নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবছি

যুক্তিতে মুক্তি

কবীর নয়ন

যুক্তিতে মুক্তি

কবীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

আমাদের শিশুরা

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২৮

আমি এক অদ্ভুত জায়গায় কাজ করি। মানুষ কখনো ঘোরতর বিপদে পড়ে, কখনো সীমাহীন বেদনায় ডুবে, কখনোবা সব কূল হারিয়ে পরিত্রাণের আশার নিভুনিভু শিখাটি জ্বালিয়ে আমাদের কাছে আসে। তারা যখন কাছের মানুষ, দূরের মানুষ, নেতা, প্রসাশন, পুলিশ, চিকিৎসক, আইনজীবী সবার কাছে প্রতারিত, প্রত্যাখ্যাত এবং বিধ্বস্ত হয়ে আমাদের সামনে এসে দাড়ায় তখন সান্ত্বনা দেবার ভাষা খুজে পাই না। যথাসাধ্য চেষ্টা করি তাদের অভয় দেবার, পাশে দাঁড়াবার। নষ্ট হয়ে যাওয়া সমাজের পুলিশ ডাক্তার হয়ে বিচারালয়য়ে গিয়ে ন্যায়বিচারের কথা বাদ দিলাম, সাধারণ মানের প্রতীকার বের করে আনাই যে কতটা দুঃসাধ্য ভাবতে গেলে একজন আইনজীবী হয়েও আমার ভয় লাগে। তবু আমরা নিরাশ হই না। ফিনিক্স পাখির মত প্রতিবার জেগে উঠি ধংসস্থুপ থেকে।



তবু কিছু কিছু ঘটনার সামনে দাড়িয়ে নিজেকে বড় অসহায় লাগে। নিজের আবেগ ধরে রাখা যে কী ভীষণ কষ্ট! কতটা যে বেগ পেতে হয়! প্রায়ই শিশুরা আসে আমাদের কাছে, নির্যাতনের শিকার হয়ে, কিছু অমানুষের (পশু বললাম না কারণ পশুরা মানুষের মতো অতটা খারাপ হয় না) বিকৃত লালসার শিকার হয়ে। বয়স কতো তাদের, নয়-দশ! পাচ-ছয়! আড়াই! কখনো তারও কম! অধিকাংশ সময় নির্যাতনকারীর ভূমিকায় থাকে কাছের লোক, বিশ্বস্ত লোক। কী নিস্পাপ দেখতে! কী নিষ্কলুষ দৃষ্টি! কেউ কুঁকড়ে থাকে ভয়ে, মায়ের কোল থেকে নামতে চায় না এক মুহূর্ত; কেউ তাকিয়ে থাকে ফেলফেল করে, যেন সব কিছু শূন্য। ভেতরে সবকিছু ভেঙ্গেচুরে যায় এসব দেখে কিন্তু স্থির, অবিচল থাকতে হয়। ভরসা দিতে হবে, শক্তি জোগাতে হবে, আশা জাগাতে হবে, স্বপ্ন দেখাতে হবে। কিন্তু বাস্তবতা? অদক্ষ, ধীরগতির কিংবা প্রভাবিত তদন্ত; অসম্পূর্ণ, অপমানজনক, সেকেলে কিংবা প্রভাবিত মেডিকেল রিপোর্ট; পাবলিক প্রসিকিউটরের অসহযোগিতা, অদক্ষতা; আসামী পক্ষের আইনজীবীর নোংরা জেরা; ছিঃ ...



পুরুষতান্ত্রিক সমাজ, পুরুষতান্ত্রিক আইন, পুরুষতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা এসব নোংরা অপরাধীর পাশে দাড়ায়। ন্যায়বিচার কোথায়? এই বিকট পুরুষতান্ত্রিক সমাজে কোন নারী নিরাপদ নয়। হতে পারে সে ঊনসত্তুর বছরের বৃদ্ধা বা আড়াই বছরের শিশু। যে ছাগুরা বলে পোশাকের কারণে নারী লাঞ্ছিত, নির্যাতিত হয় সেই ছাগুরা এসব শিশুদের বেলায় চোখ বন্ধ রাখে।



কিন্তু চোখ বন্ধ রাখলেই তো প্রলয় থেমে থাকে না। তাই আসুন প্রতিবাদ করি। আওয়াজ তুলি যে যার অবস্থান থেকে। অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, পুরুষতান্ত্রিকতার এবং পুরুষতান্ত্রিকতার প্রধান পৃষ্টপোষক মৌলবাদের বিরুদ্ধে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:২৩

আমিনুর রহমান বলেছেন:



ভালো লিখেছেন !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.