নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগার কবির

আমি আমার "মা" কে ভীষণ ভালবাসি।

ব্লগার কবির › বিস্তারিত পোস্টঃ

প্রথম ভালবাসা

১৮ ই মার্চ, ২০১৫ রাত ২:৪৪

প্রথম ভালোবাসাটা আর কোন কিছু দিয়েই
মন থেকে মুছে ফেলা যায় না।
প্রথম হাত ছোঁয়াটা হাতে এক অদৃশ্য ছাপ এক
অদ্ভুত ঘ্রাণ রেখে যায়।
লজ্জিত ভাবে টুক করে গালে খেয়ে নেয়া
তার প্রথম চুমুটুকু কেড়ে নেয় কত রাতের ঘুম।
একটা ফোনের আসায় বসে থাকা সারাটা দিন,
কাঁপা কাঁপা অনিশ্চিত গলায় তার বলা
"হ্যালো" শব্দটা কি বিপুল আনন্দের বানই না
ডাকতো বুকের ভিতরে।
জীবনে প্রথমবারের মত এসব একেকটা নতুন
অনুভুতি ভেতরটা দুমড়ে মুচড়ে দিয়ে যেত।
তারপর অতিভাগ্যবান অল্প কয়েকজন বাদে
বেশির ভাগেরই প্রথম ভালোবাসাটাকে
অন্যের হয়ে যেতে দেখতে হয়।
ছেলে যখন জীবনের যুদ্ধে খাবি খাচ্ছে
মেয়ের বাসা থেকে হয়তো বিয়ের জন্য প্রচন্ড
চাপ, মেয়েটি তার বাবার চোখে
আগে কখনো পানি দেখেনি, প্রস্তাব
পাঠানো ছেলেটা হয় অনেক বড়, দেশে-
বিদেশে প্রতিষ্ঠিত।
ভালোবাসার মানুষটাকে চোখের পানিতে
ভাসিয়ে দিয়ে উল্টো দিকে হাঁটা ধরতে হয়।
কিন্তু সেই মানুষটা আর আগের মত থাকেনা,
ভালোবাসাটা তার কাছে তখন ঠুনকো একটা
খেলা। কারো জন্য বুকের গভীরে আর সেই
তীব্র হাহাকার জন্মায় না।
মজার ব্যপার হলো তখন তাদের জীবনে একের
পর এক প্রেম আসতে থাকে। কিন্তু সে কাউকে
বেশিদিন সহ্য করতে পারে না, সে শুধু তার
সেই প্রথম ভালোবাসার মানুষটাকে খুঁজে
ফিরে তাদের মাঝে।
পায় না, প্রথমার মত আর কেউ হয় না। ঘন্টার
পর ঘন্টা ডেটিং দিতে পারে না প্রথম
একসাথে পাশাপাশি হাঁটার উত্তেজনা,
হাজার হাজার চুমুর ইমো দিতে পারে না প্রথম
বার মজা করে চুমুর ইমো পাঠানোতে তার করা
কপট রাগ ভাঙানোর তৃপ্তি।
নিজের কাছে সৎ থাকা একজন মানুষ
ভালোবাসে একবারই, ভালোবাসাটুকু হারিয়ে
গেলে তার স্মৃতিটুকু বুকে পুষে বাকিটা জীবন
প্রয়োজনে অপ্রয়োজনে ভালোবাসার অভিনয়
করে যায় শুধু।।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৫ সকাল ৮:০১

জাফরুল মবীন বলেছেন: চমৎকার লিখেছেন।

ধন্যবাদ কবি।

২| ১৮ ই মার্চ, ২০১৫ সকাল ৮:১২

সেলিম আনোয়ার বলেছেন: প্রথম ভালোবাসাটা আর কোন কিছু দিয়েই
মন থেকে মুছে ফেলা যায় না।

দূর্দান্ত বলেছেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.