![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ন্যায়ে সন্ধানে, আকাশে উড়িয়ে শান্তির নিশান। মুক্তমনে উদার কণ্ঠে, গেয়ে যাবো সত্যের জয়গান।
– “ওগো, শুনছো তুমি!”
– “হ্যাঁ বউ। আমি শুনতেছি তো, বলো কি হইছে?”
– “আমি আজ স্বপ্নে দেখেছি, তুমি পাবলিক টয়লেটের ম্যানেজারি করতেছো। কী সাংঘাতিক অসাধারণ স্বপ্ন, তাই না? অবশেষে আমার স্বামী একটা স্বনামধন্য পাবলিক টয়লেটের ম্যানেজার! পেশাটা কিন্তু মন্দ নহে। বেতন কিন্তু ভালোই মোটামোটি। সন্তানদেরকে নিয়ে এই ছোট্ট সংসারটা কিন্তু আমরা দিব্যি পার করে দিতে পারব।”
.
সকাল সকাল স্ত্রীর মুখে এমনসব কথা শুনে মাথাটা চক্কর দিয়ে উঠলো। মেজাজটা বিগ্রে গেলো। আকাশটা যেন মাথার উপর ভেঙে পড়ল। চরম অপমানবোধ করলাম। নিজেকে অনেক বড় অসহায় মনে হচ্ছে। চাকরিটা ছেড়ে দিয়ে ক্ষাণিক লগ্নের জন্য বেকার বলে এত্তো বড় অপমান!! নাহ, কিছু একটা তো বলতেই হবে। তাৎক্ষণিক IQ খাটিয়ে বললাম,– “আমিও আজ রাতে একটা স্বপ্ন দেখেছি। বাট, আমার স্বপ্নটা তোমার দেখা স্বপ্নের মতো সেরকম পঁচা স্বপ্ন নয়।”
– “সত্যি! তা বলো দেখি শুনি।”
– “পাবলিক টয়লেটের ম্যানেজারি করে আমি অনেক টাকা ইনকাম করেছি। তারপর সেই টাকাগুলি দিয়ে একটা রাজপ্রসাদ বানাইছি। আর সেখানে...”
– “থামলে কেন? বলো বলো, খুব ইন্টারেস্টিং লাগছে তো!”
– “আর সেখানে রাজপ্রসাদের মধ্যে একটা গরু-ছাগলের খামাড় দিয়েছি। দেখলাম, সেই খামাড়ে তুমি গরু-ছাগলের সাথে খড় ও ঘাস খাচ্ছো। অসাধারণ না?”
– “কচু! কচু! কচু! তুমি পাগল, তোমার চৌদ্দগোষ্ঠী-ই পাগল।”
– “কী একটা অবস্থা! আমি ভুল কিছু বললাম নাকি! আজিব তো!”
.
বউ মুখটা গোমড়া করে বসে আছে। মনে হচ্ছে, খুব অপমানবোধ করেছে। আমি বৌয়ের কাঁধে হাত রেখে বললাম,– “তুমি তো Science-এর ছাত্রী ছিলে, তাই না? তা, নিশ্চয়ই নিউটনের থার্ড ল্য ‘Every Action has an Equal and Opposite Reaction.’—সম্পর্কে জ্ঞান রাখো। সুতরাং এভাবে মন খারাপ করে বসে থাকার মানেই হয় না।”
বউ এবার গোমড়া মুখটা হাস্যোজ্জ্বল করে বলতে লাগল,– “ইয়েছ ইয়েছ, দ্যাট’স রাইট। ইউ হ্যাভ কাম টু দ্যা রাইট পয়েন্ট। সো, আজকে আর রান্নাও করছি না। বিকজ, আমি তো খড়-ঘাস খেতে পারি। বাট, তুমি? দেশের এই সংকটময় মুহূর্তে রেস্টুরেন্ট গুলোও তো বন্ধ। তা কোথায় গিয়ে খাবে শুনি?”
.
একোন অমানবিক অত্যাচার!! হে আল্লাহ, তুই মাটি ফাঁক করে দে, আমি চইলা যাই। তবুও খড়-ঘাস খাওয়া প্রাণীর সাথে থাকতে চাই না।
.
“কাওছার আজাদ”
©somewhere in net ltd.