নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Don\'t be afraid to tell the truth. Because the victory of truth is inevitable.

কাওছার আজাদ

সত্য ন্যায়ে সন্ধানে, আকাশে উড়িয়ে শান্তির নিশান। মুক্তমনে উদার কণ্ঠে, গেয়ে যাবো সত্যের জয়গান।

কাওছার আজাদ › বিস্তারিত পোস্টঃ

“নাস্তিকের প্রকারভেদ”

০৯ ই জুন, ২০২০ বিকাল ৪:৩০

দীর্ঘ স্টাডি ও অনেক চিন্তা-ভাবনা করে নাস্তিকদেরকে (Atheist) পাঁচ প্রকারে ভাগ করতে সক্ষম হয়েছি। যথা,–
১। পাতি নাস্তিক;
২। সংশয়বাদী বা উঠতি নাস্তিক;
৩। অজ্ঞেয়বাদী নাস্তিক;
৪। প্রগতিশীল নাস্তিক;
৫। স্বঘোষিত বা ফেইক নাস্তিক;
.
এদের সম্পর্কে আমি যতটুকু জানি বা জ্ঞান রাখি, তা নিম্নে তুলে ধরলাম,–
১। পাতি নাস্তিক : পাতি মানে Little বা ছোট। এজন্য ইংরেজিতে এদেরকে Little Atheist বলে। যেমন : পাতিশিয়াল, পাতিহাঁস, পাতি চড়ুই, পাতি প্যাঁচা ইত্যাদি। এদের মধ্যে পাতিশিয়ালের কথাই বলা যাক। এরা খুব চতুর ও বুদ্ধিবান। এরা দিনের আলো বাড়ার সঙ্গে সঙ্গে ঝোপের ভেতর কিংবা মাটির গর্তে লুকিয়ে পড়ে। সন্ধা লাগার সাথে সাথেই বেরিয়ে আসে এবং ‘হুক্কাহুয়া হুক্কাহুয়া’ বলে চিল্লাইতে থাকে। ঠিক একইভাবে বাংলার পাতি নাস্তিকরাও এরকম। বিভিন্ন ব্লগ সাইট, সোশ্যাল নেটওয়ার্ক কিংবা অনলাইন জগতে এসে পাতিশিয়ালের মতো ‘হুক্কাহুয়া হুক্কাহুয়া’ ধাঁচের উস্কানিমূলক কথা প্রসব করে থাকে। কিন্তু নিজেকে রক্ষার স্বার্থে দিনের আলোতে বা সমাজে এরা সুশীল সাজে। ধর্মের বিরুদ্ধে এদের যত ক্ষোভ, তা সব ঝাড়ে ব্লগের পাতায় বা ফেসবুকের ওয়ালে। ছদ্মনামের আড়ালে তারা ধর্মের প্রতি তাদের লুক্কায়াতি ঘৃণার প্রকাশ ঘটায়। এরা নিজেদের চিন্তা-চেতনা ও বিশ্বাসকে গোপন রেখে সমাজে অনেক সুযোগ-সুবিধাও ভোগ করে। এজন্য এদেরকে সুবিধাবাদী পাতি নাস্তিকও বলা যেতে পারে।
.
২। সংশয়বাদী বা উঠতি নাস্তিক : Prosperity Atheist বা উন্নতিশীল নাস্তিক। অর্থাৎ যারা নাস্তিকতার দিকে ধাবিত হচ্ছে। এরা পৈত্রিকসূত্রে মুসলিম। কিন্তু শৈশব থেকে ইসলামের দীক্ষা না পাওয়ায় এদের বিশ্বাসের ভিতটা অত্যন্ত দূর্বল। এরা ব্লগ কিংবা ওয়েবসাইটে নাস্তিকদের নানান রকম ধর্মবিদ্বেষী রচনা পড়ে সংশয়বাদীতে পরিণত হয়। অনেক রকমের প্রশ্ন এদের মাথায় ঘুরপাক খেতে থাকে। ‘আল্লাহ যদি সবকিছু সৃষ্টি করে থাকেন, তাহলে তাকে সৃষ্টি করল কে?’—প্রাথমিকভাবে ধার্মিকদের কাছে এরকম কমন প্রশ্নগুলোই তারা করে বসে। এরা কথায় কথায় বলে, ‘প্রমাণ কি? যুক্তি দেখাও!’ এরকমভাবে সংশয়ের জালে পড়ে যারা ধর্ম থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে, তারাই উঠতি নাস্তিক।
.
৩। অজ্ঞেয়বাদী নাস্তিক : এরা মনে করে, স্রষ্টার অস্তিত্ব মানুষের পক্ষে জানা সম্ভব নয়। তবে এরা কোনো ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে না। কিন্তু আবার দাবীও করে না যে ঈশ্বরের অস্তিত্ব বা অনস্তিত্ব সম্পর্কে তার শক্ত প্রমাণ আছে। এদের মতবাদ হচ্ছে, একজন মানুষ ঈশ্বরের অস্তিত্ব বা অনস্তিত্ব সম্পর্কে কোনো যুক্তি বোঝে না বা বুঝতেও চায় না। এরা অন্যসব নাস্তিকদের মতো অতোটা ভয়ঙ্কর নয়। এরা সাধারণত সরাসরি কারো ধর্মীয় বিশ্বাস বা অনুভূতিতে প্রতিনিয়ত আঘাত হানে না। এদের তালিকায় টমাস হেনরি হাক্সলি, প্রোটাগোরাস, পিরহো, সক্রেটিস ও ডারউইনের মতো অনেক স্বনামধন্য দার্শনিক বা বিজ্ঞানীদের নামও আছে।
.
৪। প্রগতিশীল নাস্তিক : Progressive বা প্রগতিশীল অর্থ, জ্ঞানে-কর্মে উন্নতি করা। ক্রমউন্নতি ও অগ্রগতি করতে চায় বা করছে এমন৷ কিন্তু কথিত প্রগতিশীল নাস্তিকদের দিকে তাকালে ব্যাপারটা উল্টো পরিলক্ষিত হয়। বর্তমান তথাকথিত প্রগতিশীল নাস্তিকদের দাবি—আস্তিক অপেক্ষা নাস্তিক অনেক ভালো। সব কিছু এমনি এমনি সৃষ্টি হয়েছে, এতে সৃষ্টিকর্তার কোনো হাত নেই। সৃষ্টিকর্তা বলতে কেউ নেই। উপরন্তু, ধর্মকে নিয়ে কুৎসিত অকথ্য কূরুচিপূর্ণ ভাষায় প্রবন্ধ বা রচনা লিখতে পারলেই এরা নিজেদেরকে ধন্য মনে করে। এদের কর্মই হলো, দেশে বিরাজমান সম্প্রিতি নষ্ট করে অস্তিথিশীল পরিবেশ তৈরি করা। দেশের সামগ্রিক উন্নতি, সম্প্রিতি, ভ্রাতৃত্ব ও শান্তি নষ্ট করে দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়া৷ নারী স্বাধীনতার নামে নারীদেরকে রাস্তায় বের করে ভোগের পণ্য বানানো।
.
৫। স্বঘোষিত বা ফেইক নাস্তিক : এরা মুক্তচিন্তা বা মুক্তবুদ্ধি চর্চার নামে প্রতিনিয়ত ধর্মকে আঘাত করে কথা বলে। বিশেষ করে ইসলাম ধর্ম নিয়ে এদের চুলকানী অনেক বেশি। এদেরকে ইসলাম বিদ্বেষী বললেও ভুল হবে না। কেননা, অন্যসব ধর্ম নিয়ে এদের তেমন কোনো চুলকানী নাই। আর থাকবেই-বা কী করে? ওদের টাকা-ই তো এরা (স্বঘোষিত নাস্তিক) চলে। অতএব, ফেইক নাস্তিক সেজে ইসলাম বিদ্বেষী না করলে কী চলে?
বাংলাদেশের অধিকাংশ নাস্তিকদেরকে-ই এ কাতারে ফেলা যেতে পারে। কারণ, এদেশের অধিকাংশ নাস্তিক-ই ইসলাম বিদ্বেষী; অন্যসব ধর্মগুলির ব্যাপারে এদের মুখে মলমিশ্রিত কুলুখ এঁটে দেওয়া থাকে।
.
– ‘কাওছার আজাদ’ (কচুবিদ ও কচুস্টাইন)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.