![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাংলার আট দশজনের মত একজন সাধারন মানুষ যাকে বলে আমজনতা,পেশায় একজন ইঞ্জিনিয়ার । মনেপ্রানে বাঙ্গালি, ভালবাসি বাংলাকে,মাকে,বাংলার মানুষদের,চিন্তা করি মুক্তভাবে.
গতকাল সারাটাদিন খুব ব্যাস্ত সময় গেল, মামাকে নিয়ে ডাক্তারের কাছে গি্যেছিলাম,আগে থেকে এপয়েনমেন্ট ছিল ,সকাল ১০ টা ৩০ মিনিটে ,আমি নাম বলব না, উনি খুব বড় একজন ডাক্তার,বসেন বড় এক ডায়াগনস্টিক সেন্টারে । যাই হওক আমি আবার টাইম ঠিক রাখার জন্য এক ঘন্টা আগেই উপস্থিত হলাম, আমি ভয়ে ছিলাম যেহেতু উনি একজন বড় ডাক্তার উনার সময়ের মুল্য অনেক বেশী। যাই হওক সেখানে গিয়ে দেখলাম আমি আর আমার মামা ছাড়া কেউ আসেনি, ভাবলাম আমরা হয়ত অনেক আগে এসে পড়েছি তাই, যাই হোক অপেক্ষার পালা শুরু, এরই মাঝে আরো কিছু পেশেন্ট হাজির , কিন্ত ১০ টা ৩০ বেজে যায় ডাক্তার সাহেবের দেখা নাই,১১ টা ১০ এ ডাক্তার সাহেবের এসিস্ট্যান্ট হাজির,রুম খুললেন, বাইরের এ সি অন করলেন, ততক্ষনে পেশেন্ট রা বিরক্ত হয়ে গেছে,এসিস্ট্যান্ট সাহেব ও কিছু বলতে পারেন না কখন ডাক্তার আসবেন । অবশেষে আমাদের সকলের প্রতীক্ষার অবসান ঘটিয়ে উনি এলেন ১২ টা ১০ এ। আমি ভাবছিলাম আমাদের দেশের ডাক্তারদের যদি সময় নিয়ে এই ধরনের সচেতনতা হয় তাহলে মনে হয় কিছু জিনিস নিয়ে আমাদের নতুন করে ভাবতে হবে যেমন এখন থেকেই ছোট বাচ্চাদের ট্রান্সলেশন করতে শেখাতে নতুন করে যে "ডাক্তার এর জন্য অপেক্ষা করিতে করিতে রোগী মরিয়া গেল" কারন আমরা শিখে আসছি "ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল" এখন ত দিন বদলে গেছে তাইনা।
©somewhere in net ltd.