নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক শেকড় বিচ্ছিন্ন পুষ্প, আসলে সূতো কাটা ঘুড়িআমি স্নিগ্ধ করা শুভ্র গগন ছেড়ে, কলঙ্কিত শামিয়ানার নিচে উড়ি।আমি রিক্ত হয়েছি, সিক্ত করেছি, ধরেছি ধ্বংসের গতিআমি আপন হস্তেই করিয়াছি বিনাশ, নিজের সর্বস্তুতি।

কালো_পালকের_কলম

আমি রিক্ত হয়েছি, সিক্ত করেছি, ধরেছি ধ্বংসের গতি আমি আপন হস্তেই করিয়াছি বিনাশ, নিজের সর্বস্তুতি।

কালো_পালকের_কলম › বিস্তারিত পোস্টঃ

কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ

৩০ শে মার্চ, ২০২১ রাত ১:১২

কৃষ্ণপক্ষ হোক বা শুক্লপক্ষ দুটোই উপভোগ্য। শুক্লপক্ষ তো রহস্যময় কিন্তু কৃষ্ণপক্ষও কি কম রহস্যময়? এতো দূর মহাকাশের ব্যাপার, সব চাঁদ নিয়ে যাকে চাইলেই স্পর্শ করা যায় না। কিন্তু নারী? তাকে তো স্পর্শ করা যায়, কিন্তু তাঁর রহস্য কি ভেদ করা যায়? তাঁর মনাকাশ কি চারণ করা সম্ভব? কিছুটা অধিকার করা গেলেও কি অগাধ বিচরণ সম্ভব? মহাকাশের তো ভেদ একটাই শুধু উন্মোচন করতে পারার ক্ষমতার অভাব। কিন্তু নারী নামক আকাশ? সে যে ক্ষনে ক্ষনে বদলায়। নারী যে কৃষ্ণগহ্বরের চাইতে শক্তিধর আর তার চেয়েও বেশি রহস্যময়। অবশ্য যে পবিত্রতায় কিঞ্চিৎ বিচরণ করা যায় তাও তো অর্জনের বাইরে। অপবিত্রতা নিয়ে তো আর তাঁর জগতে বিচরণ করা যায় না, অবশ্য শরীরে ক্ষমতা প্রদর্শন করাই যায়। অবশ্য সে অসূরকার্য আমরা অহরহ দেখি, শুনি, অবলোকন তো করিই সাথে নিজেরাও অংশ গ্রহণ করি। তবে মাঝে মাঝে ইচ্ছে করে নভোচারী হয়ে তাঁর মনাকাশে হারিয়ে যেতে রহস্য ভেদ করতে করতে

চিত্র (গুগলের অবদান)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০২১ রাত ৩:১৫

রাজীব নুর বলেছেন: কিছু বুঝলাম না।

৩০ শে মার্চ, ২০২১ সকাল ১১:১৭

কালো_পালকের_কলম বলেছেন: লেখকের ব্যর্থতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.