নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Don\'t be afraid to tell the truth. Because the victory of truth is inevitable.

কাওছার আজাদ

সত্য ন্যায়ে সন্ধানে, আকাশে উড়িয়ে শান্তির নিশান। মুক্তমনে উদার কণ্ঠে, গেয়ে যাবো সত্যের জয়গান।

কাওছার আজাদ › বিস্তারিত পোস্টঃ

কেমন হবে ঈদের শুভেচ্ছা বাক্য?

২০ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:০৮

'কেমন হবে ঈদের শুভেচ্ছাবাক্য কিংবা 'ঈদ মোবারক' বলা কতটুকু যুক্তিযুক্ত?'
.
প্রথমেই আমাদেরকে জানতে হবে ঈদ মোবারক (ﺪﻴﻋ ﻙﺭﺎﺒﻣ) এর অর্থ কী?
ঈদ শব্দের অর্থ আনন্দ বা উদযাপন। আর মোবারক শব্দের অর্থ কল্যাণময়। সুতরাং 'ঈদ মোবারক' অর্থ হচ্ছে- ঈদ বা আনন্দ উদযাপন কল্যাণময় হোক।
.
'ঈদ মোবারক' বলে শুভেচ্ছা বিনিময় করা একটি সাংস্কৃতিক ঐতিহ্য কেবলমাত্র। এটা বলা ধর্মীয় বাধ্যবাধকতার কোনো অংশ নয়; বরং শিষ্টাচার মাত্র। আর ইসলামের শিষ্টাচার অন্যান্য জাতির থেকে অনেক অর্থবহ, সমৃদ্ধ, প্রাণসম্পন্ন ও কল্যাণমুখী। সেই হিসেবে 'ঈদ মোবারক' শব্দটিও অর্থবহ ও কল্যাণমুখী।
আমাদের দেশে 'ঈদ মোবারক' বলে ঈদের শুভেচ্ছা জানানোর প্রচলন রয়েছে। অনেক আলেমদের মতে, শিষ্টাচার হিসেবে 'ঈদ মোবারক' বলে শুভেচ্ছা বিনিময় করা জায়েজ। কিন্তু সালামের আগেই ঈদ মোবারক বলে শুভেচ্ছা বিনিময় করা বৈধ নয়।
.
'ঈদের শুভেচ্ছা মিনময় সম্পর্কে হাদিসে কোনো প্রমাণবাক্য উল্লেখ আছে?'
এক হাদিস শরীফে আছে :
হজরত ওয়াসিলা (রা.) বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-এর সঙ্গে ঈদের দিন স্বাক্ষাত করলাম। আমি বললাম, 'তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা' আর তিনিও বললেন, 'তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা।' (বায়হাকি : ৩/৪৪৬)।
.
হাদিস বিশারদগণের মতে এই হাদিসটি মুনকার। মুনকার হচ্ছে, 'যে হাদীসের বর্ণনাকারী হাদীস বর্ণনা করার যাবতীয় গুণাবলীতে দূর্বল এবং তার বর্ণিত হাদীস যদি অপর দূর্বল হাদীস বর্ণনাকারীর বর্ণিত হাদীসের পরিপন্থি হয়, তবে তাকে মুনকার হাদীস বলে।' সুতরাং মুনকার হাদিসের আলোকে আমল করা সুন্নত নয়। তবে উক্ত হাদিসে বর্ণিত শুভেচ্ছাবাক্যটিকে আলেমগণ সুন্দর বাক্য বলে অবিহিত করেছেন। তাই 'তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকা' অর্থাৎ 'আল্লাহ্ তায়ালা আমাদের ও আপনার ভালো কাজগুলো কবুল করুক' বলে শুভেচ্ছা বিনিময় করা উত্তম।
.
সৌদির গ্র্যান্ড শায়েখ বিন বায (রহঃ)-কে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'ঈদের শুভেচ্ছা বিনিময় সম্পর্কে নির্দিষ্ট কোনো শব্দ নেই। তবে দোয়া করে বলা যেতে পারে, তাকাবাল্লাহু মিন্না ওয়া মিনকা, অথবা ঈদকুম মুবারক/সাঈদ, অথবা আল ঈদ মুবারক, অথবা জা'আলাল্লাহু ঈদকুম মুবারক। চাই ঈদুল আযহা হোক কিংবা ঈদুল ফিতর।'
.
'কাওছার আজাদ'

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৫৬

রাজীব নুর বলেছেন: জানলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.