![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ততক্ষণ পর্যন্ত যেকোন জ্ঞানের মাধ্যমে কেউ উন্নত হতে পারে না, যতক্ষণ পর্যন্ত সুন্দর আচরণের মাধ্যমে সে তার জ্ঞানকে সৌন্দর্যময় করে।”
না। কেউ মারা গেলে ওয়াজেব হল বিধির বিধান মেনে
নিয়ে শোক দমন করে ধৈর্যধারণ করা। স্বাভাবিকভাবে
চোখ দিয়ে পানি গড়িয়ে যাওয়াও দোষাবহ নয়। দোষাবহ
হল মাতাম করে ইনিয়ে বিনিয়ে কান্না করা।
রাসুলুল্লাহ (সঃ) বলেছেন, “লোকের মধ্যে দুটি এমন
দোষ রয়েছে, যা আসলে কাফেরদের (আচরণ) বংশে
খোটা এবং মৃত ব্যক্তির জন্য মাতাম করা।"
✔৪৬৯ (মুসলিম)
মহানবী (সঃ) বলেছেন, “মৃত ব্যক্তিকে তার কবরের মধ্যে
তার জন্য মাতাম করে কান্না করার দরুন শাস্তি দেওয়া
হয়।”
✔৪৭০ (বুখারী ও মুসলিম)
আবূ বুরদাহ বলেন, একদা (তার পিতা) আবূ মূসা
আশআরী (রঃ) যন্ত্রণায় কাতর হয়ে অজ্ঞান হয়ে
পড়লেন। আর (ঐ সময়) তার মাথা তার স্ত্রীর কলে রাখা
ছিল এবং সে চিৎকার করে কান্না করতে লাগল। তিনি
(অজ্ঞান থাকার কারণে) তাকে বাঁধা দিত পারলেন না।
সুতরাং যখন তিনি চেতনা ফিরে পেলেন, তখন বলে
উঠলেন, ‘আমি সেই মহিলা থেকে সম্পর্কমুক্ত, যে মহিলা
থেকে আল্লাহ্র রাসুল (সঃ) সম্পর্কমুক্ত হয়েছেন।
নিঃসন্দেহে আল্লাহ্র রাসুল (সঃ) সেই মহিলার থেকে
সম্পর্কমুক্ত হয়েছেন, যে শোকে উচ্চস্বরে মাতম করে
কান্না করে, মাথা মুণ্ডন করে এবং কাপড় ছিঁড়ে ফেলে।’
✔৪৭১ (বুখারী ও মুসলিম)
রাসুলুল্লাহ (সঃ) বলেছেন, “ মাতামকারিনী মহিলা যদি
মরনের পূর্বে তওবাহ না করে, তাহলে আল-কাতারের
পায়জামা এবং পাঁচড়ার জামা পরিহিতা অবস্থায় তাকে
কিয়ামতের দিনে দাঁড় করানো হবে।”
✔৪৭২ (মুসলিম)
✔বইঃ দ্বীনী প্রশ্নোত্তর,
✔অধ্যায়ঃ মৃত্যু ও জানাযা,
✔অনুচ্ছেদঃ মৃতব্যাক্তির শোকে মাতাম করে কান্না করা
বৈধ কি?
১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৩০
মুফতি উবায়দুল্লাহ বলেছেন: ধন্যবাদ জানবেন।
২| ১৪ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৬
চাঁদগাজী বলেছেন:
আপনার ঘনিস্ট কেহ মরলে হাসতে থাকবেন, তাদের ফেলে যাওয়া সম্পত্তি আপনার হবে, খুশীর বিষয়!
১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৩১
মুফতি উবায়দুল্লাহ বলেছেন: দুঃখের বিষয় হলেও সত্য।
আপনি আমার মূল ভাব বুঝতে পারেননি।
৩| ১৪ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩১
সেলিম৮৩ বলেছেন: অাফসোস, উনি না বুঝেই কমেন্টস করেছেন।
৪| ১৪ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪
আহলান বলেছেন: মাতম করার ব্যপারে শরিয়তে অনুৎসাহিত করা হয়েছে, শোকে সবর করার অনেক ফজিলত বর্ণনা করা আছে .. @চাদ্গাজী ভাই
১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৩৫
মুফতি উবায়দুল্লাহ বলেছেন: হুম ঠিক বলেছেন।?
৫| ১৪ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭
চাঁদগাজী বলেছেন:
@আহলান ,
মৃত্যুকে কেন্দ্র করে, অন্যের কস্টে, অন্যের দু:খে কান্না আসাটা মানব শরীরের ও মস্তিকের ক্রিয়া; উহাতে 'সবর ফবর' এগুলোর কোন লজিক নেই।
১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৩৩
মুফতি উবায়দুল্লাহ বলেছেন: দুঃখে কান্না আসাটা স্বাভাবিক..
তবে আমার হেড লাইনটা ছিলো, মাতাম, (চিৎকার) করে কান্না করা)
আশা করি বুঝতে পেরেছেন।
৬| ১৪ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঐ সময় মাথা ঠিক রাখা যায় না, বিশেষ করে মহিলাদের। তবে পরবর্তীতে আল্লাহ এই গুনাহর(মাতম) জন্য মাফ করে দিবেন ইনশাআল্লাহ।
১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৩৪
মুফতি উবায়দুল্লাহ বলেছেন: ইনশাআল্লাহ, তবে সতর্ক থাকতে হবে।
৭| ১৪ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২৩
আহলান বলেছেন: কাদতে নিষেধ নাই, বুক চাপড়ানো, চুল ছেড়া, পোশাক পরিচ্ছদ আলুথালু করা, সুরে সুরে প্রলাপ বিলাপ করা এগুলোকেই এক কোথায় মাতম বলা হয়। শোকে কান্নাকাটি তো স্বাভাবিক ব্যপার @চাদ্গাজী ভাই
১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৩৪
মুফতি উবায়দুল্লাহ বলেছেন: হুম ঠিক বলেছেন।
©somewhere in net ltd.
১|
১৪ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১৯
সেলিম৮৩ বলেছেন: ধন্যবাদ, একটা ভালো পোষ্ট দেয়ার জন্য।