নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খোলাচোখ ...

কাইজেন

আমি বাংলার আট দশজনের মত একজন সাধারন মানুষ যাকে বলে আমজনতা,পেশায় একজন ইঞ্জিনিয়ার । মনেপ্রানে বাঙ্গালি, ভালবাসি বাংলাকে,মাকে,বাংলার মানুষদের,চিন্তা করি মুক্তভাবে.

কাইজেন › বিস্তারিত পোস্টঃ

হিমু এবং আমি

১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৫

আমি তখন ক্লাস সেভেন কি এইটে পড়ি, এক বন্ধুর বাসায় হিমুর সাথে আমার প্রথম পরিচয়,বন্ধুর বুকশেল্ফ থেকে নিয়ে হিমুকে বাসায় নিয়ে আসা,এরপর থেকে হিমুর সাথে পথচলা,হিমুর সাথে সাথে চলতে চলতে কখন যে নিজেকে হিমু ভাবা শুরু করেছি জানিনা,কতদিন বিস্টিতে ভিজেছি,রউদে পুড়েছি তার শেষ নেই। যখন ইউনিভারসিটি তে ছিলাম প্রায়ই ক্যাম্পাসের বাসে করে বেরিয়ে পরতাম,যাত্রি ছাওনি তে বসে মানুষ দেখতাম,হরেক রকমের মানুষ, হরেক রকমের কারবার। একদিন সাথে রাসেল ছিল, সে বলল "ভাই এইখানে বসে সবাইরে সবার কাজকাম দেখে কি মজা পান",আমি বললাম" তুমিও দেখ মজা পাবা",হটাত করে বলেছিলাম "রাসেল মনে হয় বিস্টি হবে",রাসেল বলে "ভাই মজা করেন কেন,বিস্টি হবে কেন?" আমি বলি" আমার সাথে বিস্টির কানেকশান আছে,অপেক্ষা কর" সত্যি সেদিন অঝোর ধারায় বিস্টি হয়েছিল,আর আমরা দুইজন কাকভেজা হয়ে হাটতে হাটতে জুতা হাতে নিয়ে হলে ফিরেছিলাম,এর মাঝে টি স্টলের পাশে দাঁড়িয়ে বিস্টিতে ভিজ তে ভিজতে চা খেয়েছিলাম। সবাই অবাক হয়ে তাকিয়ে ছিল,হয়ত পাগল টাইপের কিছু ভাবছিল,কিন্তু কার কি আসে যায়, আমি তখন হিমুর মত সবকিছু উপভোগ করছিলাম আর রাসেল বাদলের মত আমাকে অনুসরন করছিল,সত্যি বলতে কি সেই দিনের বিস্টি ভেজা চায়ের মজা আজ অব্ধি পাইনি। সময় বদলেছে কিন্তু এখনো সেই চায়ের সাদ খুজে ফিরি, সব কিছু ফেলে হিমুর মত উপভোগ করতে চেস্টা করি,কিন্তু হয়ে উঠে না,তারপর ও ভিতরের হিমু উস্কানি দেয় মাঝ রাতে বের হয়ে যেতে অথবা খালি পায়ে হেটে বেড়াতে, হয়ত একদিন সত্যি সত্যি বেরিয়ে পরব।।।।।।।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৭

অভ্রনীল হৃদয় বলেছেন: হিমু কে নিয়ে আপনার অনুভুতি ভালো লাগলো।
কিন্তু এইটুকু লেখায় এতো বানান ভুলের কারণে বিরক্তি ভাব চলে আসছিলো।

২| ১৩ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫০

কাইজেন বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ, বানান ভুল আর হবেনা আমার ডিভাইসের কিছু টেকনিক্যাল সমস্যা ছিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.