা ক'দিন আগে লিখে ফেলে রেখেছিলাম- ছেলেমানুষী হবে ভেবে পোস্ট করতে চাইনি। আজ শুক্রবার সবাই ছুটির মেজাজে থাকবে তাই হাল্কা ধরণের এই লেখাটা পোস্ট করা যেতে পারে ভেবে পোস্ট করলাম। আপনাদের ভাল লেগেছে জেনে নিজের কাছে ভাল লাগছে। লেখাটা কিছুটা হলেও সার্থক হয়েছে। ভাল থাকুন।
১০| ২৮ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:১৬
প্রচেত্য বলেছেন:
দাদা, ধন্যবাদ
কৃতজ্ঞচিত্তে গ্রহণ করলাম
১১| ২৮ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:১৮
নস্যরাজ বলেছেন: ধৈর্য্য বাড়ানোর জন্য উপদেশ দিন।
২৮ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:৩১
কালপুরুষ বলেছেন: কখনো সম্ভব হলে মেডিটেশনের একটা কোর্স করে নেবেন (কোয়ান্টাম ফাউন্ডেশন সর্বত্তোম)। এতে অবশ্যই ধৈর্য বাড়বে, আমি নিশ্চিতভাবে বলতে পারি।
১২| ২৮ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:২৫
পারভেজ বলেছেন: গঠনটা আকর্ষনীয় হয়েছে।
ভালো লাগলো।
১৩| ২৮ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:৫৩
নিবিড় বলেছেন: ১০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০তআ প্লাস
২৮ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:১৯
কালপুরুষ বলেছেন: এতো প্লাস কোথায় রাখি? প্লাসের নিবিড় সান্নিধ্যে রইলাম।
১৪| ২৮ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:৫৭
ভাঙ্গা পেন্সিল বলেছেন: প্রেম প্রেম গন্ধ...কিচ্ছু বুঝি না। লেখা ভালা হইছে
১৫| ২৮ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:০৯
আমার জল বলেছেন: “অনিন্দিতা”। তুমিই আমার অপ্রকাশিত প্রেমের কবিতা। ...........
অপূর্ব, অসাধারন,........।
১৬| ২৮ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:০৩
কঁাকন বলেছেন: ++++++
কোন কোন লিখ পড়ে মনে হয় একটা + দিয়ে ভালোলাগা বোঝানো গেলনা আরো + দিতে পারা উচিৎ ছিল
১৭| ২৮ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:০৭
সুরভিছায়া বলেছেন: এ লেখায় প্রান আছে মনে হচ্ছে ! এটা তাই নাড়িয়ে দিতে পারে । শুভেচ্ছা রেখে যাই ।
১৮| ২৮ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:২৭
ভেংচুক বলেছেন: ১০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০
১৯| ২৮ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:৫২
অপ্সরা বলেছেন: এখনও তোমার লেখাটা পড়িনি ভাইয়া। আগে আমার ব্লগে তোমার মন্তব্য কবিতার জবাব টা এখানে দেই।
যদি না দেখো বা দেরীতে দেখো তাই এখুনি নিজের ব্লগে জবাব লিখেও চলছেনা আমার। এইখানে এলাম তোমার জবাব টা দিতে।
তোমার মত নইতো কবি
আঁকতে জানি শুধুই ছবি
তাও যে আঁকা হিবিজিবি
মনের পাতায় কথার ঢিপি।
তোমার মত ভাইয়া পেলে
দুঃখ হাওয়ায় পাখনা মেলে
পালায় মনের কোনটি ছেড়ে
সুখটুকু নেয় হাওয়ায় কেড়ে।
তাইতো তোমার পেলে দেখা
এই আমি আর রইনা একা
স্নেহ ভালোবাসায় মাখি
তুমি আছো আমায় ঢাকি।
২৮ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৪৯
কালপুরুষ বলেছেন: ওমা! একি দেখি! এ যে আস্ত একটা কবিতা লিখে বসে আছে। সব মানুষের ভেতরে একটা করে কবি লুকিয়ে থাকে। কেউ প্রকাশ করে কেউ করেনা। কেউ ব্যক্ত করতে চায় কিন্তু লিখতে পারেনা। তুই কবি নোস এটা কে বললো। দিব্বি সুন্দর একটা ছড়া লিখে ফেলেছিস। খুব ভাল হয়েছে। এভাবেই লিখতে থাক- আরো ভাল হবে ইনশাল্লাহ্।
২০| ২৮ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:৫৫
অপ্সরা বলেছেন: মাই গড!!!! ভাইয়া তোমার মনের কথা গুলো কি আশ্চর্য্য!! চেনা চেনা। মনে হয় কাউকে ভালোবাসলে খুব খুব মন দিয়ে ভালোবাসার মানুষগুলোর মনের কথা একি রকম হয়। ভালোবাসার অনুভুতিগুলো সম্ভবত সবই এক।
২৮ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:০৭
কালপুরুষ বলেছেন: মানব মনের এই একটা অনুভূতি সম্ভবত সবার বেলায় একই রকম- শুধু স্থান-কাল-পাত্র ভেদে ভাষা ও প্রকাশের ভঙ্গিটা বদলে যায়। পৃথিবীর নানান অঞ্চলে নানান জাতির মানুষের বসবাস। তাদের ধর্ম, বর্ণ, গোত্র, ভাষা, সংস্কৃতি সবকিছু ভিন্ন। শুধুমাত্র ভালবাসার ভাষাটাই অভিন্ন, হয়তো প্রকাশে একটু তারতম্য থাকতে পারে কিন্তু যে যার মতো করে ঠিকই বুঝে নেয়। পৃথিবীর কোন দুগ্ধপোষ্য শিশুকেও চিনিয়ে দিতে হয়না মায়ের ভালবাসা কেমন তেমনি ভালবাসা কী কাউকে বলে দিতে হয়না, মানুষ ঠিক বুঝে নেয় এটাই ভালবাসা। মানুষের মন হয়তো এভাবেই তৈরী- অত্যন্ত স্পর্শকাতর।
২১| ২৮ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:৫৭
অপ্সরা বলেছেন: আমারও হাজার হাজার প্লাস দিতে মন চাইছে কিন্তু একটার বেশী দেওয়া যায়না।
২২| ২৮ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:০৩
রাহা বলেছেন: কি খবর ??
২৮ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:০৯
কালপুরুষ বলেছেন: এই তো আছি ভালই। আপনার খবর কী? অনেকদিন দেখা সাক্ষাত নেই। আশা করি ভাল আছেন। দেখি সময় পেলে ঈদের আগে কিংবদন্তি ঘুরে আসবো।
২৩| ২৮ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৩১
চাণক্য বলেছেন: বালক, তুমি ঠিকই লিখিয়াছ। কাল্পনিক প্রেমের যে আনন্দ তাহা বাস্তব প্রেমের অনুভব অসম্ভব। বাস্তব প্রেম বড়ই রসহীন।
২৮ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৩৭
কালপুরুষ বলেছেন: তাইতো গুরুজী সাধ হয় আপনার মতো ঈশ্বর প্রেমে ব্রত হই- অহিংসা সাধনায় আপনার শিষ্যত্ব বরণ করি।
২৪| ২৮ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৪৩
চাণক্য বলেছেন: তুমি ভুল করিলে, আমি অহিংসা প্রচারকারী সেই সব নির্বোধ সাধু নই। আমি বাস্তববাদী।
২৮ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৩
কালপুরুষ বলেছেন: মার্জনা করিবেন গুরুজী। ভুল মানুষ মাত্রই হতে পারে। আপনার বাস্তববাদিতার জয় হোক।
২৫| ২৮ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৮
অদৃশ্য বলেছেন: কালপুরুষ দা, প্রায় প্রত্যেক মানুষের অন্তস্থলে এরকম অপ্রকাশিত প্রমের কবিতার মোড়ক উন্মোচন হয়ে থাকে.............................................অনেক ভালো লাগলো।
২৬| ২৮ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:৫৮
চাচামিঞা বলেছেন: দাদা.....দারুন লিখেছেন!!!
২৭| ২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪০
হিমালয়৭৭৭ বলেছেন: শেষের মন্তব্য,
থমকে দাঁড়ালাম কিছুক্ষণ যেন কোন পুরনো ভাবনায়, পরমুহূর্তেই বুঝলাম পুরনো বলে যা ভাবছি, তা আসলে আমার দৃষ্টির অন্তরালে বেড়ে উঠা কোন নতুন কথকতা।।। তবুও লেখার লাইনগুলো যেন শুনেছি কোথাও, ঘটনাগুলো দেখেছি কোথাও, হয়ত একটু আগেও হয়ে গেল তার মহড়া, হঠাৎই অনুভব করলাম এই এই শোনা এবং দেখার চিত্রগুলিই কোন শিল্পী তুলে নিয়ে গেছে নিটোল দক্ষতায়। এরপর সময় করে সেই লাইন আর ঘটনাগুলো শব্দের মায়াজালে আর অনুভূতির প্রগাঢ়তায় পরিবেশিত হয়েছে টেবিলের মাঝখানটায়, যেখানে বসে আছি আমিসহ কযেকজন বুভুক্ষু পাঠক।।খাওয়ার সময় মনে হল শিল্পীর বাবুর্চিগিরি কোথাও একটা শূন্যস্থান রেখে দিল,. হয়ত কোন নুন বা মুসলা কম-বেশি হয়ে গেছে। আমি রন্ধন বুঝিনা, বুঝি কেবল ভোজন।। সেই ভোজনে ব্যাঘাত ঘটলে বাবুর্চিকে শূলে চড়াতেও কসূর করিনা।।
ভাবনার রেশ থাকতে থাকতেই বুঝলাম আরও একটি ভার্সিটি ট্রাজেডি; এইত দেখে যাচ্ছি কত ট্রাজেডি প্রতিনিয়ত, আমি আর ক্যাম্পাসের সারবাধা গাছগুলো, বুয়েট শহীদমিনারের সিড়িগুলো...........তবুও ট্রাজেডি চলতেই থাকে হৃদয়ের শেযারবাজারের নিয়মে।।
কেন যেন এটাও ভাবছি, আচ্ছা বর্ণনাগুলোতে একটু কোকেন মিশিয়ে দিলে কেমন হত, তাতে আসক্ত পাঠক হয়ত আবার ছুটে আসত নেশার টানে, কেউ বোধহয় শত্রুতা করে কোকেনের বদলে কোকাকোলা মিশিয়ে দিযেছে, খাওয়া শেষেই বোতল ছুড়ে দেবে অযত্ন-অবহেলায়।।। নাহ, আমার কোকেন চা-ই , চাই।। প্রয়োজনে আবার বর্ণনাকে ছিন্নভিন্ন করব।
ভাবতে ভাবতেই দেখলাম আমি মন্তব্য লিকতে এসেছি, প্রবন্ধ নয়।। তাই আমার মন্তব্যটিও হয়ে থাক শেষ না হওয়া শেষের মন্তব্য।।।
............................লেখার ধরন দেখে মন্তব্যটাও ঐভাবে লিখতে ইচ্ছে হল। লেখা সংক্রান্ত ভাবনা এখানে উল্লেখ করেছি।। তবে আমি যেহেতু মন্তব্যের লেখা রিভিউ করিনা , আর তাৎক্ষণিক লিখি, তাই অনেক জায়গায় সমস্যা হতে পারে।।।
একটা কথা বলা হয়নি_ "প্রেমের কবিতা" অনেকটা 'শেষের কবিতা"র মত একটা ধোকা হয়ে গেছে।।। এই ব্যাপারটা খুব উপভোগ করেছি। তাই মন্তব্যের শিরোনামও "শেষের মন্তব্য"
২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১:২৭
কালপুরুষ বলেছেন: এমন মন্তব্য "হিমালয়" ব্র্যান্ডের হার্ড ডিস্ক (মস্তিষ্ক) আর "৭৭৭" মডেলের কী-বোর্ড (ভাবনা) থেকেই আসা সম্ভব। সাধারণ লেখার এমন জটিল বিশ্লেষণ কোন দুর্লভ কনফিগারেশনের পিসি ছাড়া সম্ভব নয়। আর সেই পিসিটা হিমালয়ের দখলে। খুব মজা পেলাম এবং ভাল লাগলো "শেষের মন্তব্য" পড়ে। বাবুর্চি পাকা না হলেও সব ধরণের রেসিপিতে অভ্যস্ত আর তা অনায়াসে টেবিলে তুলে দিতে পারি। মুখরোচক না হলেও অখাদ্য হবেনা আশা করি।
অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
২৮| ২৯ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:৩৪
আইরিন সুলতানা বলেছেন: আমি তো প্রেমে পড়িনি...প্রেম আমার উপরে পড়েছে ....
দারুন হলো প্রেম কাব্য দাদা
২৯ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:৩৭
কালপুরুষ বলেছেন: হাঁড়-গোড় কি কিছু ভেঙ্গেছে? না ভাঙ্গলে ওটা প্রেম নয়- মতিভ্রম।
একগোছা ধৈন্যাপাতা।
২৯| ২৯ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:১৬
সৌপ্তিক বলেছেন: বাহ বেশ হয়েছে
৩০| ২৯ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:৩৫
আল-কায়ামতি বলেছেন: মারহাবা
৩১| ২৯ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:১৯
মেঘবালক অর্ভনীড় বলেছেন: প্রেম- তোমায় শুধু এই আমি একমাত্র চিনিতে নাহি পারি
৩২| ২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ৮:২৩
সুলতানা শিরীন সাজি বলেছেন: খুব সুন্দর.....
প্রিয় কবিতা........
শুভেচ্ছা।
৩৩| ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:১২
পথিক!!!!!!! বলেছেন: প্রেমের এমন সরস কথা...
কষ্ট দেয়
চোখ ছলছল করে
দূর পড়মুনা
কষ্টপ্রদায়ক লেখা
০১ লা ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:১২
কালপুরুষ বলেছেন: কয়েক ডজন প্রেম না করলে আসল প্রেম কী জানা যায়না। কিছু কিছু প্রেম দুষ্প্রাপ্য বটে- সেটা যারা হাসিল করতে পারে তারাই সত্যিকারের প্রেমিক। জোক করলাম।
৩৪| ০১ লা ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:৫৮
ফারুক আহেমদ রনি বলেছেন: বাহ! চমৎকার এবং নান্দনিক। ভাল লাগার একটুকরো স্বাদ নিলাম।
ভাল থাকুন
৩৫| ০১ লা ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৫২
বাবুয়া বলেছেন: অসম্ভব সুন্দর বর্ণনা। এমন সুন্দর উপস্থাপন সত্যিই আমাকে 'অমনোযোগী' করে অন্য কোথাও হারিয়ে ফেলে!
৩৬| ২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৪১
বিদ্যুৎ৫৬ বলেছেন: স্যার,
আমি আপনাদের ব্লগ-দুনিয়ায় নতুন,
আপনার প্রেমের কবিতাটা সত্যিই মন খারাপ করে দেয় ।
কি করব উপায় বলে দিন
২২ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:২২
কালপুরুষ বলেছেন: প্রেমের কবিতা ছেড়ে রূপকথার গল্প পড়া শুরু করুন- মন ভাল থাকবে।
৩৭| ২১ শে জুলাই, ২০১০ সকাল ৯:২০
সাবিনা বলেছেন: "তোমাকে ঘিরে আমার সব ভাললাগা কখন যেন ভালবাসা হয়ে যায়।"
ভালো লাগা জানালাম।
২১ শে জুলাই, ২০১০ সকাল ১১:২১
কালপুরুষ বলেছেন: জেনে প্রীত হলাম।
©somewhere in net ltd.
১|
২৮ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:৫৩
উপমাআহমদ বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++