নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Don\'t be afraid to tell the truth. Because the victory of truth is inevitable.

কাওছার আজাদ

সত্য ন্যায়ে সন্ধানে, আকাশে উড়িয়ে শান্তির নিশান। মুক্তমনে উদার কণ্ঠে, গেয়ে যাবো সত্যের জয়গান।

কাওছার আজাদ › বিস্তারিত পোস্টঃ

কবিতা : \'একটি ঘুঘুর আর্তনাদ\'

১২ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:২৬

[Pic Source: Google]

শয়নগ্রহে বসে জানালার দ্বার দিয়ে,
চেয়ে আছি জলপাই গাছটির দিকে।
গাছের নিচে মৃত্তিকায় দাঁড়িয়ে আছে,
একটি ঘুঘু চিন্তিত বিষাদগ্রস্থ মনে।
বললাম- কেন মন খারাপ ওহে ঘুঘু?
পাখিদের মধ্যে তোমরা তো চতুর,
লোকে বলে তোমরা খুবই চালাক।
তবে কেন আজ তোমার মন খারাপ?
বলল সেই ঘুঘু- বুক ভরা কষ্ট নিয়ে,
গেলো সপ্তাহান্তে হারিয়েছি সাথীকে!
তিনিহীন আপন ছিল না কেহ আর,
সুখে-দুখে সে পাশে ছিলো আমার।
ঘুঘু দেখলেই মাংসের নেশা জাগ্রত,
আহা কষ্ট- হিংস্র মানব ওহে ছিহ!
ওহে মানব তুমি কি বলতে পারো,
কেনো হারিয়ে যাচ্ছে ঘুঘুর ডাক?
শুনো- ওই হিংস্র মানবের জন্য।
বলতে পারো বঙ্গবন্ধু কেন বলেছিল?
বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান,
এইবার ঘুঘু তোমার বাঁধিব পরাণ।
জানি- এর উত্তর দিতে পারবে না!
মেঘদল জুড়েছে আজ কোলাহলে,
ঘুঘু বসে ঝিম ধরে তৃষিত শতদল।
তৃষ্ণা নিয়ে কোথাও পাচ্ছে না ঠাঁই!
আমি বললাম- সত্যিই ওহে ঘুঘু,
তোমরা ঘুঘুর খুব চতুর চালাক!
যত কঠিন প্রশ্ন করেছ আমাকে,
এর উত্তর নেই তো আমার কাছে।
তবে শুনে রাখো ওহে ললিতা ঘুঘু,
যেখানে মানবতা বলতে নেই কিছু।
মানবকূল হয়েছে সবই নরপিশাচ,
নিজ জাতিতেই রক্তের হলি খেলা,
মানব হয়ে মানবের মাংসের নেশা!
সেখানে তুমি ঘুঘুর মাংস নিছক!
সাথী গেছে যাক তুমি তো আছো?
তাই কৃতজ্ঞ থাকো মানবের প্রতি।
.
–কাওছার হাবীব (আজাদ)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.