![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একাত্তরের ঘাতক দালাল!
ক্ষমতারই লোভে পড়ে-
জ্যান্ত মানুষ পুড়িয়ে মেরে-
হরতালকে বলিস্ হালাল!
তোরা;
একাত্তরের ঘাতক দালাল!
গরিব পেটে লাথি মেরে-
নিজে থেকে এসি ঘরে-
হরতালকে বলিস্ হালাল!
তোরা;
একাত্তরের ঘাতক দালাল!
শিফন শাড়ি নরম আলো
কতই না তোর লাগে ভালো-
তোরই হিংসায় মানুষগুলো
পুড়ে পুড়ে সব হচ্ছে কালো!
মোটা কাপড়ে আগুনের তাপ
মাথা চাপড়ায় মনিরের বাপ;
তোরই ডালির অজস্র সাপ
তুলছে ফণা, ওরে চাঁড়াল!
তোরা;
একাত্তরের ঘাতক দালাল!
©somewhere in net ltd.