![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব জল্পনার অবসান ঘটিয়ে ইসরাইলবিরোধী সাবেক সিনেটর চুক হেগেলকেই আমেরিকার নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মনোনয়ন দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। সেই সঙ্গে তিনি মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-সিআইএ প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন সন্ত্রাসবাদ বিষয়ক উপদেষ্টা জন ব্রেনানকে।
চুক হেগেল এখন লিওন প্যানেট্টার জায়গায় কাজ করবেন। মার্কিন রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনা সত্ত্বেও বারাক ওবামা তার দ্বিতীয় মেয়াদে হেগেলকেই বেছে নিয়েছেন নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে। আর সাবেক সিআইএ প্রধান জেনারেল ডেভিড পেট্রাউসের স্থলে কাজ করবেন জন ব্রেনান।
চুক হেগেল ২০০৮ সালে মার্কিন সিনেট থেকে বিদায় নেন। তিনি নানা সময়ে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে তীব্র ভাষায় সমালোচনা এবং কখনও কখনও ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করেছেন। এমনকি আমেরিকার রাজনীতিতে ইহুদি লবির প্রভাব নিয়েও তিনি তির্যক মন্তব্য করেছেন। ৬৬ বছর বয়সী সাবেক এ রিপাবলিকান সিনেটরই প্রথম প্রকাশ্যে ইরাক যুদ্ধের বিরোধিতা করেন। হেগেল ও ব্রেনানের মনোনয়নের সম্ভাবনায় যুক্তরাষ্ট্র সিনেটের ডেমোক্র্যাট-রিপাবলিকান উভয়পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা সত্ত্বেও ওবামা তার সিদ্ধান্তে অটল থাকেন। ইসরাইল ও সমকামীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় সমালোচিত হয়েছিলেন হেগেল।
হেগেল, ব্রেনান ও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত ডেমোক্র্যাট সিনেটর জন কেরি এই তিনজন মিলে এখন থেকে ওবামার জাতীয় প্রতিরক্ষা বিষয়ক দিকগুলো সামলাবেন।
আবার এদিকে ইসরাইলকে আর্থিক সাহায্য কমানোর জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন রিপাবলিকান সিনেটর ও ফরেন রিলেশন্স কমিটির সদস্য র্যান্ড পল। ইসরাইল সফরের সময় তিনি এ আহ্বান জানিয়েছেন। জেরুজালেম ইনস্টিটিউট ফর মার্কেট স্টাডিজে এক বক্তৃতায় র্যান্ড পল বলেন, ‘আমেরিকা ইসরাইলের বন্ধু হতে পারে। তবে আমাদের অর্থ যদি শেষ হয়ে যায় তাহলে বন্ধু থাকা কঠিন হয়ে পড়বে।’
ভারতের চিরশত্রু পারমানবিক শক্তি সম্পন্ন একমাত্র মুসলিম দেশ পাকিস্তানের closest American friend জন কেরি হতে যাচ্ছেন আমেরিকার নতুন পররাষ্ট্রমন্ত্রী!
আবার ইসলামের চিরশত্রু ইসরাইল-এর যম ইরানের(দ্রুত পারমানবিক শক্তির অধিকারী হতে যাওয়া) closest American friend চাক হেগেল হতে যাচ্ছেন নতুন প্রতিরক্ষামন্ত্রী!
ইরান, তুরস্ক, মিশর, তিউনিশিয়া, লিবিয়া বিপ্লবের প্রেক্ষাপটে আমেরিকার পররাষ্ট্রনীতির সাম্প্রতিক উল্টো রথ যাত্রা কিসের ইঙ্গিত বহন করছে?
২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৮
বাতাসের রূপকথা বলেছেন: চুক হেগেল নয়, এটি চাক হেগেল। আজ পর্যন্ত এত ক্রিকেট কমেন্ট্রি শোনার পরও বাংলাদেশের মিডিয়া বিরাট কলিকে "বিরাট কোহলী" নামে লিখতে অভ্যস্থ, এটি আর ভিন্ন হবে কেন?
এখন ওয়েব সাইটে যে কোন নাম, শব্দ, অর্থ, উচ্চারন এসব জানা যায় নিখুতভাবে।
৩| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৯
দক্ষিন হাওয়া বলেছেন: এটা আমেরিকার "ছেড়েদে মা কেঁদে বাঁচি" নীতি ৷
ওর নতুন মুখোশ ৷কাফেররা এমনই ভীতু ৷
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৫
jermcek বলেছেন: যেদিকে ভাবছেন সেদিকেই যাক।