![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Life is short but Hope is Long...
৫৬ হাজার বর্গমাইলে প্রতিদিন কত
খাদিজারা ক্ষত-বিক্ষত হয় তার কোন
হিসাব নাই। কারন সব ঘটনা মিডিয়ার
চোখে পড়েনা বলে। তনু-মিতু-খাদিজা
দের হিরো বানিয়েছে মিডিয়াই।
আর সিলেটের বদ-রুল নামক এক নর-পশুর
আঘাতে ক্ষত-বিক্ষত বোন খাদিজার
ব্যাথায় ব্যাতিত হয়ে খাদিজাকে এক
খন্ড বাংলাদেশে পরিনত করেছিল
মিডিয়া এবং সাংবাদিকরাই। বদ-রুলের
দৃষ্ঠান্তমুলক শাস্থি নিশ্চিত করতে সকল
ডকুমেন্ট জোগাড় করেছে সাংবাদিকরা।
শুধু তাই নয় খাদিজার সার্বক্ষনিক খোজ-
খবর নিয়ে প্রতিদিন সংবাদ পরিবেশন
করেছেন সাংবাদিকরা। রক্ত জোগার ও
সুস্থতা কামনায় সাংবাদিক ও
বিবেকবানদের ফেবু টাইমলাইন ছিল
চোখে পড়ার মত। তার কেবলই সম্ভব
হয়েছিল মিডিয়ার কল্যানে। এজন্য
আদালতে বদ-রুলও সাংবাদিকদের
অভিসম্পাত করছে।
কিন্তু খাদিজা সুস্থ হয়ে সিলেটে এসেই
সাংবাদিকদের প্রতি বিরুপ আচরন
করেছে তার পরিবার। এতে কারো কিচ্ছু
যায় আসে না। আমরা আর কোন খাদিজার
ক্ষত-বিক্ষত দেহ দেখতে চাইনা। আমরা
দেখতে চাইনা বদ-রুল নামক আর কোন
হায়েনাদের বর্বরতা-নৃশংসতা। তবে
সাংবাদিকদের মনে খাদিজার পরিবার
যে ব্যাথা দিয়েছে তা হয়তো সারবেনা
কখনো। তবুও সাংবাদিকরা মানবতার
কল্যানে মানবতার জয়গানে এগিয়ে
আসবেই। যারা সত্য ও সুন্দরের কল্যানে
কাজ করতে জানে । তারা কখনো পিছপা
হয়না।
ভাল থাকুক খাদিজা ও কঠিন শাস্থি
হোক বদ-রুলের।
©somewhere in net ltd.