নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Don\'t be afraid to tell the truth. Because the victory of truth is inevitable.

কাওছার আজাদ

সত্য ন্যায়ে সন্ধানে, আকাশে উড়িয়ে শান্তির নিশান। মুক্তমনে উদার কণ্ঠে, গেয়ে যাবো সত্যের জয়গান।

কাওছার আজাদ › বিস্তারিত পোস্টঃ

“বৌ নাকি ব‌উ”

২৩ শে অক্টোবর, ২০২১ রাত ১০:৫২

'বৌ' নাকি 'ব‌উ'— সঠিক কোনটা?

১। নিজের বিয়ে করা স্ত্রী; যার উপর আপনার অধিকার আছে। তাকেই বউ বলে। যেমন— 'আমার ঘরে আমি মেম্বার, আমার ব‌উ চেয়ারম্যান।' অপরদিকে স্ত্রী যদি অন্য কারো হয়; যার উপর আপনার কোনো অধিকার নেই। তাহলে লেখার ক্ষেত্রে শব্দটা বৌ লিখতে হবে। যেমন— 'কচু মিয়ার বৌ-টা খুব সুন্দর।'

২। ব‌উ তাকেই বলে, যে আপনার কথামতো চললেও সব ক্ষেত্রে ঘাড় ত্যাঁড়ামো করে; যার হাতে আপনার স্বাধীনতা বন্দি থাকে। আর এর বিপরীতে বৌ লিখতে হবে। যেমন— 'আমার ব‌উয়ের রান্নার থেকেও পাশের বাড়ির ভাবী (আনিস ভাইয়ের বৌ-য়ের) রান্না অনেক ভালো।'

৩। ব‌উ শব্দের সাথে অন্য কোনো শব্দ যুক্ত করলে সেটা আর ব‌উ থাকে না, বৌ হয়ে যায়। যেমন— বৌদি, বৌমা ইত্যাদি।

৪। আধুনিক কালে নিজের স্ত্রীকে কখন‌ই বৌ লেখা উচিত হবে না। কারণ, বৌ শব্দটার মধ্যে সেকেলে-ভাব আছে। তাই বর্তমান সময়ে নিজের স্ত্রীর ক্ষেত্রে ব‌উ-ই হবে।

৫। কোনো কোনো ভাষাবিদদের মতে, বিয়ের পর নতুন বধুকে ব‌উ এবং পুরাতন হয়ে গেলে বৌ লিখলে ভুল হবে না। তবে সব সময়ের জন্য স্বীয় স্ত্রীকে ব‌উ বলাই উত্তম।

৬। কেউ কেউ বলেছেন, যে স্ত্রী-লোক খুব বেশি ঘুম পারে। সকাল সকাল ঘুম থেকে ওঠে না। আলসে মেয়ে। অকর্মার ঢেঁকি। সারাদিন রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকে। তার ক্ষেত্রে ব‌উ এবং হিতে বিপরীত যে স্ত্রী-লোক, তার ক্ষেত্রে বৌ।

৭। অনেকেই বলেন যে, ‘বৌ’ শব্দের ‌ৌ-কার দেখতে মাথায় ঘোমটা দেওয়ার মতো দেখায়। তাই যদি স্ত্রী-লোকের মাথায় ঘোমটা থাকলে তিনি বৌ, না থাকলে ব‌উ।

দ্রষ্টব্য, ‘ব‌উ এবং বৌ’ নিয়ে বাংলা একাডেমি কি বলেছে, প্রমিত বানান অভিধান কি বলেছে?— তা আমি জানি না। 'ইহা কেবলমাত্র কচুস্টাইনের বক্তব্য...'

—'কাওছার হাবীব'

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.