নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবছি

যুক্তিতে মুক্তি

কবীর নয়ন

যুক্তিতে মুক্তি

কবীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

মুক্তির ডাক ও ল্যাঙট খোলার গল্প

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৯

একাত্তরে সেই ধর্মান্ধ শক্তি যারা আমাদের কাপড় খুলে ধর্মীয় পরিচয় নিশ্চিত করতে বাধ্য করেছিল তারা আজও প্রতিনিয়ত হ্যাঁচকা টানে আমাদের সম্ভ্রম লুণ্ঠন করতে সদা সক্রিয়। বাইরে নূরানি সূরত দেখালেও তাদের নফসের মধ্যে নোংরামির বসত। মুক্ত হাওয়ার মুক্ত পরিবেশ তাদের বেজায় অপছন্দ। তারা আমাদের ফিরিয়ে নিয়ে যেতে চায় সহস্রাধিক বছরের পুরনো পচা-গলা গুমোট পরিবেশে। যেখানে মানুষকে দাস বানিয়ে ভোগ করা যায় ইচ্ছেমত। যেখানে ভিন্ন মতাবলম্বীদের নৃশংস ভাবে হত্যা ও লুণ্ঠন করে, গণিমতের মাল বানিয়ে উল্লাস করা যায় বিকট ভাবে। শরীরে হিংস্রতার আঁশটে গন্ধ মাখা সেই লকলকে জিব ওয়ালা শ্বাপদদের পরাজিত করেছিল এদেশের মুক্তি প্রিয় জনতা কিন্তু নির্মূল করতে পারেনি। তাই তারা আজ আবারও মুক্ত সমাজের প্রতি হুমকি দিচ্ছে তাদের হিংস্র দন্ত-নখর প্রদর্শন করে। তাদের প্রতিহত করা আজ সময়ের দাবী। মুক্ত বুদ্ধির চর্চাকে অক্ষুণ্ণ রেখে দেশকে এগিয়ে নিতে হলে তাদের নির্বিষ করা ছাড়া কোন গত্যান্তর নেই। কিন্তু আমরা যারা তাদের বিরুদ্ধে লড়ছি, গত বেয়াল্লিশ বছরে কতোটুকু এগুলাম? কেন সেই পরাজিত শক্তির সামনে ধর্মীয় পরিচয় নিশ্চিত করার জন্য আবারও নিজেদের ল্যাঙট খুলে দাড়াতে হবে?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.