![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হবে না,আমি বুঝে গেছি, আমি সত্য মূর্খ, আকাঠ! সচ্চরিত্র ফুল আমি যত বাগানের মোড়ে লিখতে যাই, দেখি আমার কলম খুলে পড়ে যায় বিষ পিঁপড়ে, বিষের পুতুল!© আমার নিজের লেখা ও তোলা ছবি, যা এই ব্লগে পোস্ট করেছি, তার সর্ব সত্ত্ব সংরক্ষিত। আমার লিখিত অনুমতি ছাড়া এসবের কিছুই কোনো মাধ্যমে পুনঃপ্রকাশ করা যাবে না। ©আমার মেইল এড্রেস [email protected]
প্রিয় সামু ব্লগাররা, সবাইকে শুভেচ্ছা।
সিনেমা আমরা সবাই কম-বেশি দেখি। কিন্তু তার মধ্যে কিছু সিনেমা আমাদের মনে বিশেষভাবে দাগ কাটে। সে সব সিনেমা দেখতে দেখতে আমরা অনুভব করি অজান্তেই কিছু মুগ্ধতা জমা হয়ে যাচ্ছে মনের চিরসস্মণীয়গারে।
এ ধরণের আপনাদের কিছু ভালো লাগা দেশি-বিদেশি সিনেমার রিভিউ; সিনেমা সম্পর্কে আপনাদের মুগ্ধতা, ভালোলাগা, সমালোচনা; সিনেমার প্রিয় কোনো গান কিংবা আপনার প্রিয় কোনো সিনেমা পরিচালক বা কোনো বিশেষ অভিনেতা- অভিনেত্রী, বা জুটি, চলচ্চিত্র ব্যক্তিত্ব,সিনেমা নিয়ে আপনার স্মৃতিকথা, রম্য মোটকথা চলচ্চিত্র সম্পর্কিত যেকোনো বিষয় সম্পর্কে লেখা নিয়ে আমরা একটি ই-বুক বের করতে চাই।
ই-বুকের প্রধান উদ্যোক্তাদের মধ্যে আছেন ব্লগার শেখ আমিনুল ইসলাম, সাইদুজ্জামান খালেদ সহ আরো অনেকে। উদ্যোগটি বৃহৎ পরিসরে করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আমিনুল ভাই প্রথম আলো ব্লগে এবং খালেদ ভাই চর্তুমাত্রিক ব্লগে ই-বুকে লেখা জমা দেওয়ার আহবান জানিয়ে অলরেডি পোস্ট দিয়েছেন। আমরা নিয়মিত আপডেট পোস্ট দিয়ে যাবো।
আগ্রহী ব্লগারদের আগামী ৩১ জানুয়ারি ২০১১ এর মধ্যে এ পোস্টে লেখার লিংক জমা দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আপনাদের সবার সহযোগিতা পেলে আগামী ২১ ফেব্রুয়ারি ২০১১ এ ই-বুকটি প্রকাশ কারার আশা রাখছি।
সবাইকে ধন্যবাদ। শুভ ব্লগিং
২২ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৫৫
কাউসার রুশো বলেছেন: অবশ্যই দেখবো। তবে সামুতে যদি মুভিবিষয়ক আপনার কোন পোস্ট থাকে তাহলে এখানে লিংক দিলে ভালো হয়। ধন্যবাদ
২| ২২ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৪৫
২২ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৩২
কাউসার রুশো বলেছেন: ধন্যবাদ
৩| ২২ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৪৯
হাসান যোবায়ের বলেছেন: আমার দেখা সেরা ৫ এ্যানিমেশন মুভি !
+++++++
২২ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৩২
কাউসার রুশো বলেছেন: ধন্যবাদ
৪| ২২ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৫৯
কাউসার রুশো বলেছেন: আমারগুলো দিয়ে রাখলাম
১. পাঁচটা জেমস স্টুয়ার্ট, তিনটা আলফ্রেড হিচকক
২. আমার প্রিয় মুভি: ওয়ান ফ্লু ওভার দ্য কুকুস নেস্ট
৩. দি সিক্রেট ইন দেয়ার আইজ
৪. অস্কার পাওয়া দু'টি জার্মান ক্লাসিক মুভি
৫. ক্রিস্তফ কিয়েসলোস্কির দি থ্রি কালার ট্রিলজি : ব্লু, হোয়াইট, রেড
৬. M. Night Shyamalan: ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান চিত্রপরিচালক
৭. আমার প্রিয় সিনেমা: ব্যালাড অফ এ সোলজার
৮. ক্লিন্ট ইন্টউড: ডার্টি হ্যারি সিরিজ
৯. ক্লিন্ট ইস্টউডের দশটি ওয়েস্টার্ন মুভি
১০. সিনেমাঘর: অ্যামাডিয়াস
১১.অস্কার মনোনয়নপ্রাপ্ত বিদেশী ভাষার চলচ্চিত্র ২০১০
১২. সিনেমাঘর: 12 Angry Men
৫| ২২ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১২
কাউসার রুশো বলেছেন:
ব্লগার অরণ্য
১. Landscape in the Mist 1988 - Theo Angelopoulos
২. A Short Film About Killing 1988 - Krzysztof Kieslowski
৩. What 1973 - Roman Polanski
৪.Tango 1988 - Carlos Saura
৫. Dekalog 1989-1990 - Krzysztof Kieslowski
৬. Nights of Cabiria 1957 - Federico Fellini
৭. Buddha Collapsed Out of Shame 2007 - Hana Makhmalbaf
৮. Three Monkeys 2008 - Nuri Bilge Ceylan
৯. The Song of Sparrows 2008 - Majid Majid
১০. Sur (The South) 1988 - Fernando E. Solanas
১১. Knife in the Water-1962 (Roman Polanski)
১২.Amator -1979 (Krzysztof Kieslowski)
২৫ শে জানুয়ারি, ২০১১ রাত ৯:৪৭
কাউসার রুশো বলেছেন: এগুলো ইবুকে নিতে পারছিনা বলে খুব কষ্ট হচ্ছে
৬| ২২ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৪২
শেখ আমিনুল ইসলাম বলেছেন: মেঘ বলেছে যাবো যাবো আপার পোস্টের লিংকঃ
১। শুভ বিবাহ - ছিঃ ! এত বাজে মুভি মানুষ দেখে !! (বাংলা মুভির দর্শকদের জন্য একটি অবশ্যপাঠ্য পোস্ট) - ভেবে ভেবে বলি
২। The Pianist - একটি কালজয়ী চলচ্চিত্র (যারা অলরেডি মুভিটি দেখেছেন তাদের এই পোস্ট না পড়লেও চলবে) - ভেবে ভেবে বলি
৩। একজন অভিনেতা, কিছু মুভি রিভিউ এবং আমার পাগলামি- ১ - ভেবে ভেবে বলি
৪। একজন অভিনেতা, কিছু মুভি রিভিউ এবং আমার পাগলামি- ২ - ভেবে ভেবে বলি
৫। অসম্ভব মন খারাপ করিয়ে দেয়া কয়েকটি চলচ্চিত্র - মেঘ বলেছে যাবো যাবো অসম্ভব মন খারাপ করিয়ে দেয়া কয়েকটি চলচ্চিত্র - মেঘ বলেছে যাবো যাবো
পাশে আছে রুশো ভাই। অনেক কৃতজ্ঞতা
২২ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৫০
কাউসার রুশো বলেছেন: ভাই আপনিই তো প্রধান উদ্যোক্তা। আমিই আপনার পাশে আছি।
৭| ২২ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৪৩
মুনতা বলেছেন: মুভিপোস্ট-আ ট্রিবিউট টু টম হ্যাংকস
মুভি রিভিউ-cold mountain (2003)
উদ্যোগের জন্য ধইন্যা,রুশো ভাই। সামর্থ্য সীমিত,তবুও পাশে থাকার চেষ্টা করবো............
২২ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৪৯
কাউসার রুশো বলেছেন: মুনতা ভাই আরো লিংক চাই। আপনার সবগুলো মুভি পোস্টের লিংক দিবেন কিন্তু।
৮| ২২ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৪৯
আসিফ মুভি পাগলা বলেছেন: ভাল কিছু লেখার চেষ্টা করব । ৩১ জানুয়ারী দেরী আছে । এখন পর্যন্ত যা লিখেছি সবই টাইমপাস টাইপের লেখা ।
ভাল উদ্যোগ । যদি কোন ভাবে সাহায্য করতে পারি ভাল লাগবে ।
২২ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৫৩
কাউসার রুশো বলেছেন: আসিফ যেগুলো আছে সেগুলো দাও। আর যেহেতু সময় আছে সেহেতু চিন্তা-ভাবনা করে লিখে সেগুলোর লিংক দাও। মুভিপোস্ট পড়লে সেগুলোর লিংকও যদি দিতে পারো তাহলে অনেক ভালো হয়।
তোমাদের সাহায্য ছাড়া কখনই সম্ভব না। তাই তোমাদের পাশে চাই।
৯| ২২ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৫৬
মুনতা বলেছেন: আমার বাকি মুভিপোস্টগুলা জাতের না
ব্লগার কাঙাল মামা,অপরিচিত_ আবির,শওকত হোসেন মাসুম এনাদের লেখাগুলো নেয়ার চেষ্টা করেন। দারুন কিছু পোস্ট পাবেন।
২২ শে ডিসেম্বর, ২০১০ রাত ৮:০১
কাউসার রুশো বলেছেন: অব্যশই। আপনার সাহায্য চাইছি
১০| ২২ শে ডিসেম্বর, ২০১০ রাত ৮:০৬
কাউসার রুশো বলেছেন:
নতুন রাজা কর্তৃক সংকলিত ৭৭ টি মুভি পোস্টের লিংক
যেসব মুভিপোস্টের লিংক রয়েছে এখানে-
১) আপনার দেখা সেরা একটি মুভির নাম দিন (ব্লগীয় জরিপ) --- বিডি আইডল
২) নেটের সর্বশ্রেষ্ঠ ফ্রি মুভি ডাউনলোড সাইট-আপডেট --- বিডি আইডল
৩) মুভি কালেকশন--সেরা হিচককঃ ১ম পর্ব --- বিডি আইডল
৪) মুভি কালেকশন--সেরা হিচককঃ ১ম পর্ব (শেষ খন্ড) --- বিডি আইডল
৫) সম্প্রতি মুক্তি পাওয়া কিছু সাইন্স ফিকশন মুভি --- বিডি আইডল
৬) ব্যাগ ভর্তি স্ট্যানলি কুবরিকঃ মুভি কালেকশন --- বিডি আইডল
৭) Up পিক্সারের যে নতুন এনিমেশন মুভির জন্য অনেকদিন অপেক্ষা.... --- বিডি আইডল
৮) চীনের ঐতিহাসিক কাহিনী নিয়ে অসাধারণ দুটো মুভি --- বিডি আইডল
৯) যেকোন মুভির জন্য 字幕 --> Subtitle কিভাবে ব্যবহার করবেন? --- বিডি আইডল
১০) মেগাআপলোড থেকে আজীবন মুভি ডাউনলোড/স্ট্রিমিং করবেন যেভাবে--(like premium user) --- বিডি আইডল
১১) এই কয় দিনে যে ছবি গুলো দেখছি আর দেখবো --- বিডি আইডল
১২) মুভি ব্লগ: শূন্য দশকের সেরা ১০ ছবি --- শওকত হোসেন মাসুম
১৩) মুভি: সবার সেরা দশ ছবি দেখে নিন --- শওকত হোসেন মাসুম
১৪) সর্বকালের সেরা ১০০ হলিউড সিনেমা --- শওকত হোসেন মাসুম
১৫) ১০ বিষয়ে সেরা ১০ ছবির তালিকা: মুভি প্রেমিকদের জন্য অবশ্য পাঠ্য --- শওকত হোসেন মাসুম
১৬) বড়দের পোস্ট: সেরা গরম ছবির তালিকা --- শওকত হোসেন মাসুম
১৭) মুভি ব্লগ: ২০ বছর আগের দেখা পাঁচ ক্লাসিক --- শওকত হোসেন মাসুম
১৮) মাসুম ভাইয়ের ক্লাসিক মুভিগুলো এইখানে!!!!!!!!!! --- মুভি পাগল
১৯) আমার দেখা সেরা গ্যাংস্টার মুভিগুলো --- অপরিচিত_আবির
২০) আমার দেখা সেরা ডিটেকটিভ মুভিগুলো --- অপরিচিত_আবির
২১) আমার দেখা সেরা ফিকশন মুভিগুলো --- অপরিচিত_আবির
২২) সম্প্রতি মুক্তি পাওয়া ৪৮টা ইংলিশ মুভির ৪০০মেগাবাইট ডিভিডি-রিপ (মিডিয়াফায়ার লিংক+পোস্টার) --- কাঙাল মামা
২৩) মুভি ডাউনলোড করুন ইচ্ছেমতো - ৬০০ মুভির লিস্ট - মিডিয়াফায়ার --- মইন
২৪) জেমস বন্ডের সিনেমা ডাউনলোড করুন সাথে আরও অনেক কিছু --- সাগর চক্রবতী
২৫) এফটিপি মুভি ২০০৮ এর নির্বাচিত কিছু ইংরেজী ছবি সরাসরি ডাউনলোড করুন। --- লুলুপাগলা
২৬) যুদ্ধবিষয়ক সিনেমা : হৃদয়ে দাগ কেটে যাওয়া ৫ টি মুভি (মহান মার্কিন সেনাদের বোরিং গুণগান বর্জিত) --- মেহরাব শাহরিয়ার
২৭) আমার দেখা ২০টি ভালো চলচ্চিত্রের তালিকা-১ --- নির্ঝর নৈঃশব্দ্য-২
২৮) প্রিয় মুভির লিষ্ট --- শূন্য আরণ্যক
২৯) কিছু শকিং মুভি। --- হাসান মাহবুব
৩০) মিউজিক্যাল সিনেমা, এবং মিউজিসিয়ানদের নিয়ে সিনেমা;কিছু প্রিয় নাম। --- হাসান মাহবুব
৩১) ২০০৯ এর নতুন যত এনিমেশন মুভি নতুন মুভির লিং সহ আরেকটি মুভিখোর পোস্ট আপডেটেড --- আমড়া কাঠের ঢেকি
৩২) ১০ টি একশান মুভির ওয়ান ক্লিক ডাইরেক্ট ডাউনলোড লিংক।যাদের নেটের স্পীড একেবারে কম তারাও ডাউনলোড করতে পারবেন --- নার্ডী বয়
৩৩) আমার দেখা ভালোলাগা কিছু চলচিত্র --- মে ঘ দূ ত
৩৪) ডাউনলোড করুন লেটেস্ট সব মুভি ১৫০-২৫০ মেগাবাইটে, রেজিউমে সাপোর্ট সহ!! --- পাপী
৩৫) সুপারম্যান আর ব্যাটম্যান এক সাথে আবারো!! --- প্রিয়তমেষু
৩৬) মুভি গুলো দেখেছেন কি ????? --- বন্ধু কই কৈ
৩৭) অনলাইনে সিনেমা দেখার অসাধারণ তিনটি সাইট --- ত্রিকাল
৩৮) Resume Support সহ Movie Download করুন (No Premium Account Needed)-পর্ব-০১ --- সুফল_আমার_নাম
৩৯) মুভি ডাউনলোড করার সহজ একটি সাইট --- হোসাইন১৯৫০
৪০) মুভি ডাউনলোডের সাইট চাই । ( সাহায্য পোস্ট ) --- সানুনয়
৪১) mkv ফরমাটের মুভি ডাউনলোডের সাইট চাই। --- সানুনয়
৪২) মুভি ডাউনলোডের কোন সাইট আছে? --- হমপগ্র
৪৩) ফ্রি মুভি ডাউনলোড --- দুঃখবিলাস
৪৪) পোস্ট ভরা এনিমে ফিল্ম --- স্বাধীনতার বার্তা
৪৫) আমার পছন্দের কয়েকটা মুভি --- ফাহাদ চৌধুরী
৪৬) পলিটিকাল থ্রিলার মুভি --- ফাহাদ চৌধুরী
৪৭) *মুভি গাইড* ৫০টি মুভির রেটিং --- সাইফ সামির
৪৮) নতুন বছরে যেসব মুভি নামাইলাম.... --- জর্জিস
৪৯) দেখুন ছাগুদের নিয়ে হলিউডের ছবিঃ যে ছাগুর দিকে তাকাইয়া থাকে The Men Who Stare at Goats --- বিডি আইডল
৫০) মুভি সাহায্যঃ হ্যারি পটার & দ্য গবলেট অব ফায়ার এর ডাউনলোড লিঙ্ক দরকার --- অভিজিত রায় অভি
৫১) বাবা নিয়ে সেরা ১০টি মুভি --- সাইফ সামির
৫২) সামু সমস্যা + আল পাচিনোর মুভি রিভিউ:88 minutes --- মুভি পাগল
৫৩) স্বাধীনতার চলচ্চিত্রের তালিকা --- হোসাইন১৯৫০
৫৪) ছোটো আকারের মুভি ডাউনলোডের জন্য 300mbunited টীম। --- অমিত০৯৭
৫৫) বিবিসির অসাধারণ একটি ডকুমেন্টারিঃ সেরা সাই-ফাইও হার মানবে --- বিডি আইডল
৫৬) ব্লগ ঘাইটা মুভি-লিস্ট বানাইলাম ;মুভি কিনবো বহুত দিন পর --- আগলিআগলি
৫৭) নতুন দেখা, পুরোনো দেখা কিছু মুভি --- সর্বদাবেলায়েত
৫৮) চর্বিত চর্বন নয় আশাকরি --- শূন্য আরণ্যক
৫৯) এই ওয়েস্টার্ন মুভি গুলো দেখেছেন কি ???????? --- বন্ধু কই কৈ
৬০) সাইফ সামির নির্বাচিত ২০০৯ সালের সেরা ১০টি মুভি+১৫টি রানার্স-আপ মুভি এবং সবচেয়ে হতাশাজনক মুভির তালিকা --- সাইফ সামির
৬১) ২০০৯ সালের সেরা দশ মুভি --- দারাশিকো
৬২) এই সামারে যে দশটি মুভি দেখতে ভুলবেন না --- বিডি আইডল
৬৩) বিডি আইডল এর জন্য(সাময়িক পোস্ট) --- সপ্ন পুরন
৬৪) সাম্প্রতিক মুক্তি পাওয়া বেশ কিছু মুভি --- বিডি আইডল
৬৫) সিরিয়ালঃ প্রিজন ব্রেক- যেন অনেকগুলি রোমাঞ্চকর মুভির সমন্বয় --- নির্বাসন
৬৬) যেসব সিনেমাখোররা অ্যানিমেশন মুভি দেখেন না তাঁদের জন্য একটি প্রেসক্রিপশন --- অপরিচিত_আবির
৬৭) অস্কারের সেরা চারটি মুভি --- বিডি আইডল
৬৮) আপনার দেখা সেরা একটি মুভির নাম দিন (ব্লগীয় জরিপ) --- বিডি আইডল
৬৯) ২০১০ অস্কারের সেরা মুভির নমিনেশন পাওয়া মুভিগুলো দেখে নিন --- বিডি আইডল
৭০) Mary and Max এক অনন্য এনিমেশন ফিল্ম। হৃদয় ছুয়ে যাওয়া একটি চলচিত্র --- মোতাব্বির কাগু
৭১) imdb ইউজার রেটিং এ এক নাম্বারে থাকা The Shawshank Redemption এর দুইটা হাই কোয়ালিটি লিংক --- আমি পালোয়ান
৭২) অস্কারে সেরা চলচ্চিত্রে নমিনেটেড ছবিগুলা দেইখা আমার মনের কথা।***ডাউনলোড লিঙ্ক সহ*** --- জিগ স
৭৩) Wolfman নিয়ে যতো হরর মুভি --- সাইফ সামির
৭৪) কয়েকটি ভিন্ন স্বাদের কমেডি মুভি --- বিডি আইডল
৭৫) দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে সম্প্রতি দেখা অসামান্য ১০টি ছবি (ডাউনলোড লিংকসহ) --- ফিউশন ফাইভ
৭৬) ব্যতিক্রমী বিষয় নিয়ে অসামান্য ছয়টি ডকুমেন্টারি (ডাউনলোড লিংকসহ) --- ফিউশন ফাইভ
৭৭) ভালবাসার ১২ --- স্নিগ
১১| ২২ শে ডিসেম্বর, ২০১০ রাত ৮:২১
মুনতা বলেছেন: নতুন রাজা কামের কাম কইরা ফেলছেন,গুড।
২২ শে ডিসেম্বর, ২০১০ রাত ৮:৫২
কাউসার রুশো বলেছেন:
১২| ২২ শে ডিসেম্বর, ২০১০ রাত ৯:২৮
দারাশিকো বলেছেন: সিনেমা ধরে লিংক দেয়া বহুত পরিশ্রমের কাজ, আপাতত সব পোস্টের পাত্রের ঠিকানা দিচ্ছি, প্রায় ৭০টি সিনেমার পোস্ট আছে এখানে।
http://www.darashiko.com/
সিনেমা নিয়ে লিখেছি কিন্তু উপরের লিংকে নাই এমন কিছু পোস্ট পাওয়া যাবে এখানে, তবে এগুলো পোস্টের জাত না.. সুতরাং পাত্তা না দিলেই ভালো।
Click This Link
২৫ শে জানুয়ারি, ২০১১ রাত ৯:৩৯
কাউসার রুশো বলেছেন: ওকে...
১৩| ২২ শে ডিসেম্বর, ২০১০ রাত ৯:৩২
বিপ্লবী স্বপ্ন বলেছেন: ১। আমার প্রথম মুভি রিভিউঃ লেমন ট্রি(২০০৮)
২। সেলুলয়েডে সত্য ঘটনা(পর্ব ১) – মুভি রিভিউঃ অক্টোবর স্কাই(১৯৯৯)
৩। মুভি রিভিউঃ দ্যা ষ্টীমরোলার এন্ড দ্যা ভায়োলিন(১৯৬০)
৪। সেলুলয়েডে সত্য ঘটনা(পর্ব ২) – মুভি রিভিউঃ ইনভিক্টাস(২০০৯)
৫। মুভি রিভিউঃ ওয়াইল্ড স্ট্রবেরিজ(১৯৫৭)
৬। মুভি রিভিউঃ দ্যা শশ্যাঙ্ক রিডেম্পশন(১৯৯৪)
২৫ শে জানুয়ারি, ২০১১ রাত ৯:৩৯
কাউসার রুশো বলেছেন: আরো চাই
১৪| ২২ শে ডিসেম্বর, ২০১০ রাত ৯:৪৮
দূর্যোধন বলেছেন: দরকারী পোস্ট !!! +++++++++++
অসংখ্য ধন্যবাদ এমন একটি কালেকশন পোস্টের জন্য
২৫ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:৪৪
কাউসার রুশো বলেছেন: আমি আপনার লেখা সিনেমা নিয়ে রম্যরিভিউ এর বিগ ফ্যান
১৫| ২২ শে ডিসেম্বর, ২০১০ রাত ১০:৩৮
নিশাচর ছেলে বলেছেন: এই লন আমার লিঙ্ক ,
মার সকল মুভি পোস্ট একত্রে
কি হইল আপডেট জানাইয়েন ............
১৬| ২২ শে ডিসেম্বর, ২০১০ রাত ১০:৪৩
নিশাচর ছেলে বলেছেন: ও বাই ডিফল্ট প্লাস ।
উদ্যোগ সফল হোক
২৫ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:৩৬
কাউসার রুশো বলেছেন: ধন্যবাদ। আপডেট চলছে -চলবে
১৭| ২২ শে ডিসেম্বর, ২০১০ রাত ১১:২৬
আবদুল ওয়াহিদ বলেছেন:
ভাই অনেক কষ্টে চারটা রিভিউ করসিলাম। দিতে লজ্জা লাগতাছে। তারপরেও দিলাম।
ওকুরিবিটো’: লোকাচার ও সম্পর্কের ভাগাভাগি
বারাণ: ব্যক্তি হতে বিশ্ব, প্রতিবিম্ব ও প্রশ্ন
অভিযাত্রায় অবতার
বাঘের বাচ্চা শিবাজীর খেল দেইখা নায়ক মান্না’র জন্য দীর্ঘশ্বাস
পোষ্টে প্লাস।।
২৫ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:৩৭
কাউসার রুশো বলেছেন: অনেক ধন্যবাদ
১৮| ২৩ শে ডিসেম্বর, ২০১০ রাত ১২:২৫
কাউসার রুশো বলেছেন:
সিনেমার ভুলভাল : হাতির পাল যেখানে আকাশে ওড়ে!- ফিউশন ফাইভ
দুর্যোধন
১. কিং খান শাকিব খান অভিনীত ছবি--হৃদয় আমার নাম --রিভিউ
২. দিন গুজার করার উদ্দেশ্যে সাম্প্রতিক দেখা একটি হিন্দি ছবি-গুজারিশ-রিভিউ
৩. ঈদে দেখা একটি বাংলা ছবি ''রিক্সাওয়ালার প্রেম''- রিভিউ ( রম্য এবং ১৮+ হৈতে পারে )
৪. ঈদে দেখা একটি হিন্দি ছবি ''অ্যাকশন রিপ্লে ''- রিভিউ ( মেজাজ খারাপমূলক রম্য )
৫. সাম্প্রতিক দেখা ছবি-রোবোট -রিভিউ ।। (পুরাপুরি মেজাজ খারাপমুলক রম্য ) )
)
১৯| ২৩ শে ডিসেম্বর, ২০১০ রাত ১২:৫১
সন্দীপন বসু মুন্না বলেছেন: আমার ফেবারেট পোষ্ট এর প্রায় সব মুভিবিষয়ক লেখাই আছে এখানে।
থ্যাংকস রুশো এই উদ্যোগ এর জন্য।
২০| ২৩ শে ডিসেম্বর, ২০১০ রাত ৯:২৪
কবি রাজ বলেছেন: Amélie : যে মুভিটি না দেখে থাকলে আপনার মুভিদর্শন ক্যারিয়ার অসম্পূর্ণ
দা নাইনথ গেট(The Ninth Gate) : আমার প্রিয় সুপারন্যাচারাল মিসটেরি থ্রিলার মুভি
মুভিপ্রেমী ব্লগারদের উপর একটি সমীক্ষা : এ পর্যন্ত নির্মিত বেস্ট হরর কোনটি?
আমার প্রিয় রোমান্টিক মুভি : সময়কাল ২০০১-২০১০
আমার প্রিয় রোমান্টিক মুভি : সময়কাল ১৯৯১-২০০০
ফিল্ম ট্যাগলাইন(Film Tagline) : শুধুমাত্র মুভিপ্রেমীদের জন্য একটি পোস্ট
ফিল্ম ট্যাগলাইন(১৯৯০ থেকে ২০০০) : শুধুমাত্র মুভিপ্রেমীদের জন্য এটি পোস্ট
২৫ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:৩৮
কাউসার রুশো বলেছেন: কবিরাজ নাকি মুভি রাজ
২১| ২৪ শে ডিসেম্বর, ২০১০ রাত ২:৪৮
২২| ২৪ শে ডিসেম্বর, ২০১০ রাত ৩:৪২
দাউদ রনি বলেছেন: এ বছরের বেশিরভাগ বাংলা মুভি সম্পর্কে
Click This Link
২৩| ২৪ শে ডিসেম্বর, ২০১০ সকাল ১০:২৮
বাবুনি সুপ্তি বলেছেন: আমার তো একটা পোস্ট আছে। কিন্তু সব এনিমেশন নিয়ে। আর সবই বাচ্চাদের।
২৪ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:২০
কাউসার রুশো বলেছেন: নো প্রবলেম দেন
২৪| ২৪ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ২:০০
বাবুনি সুপ্তি বলেছেন: আমার কিছু প্রিয় এ্যানিমেশন মুভি - বাবুনি সুপ্তি
২৫| ২৪ শে ডিসেম্বর, ২০১০ রাত ১১:০৬
কাউসার রুশো বলেছেন:
মেঘদূত ভাইয়ের মুভি সংকলন
২৬| ২৭ শে ডিসেম্বর, ২০১০ রাত ৩:১০
পুশকিন বলেছেন: আমার দেখা কিছু সিরিয়াল কিলার মুভি+দুই লাইনের শর্ট রিভিউ+ডাউনলোড লিংক
আমার দেখা কিছু বড়দের মুভি ১৮+
২৭| ২৭ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ২:৪০
টিনটিন` বলেছেন: হিন্দি মুভি "শোলে" - নির্মান এবং রিলিজের আগের ও পরের কাহিনী
আমার দেখা সেরা এভারগ্রীণ হিন্দী মুভি, "কাভি হা কাভি না"।
দ্যা কারাটে কিড-মুভি রিভিউ।
বুক অফ ব্লাড - অসাধারন একটা মুভি।
২৮| ২৭ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:০৫
তীব্র রঙিন বলেছেন: ঋত্বিকের একটা ছবি নিয়ে একটা সমালোচনা অনুবাদ করেছিলাম।
২৯| ২৭ শে ডিসেম্বর, ২০১০ রাত ১০:৪০
শেখ আমিনুল ইসলাম বলেছেন: হাসান মাহবুবঃ
১। মিউজিক্যাল সিনেমা, এবং মিউজিসিয়ানদের নিয়ে সিনেমা;কিছু প্রিয় নাম। - হাসান মাহবুব
২। কিছু শকিং মুভি। - হাসান মাহবুব
শূন্য আরণ্যকঃ
১। Click This Link
২। Click This Link
সজল শর্মা :
ঢাকাই চলচ্চিত্র (১৯৫৬-১৯৭১)
১। Click This Link
২। Click This Link
২৮ শে ডিসেম্বর, ২০১০ রাত ১২:৫৭
কাউসার রুশো বলেছেন: হাসান মাহবুবেরটা আগেই লিস্টে আছে
৩০| ২৮ শে ডিসেম্বর, ২০১০ রাত ১:৫৯
কাউসার রুশো বলেছেন: মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা: হতাশা, ক্ষোভ আর কষ্টের উপাখ্যান-মেহরাব শাহরিয়ার
"চলচ্চিত্র সমাজ পরিবর্তন করতে পারে না, কখনো করেও নি" : সত্যজিৎ রায়ের সাক্ষাৎকার-ফাহমিদুল হক
৩১| ২৮ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:৫৬
জয় সরকার বলেছেন: বিষয়ঃ চলচ্চিত্র
চলচ্চিত্রে নিও-রিয়্যালিজম এবং দ্য বাইসাইকেল থিফ (Ladri di biciclette)।
সংক্ষিপ্ত জীবনীঃ সত্যজিৎ রায়(একটি তথ্যমূলক পোষ্ট)
সত্যজিৎ হলিউডে এবং স্পিলবার্গের জোচ্চুরি!!!!!
এর মধ্যে শেষ লেখাটি অর্থাৎ সত্যজিৎ হলিউডে এবং স্পিলবার্গের জোচ্চুরি লেখাটি পুরোটাই ২২ মে ২০০৯ এর স্টার উইক এন্ড ম্যাগাজিনে ওবায়দুর রহমান কর্তৃক "Satyajit Ray and The Alien" অবলম্বনে লেখা হয়েছে।তবে তারপরেও এটা আমার অসম্ভব প্রিয় একটি পোস্ট, তাই লিঙ্ক শেয়ারের লোভ সামলাতে পারলাম না।
২৫ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:৩৯
কাউসার রুশো বলেছেন: মুভি বিষয়ক আপনার লেখাগুলো অসাধারণ। অনেক ধন্যবাদ ভাই
৩২| ২৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ৮:০৬
৩৩| ২৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ৯:১০
ফাহাদ চৌধুরী বলেছেন: Click This Link
২৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ৯:৩২
কাউসার রুশো বলেছেন: আপনেরটা আগেই চুরি করছি আমি
৩৪| ৩০ শে ডিসেম্বর, ২০১০ রাত ৮:২৯
শেখ আমিনুল ইসলাম বলেছেন: ১। একজন খান আতাউর রহমান - জয় সরকার
৩৫| ৩০ শে ডিসেম্বর, ২০১০ রাত ১১:৩৬
কাউসার রুশো বলেছেন: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাস (১৯৫৬-১৯৭১, ১৯৮৩-১৯৯৩) - সজল শর্মা
৩৬| ০১ লা জানুয়ারি, ২০১১ বিকাল ৩:১৬
বৃহস্পতি বলেছেন: লেখা দিতে কোন সমস্যা নাই কিন্তু সমস্যা হলো আমার মত আইলসা মুভি রিভিউ ই পোষ্ট করেছি কম।
২৫ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:৪১
কাউসার রুশো বলেছেন: তাড়াতাড়ি লেখা দেন
৩৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১১:২৩
শেখ আমিনুল ইসলাম বলেছেন: **মুভি রিভিউ** অ্যাপোক্যালিপ্টো: দি প্যাশন অফ দি মায়া
সেক্স অ্যান্ড দি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার - সাইফ সামির - এর **মুভি রিভিউ**
৩৮| ০৯ ই জানুয়ারি, ২০১১ ভোর ৬:৩৯
রাজিন বলেছেন: রাজিনের রিভিউ:
১.মনের মানুষ
২. Guzaarish
৩.Inception .
৪.অন্তহীন
৫. The Hurt Locker
৬. জাগো
৭. 3rd Person Singular Number 3rd Person Singular Number
৩৯| ১১ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:০৫
অ রণ্য বলেছেন: আমার সমর্থন নেই রুশো। মোটেও আমি রাজী নই। আশা করি আপনি বুঝবেন। আমার রিভিউগুলো আরও অনেক পরিবর্তন হবে, আর তা নিয়ে আমার নিজস্ব কতগুলো চিন্তা-ভাবনা আছে।
ভাল থাকুন। আশা করি এই ব্যাপারটি এখানেই শেষ হয়ে যাবে।
ধন্যবাদ।
২৫ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:৪২
কাউসার রুশো বলেছেন: ব্যথিত হইলাম
৪০| ২১ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১:৩৪
মুভি পাগল বলেছেন: হুম, আমি অবশ্য ব্যক্তিগতভাবে মুভি নিয়ে খুব বেশি একটা পোস্ট লেখিনি।
৪১| ২৩ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:৩৪
দারাশিকো বলেছেন: লো বাজেট ফিল্মমেকারদের জন্য আদর্শ হতে পারে Christopher Nolan এর সিনেমা “Following”
Click This Link
দ্য ঘোস্ট রাইটার: আন্তর্জাতিক রাজনীতির অন্তরালের গল্প (স্পয়লার অ্যালার্ট) : Click This Link
The Butterfly Effect: অতীতের সংশোধন:
Click This Link
Life In a Metro: শহুরে কাব্য :
Click This Link
Madly Bangali: প্রথম বাংলা রক মিউজিক্যাল মুভি :
Click This Link
মুভি টক: The Isle: অদম্য ভালোবাসার অসহ্য রূপ :
Click This Link
Trilogy of Death: Amores Perros
Click This Link
Trilogy of Death: 21 Gramos
Click This Link
Trilogy of Death: Babel
Click This Link
ঋতুপর্ণ ঘোষের ‘আবহমান’ কি সত্যাজিত রায়কে নিয়ে ?
Click This Link
Agora: ধর্মান্ধতা, বিজ্ঞানচর্চা আর অসম প্রেমের গল্প
http://www.darashiko.com/2010/09/agora-film/
Mathematics নিয়ে সিনেমা: A beautiful Mind & Good Will Hunting
Click This Link
Super Hero Film: Iron man
Click This Link
Super Hero Film: The Dark Knight
Click This Link
The Hurt Locker: The bomb to crush the invader’s mind-shells
Click This Link
How to Train Your Dragon
Click This Link
Animation Film: UP
Click This Link
ভগবান, বাংলাদেশী সিনেমাকে তুমি বাঁচিয়ে রেখো!
Click This Link
Oscar 2010: The Hurt Locker & The Secret in Their Eyes
http://www.darashiko.com/2010/04/oscar-2010/
Kingdom of Heaven: ক্রুসেডারদের নিয়ে রিডলি স্কট
Click This Link
The Hurt Locker: সম্রাজ্যবাদীদের বিরুদ্ধে বোমা?
Click This Link
অন্তহীন: অন্তর্জালিক ভালোবাসায় অন্তহীন অপেক্ষা
Click This Link
Avater & 2012
Click This Link
নবীজি (স) কে নিয়ে চলচ্চিত্র
Click This Link
তিব্বতে সাত বছর : ইতিহাস সংস্কৃতির পরিচায়ক
Click This Link
Seven Years in Tibet
Click This Link
Kate Winslate আর DiCaprio-র মুভি “Revolutionary Road”
Click This Link
Transformers: বর্তমানে ভবিষ্যত প্রযুক্তির মুভি
Click This Link
হলিউডে আগামী দিনের ফিল্ম ডিস্ট্রিবিউশন
Click This Link
আর দিতে ইচ্ছা করছে না
২৫ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:৩৪
কাউসার রুশো বলেছেন: চলবে কারণ আপনার বেস্টগুলো এর মাঝেই রয়েছে
৪২| ২৩ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:১২
জিসান শা ইকরাম বলেছেন:
আমার এমন কিছুই নেই
২৪ শে জানুয়ারি, ২০১১ রাত ৯:৩০
কাউসার রুশো বলেছেন: আমিনুল ভাই এবং আমি দুজনই অনুরোধ করছি।
৪৩| ২৪ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১২:১৭
শেখ আমিনুল ইসলাম বলেছেন: @ জিসান ভাই, স্কুল পালিয়ে ছোট বেলায় সিনেমা দেখার বা ভাবীকে নিয়ে প্রথম বার হলে গিয়ে সিনেমা দেখার অনুভূতিটুকো শেয়ার করে একটা লেখা দিন না প্লিজ
৪৪| ২৪ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৪৮
মাইন রানা বলেছেন: Click This Link
এটা দিলাম
২৫ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:২৩
কাউসার রুশো বলেছেন: তেলেগু-তামিল মুভি নিয়ে পোস্ট পেয়ে ভালো লাগলো।
৪৫| ২৫ শে জানুয়ারি, ২০১১ রাত ৩:৩০
শেখ আমিনুল ইসলাম বলেছেন: 'মেহেরজান' : ভুল পরিপ্রেক্ষিত ও ভুল ভালোবাসার গল্প
Click This Link
৪৬| ২৫ শে জানুয়ারি, ২০১১ রাত ৯:২৭
কাউসার রুশো বলেছেন: কিম দি দুক-সেলুলয়েডের কবি
৪৭| ২৫ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:১২
নাসের সরকার বলেছেন: সাধারনত হলে গিয়ে ছবি দেখা হয়না। একবার বিজ্ঞাপণ দেখে প্রতারিত হয়ে একখান পোস্ট দিছিলাম , মেজাজ হারানি অনুভুতি
ছবি একখান দেখলাম বাবা......খোজ- দ্য সার্চ
পোস্ট প্রিয়তে
২৫ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:১৯
কাউসার রুশো বলেছেন: ধইন্যাপাতা
৪৮| ২৫ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:১৩
স্নিগ বলেছেন: সপ্তপদী....নতুন করে পেলাম যারে
স্বর্গের শিশু
বাবাকে নিয়ে অসাধারণ এক মুভি My Father and My Son : অন্য দূরবীনে বাবা আর সন্তানের গল্প মুভি রিভিউ: রাজনীতি
The Girl with the Dragon Tattoo- মাস্ট সী সুইডিশ থ্রিলার
ব্লেড রানার----নান্দনিক এক সায়েন্স ফিকশন
২৫ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:২১
কাউসার রুশো বলেছেন: অনেক ধন্যবাদ স্নিগ ভাই
আপনি দু একদিনের মাঝে লেখা না দিলে আমি আপনার ব্লগে ঢু মারতাম
৪৯| ২৫ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:২০
নাসের সরকার বলেছেন: পোস্টটা মুছে দিয়েন । আপনারে লিঙ্ক দিয়ে পরে পইড়া দেখলা, এটা কোন জাতেরই পর্যবেক্ষন না।
২৫ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:২২
কাউসার রুশো বলেছেন: না মুছলাম না। দু:খিত
৫০| ২৫ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:২৩
স্নিগ বলেছেন: একটু ঘরের খেয়ে বনের মোষ তাড়িয়ে যাই।
অফ টপিক কমেন্ট (লিংক ছাড়া পোস্টের কমেন্ট) মুছে দিবেন বলেছিলেন।অথচ অনেকের অফ টপিক কমেন্ট এখনো পোস্টে রয়ে গিয়েছে।
সেগুলো মুছে দিলেই ভালো।না হলে, যাদের কমেন্ট মুছে ফেলেছেন তাদের সাথে ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে।
আশা করি, কথাটা অন্যভাবে নিবেন না।
ই-বুকের সাফল্য কামনা করছি।
(আমার এই কমেন্টটাও মুছে দিয়েন)
২৫ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:২৯
কাউসার রুশো বলেছেন: কমেন্ট মুছে দিয়েছিলাম। এখন আবার সব ফিরিয়ে এনেছি এবং যেসব পোস্টে কমেন্ট করিনি সেগুলোতেও কমেন্ট করছি।
৫১| ২৫ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:২৩
নাসের সরকার বলেছেন: সরি, পোস্ট হবেনা মন্তব্য হবে।
৫২| ২৫ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:২৮
ব্লগী তানীম বলেছেন: আগামী ২ দিনের মধ্যে পাঠিয়ে দিচ্ছি ...
২৫ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:৩০
কাউসার রুশো বলেছেন: ভাই তাড়াতাড়ি পাঠান
৫৩| ২৫ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:৩১
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: দিলাম লিঙ্কু-
Click This Link
২৫ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:৪০
কাউসার রুশো বলেছেন: আপনার পোস্টটি খুবই চমৎকার
৫৪| ২৬ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১:০১
শেখ আমিনুল ইসলাম বলেছেন: বাংলাদেশের চলচিত্র নিয়ে সাতকাহন - ধীবর
Click This Link
Click This Link
Click This Link
৫৫| ২৭ শে জানুয়ারি, ২০১১ রাত ৩:২৭
শেখ আমিনুল ইসলাম বলেছেন: Click This Link
আলফ্রেড হিচককঃ দ্য মাস্টার অফ সাসপেন্স।
৫৬| ২৮ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:১৮
৫৭| ২৯ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৩৯
ফাহিম ইবনে সারওয়ার বলেছেন: অনেক ধন্যবাদ আমিনুল ভাই, আমার লেখা জমা দিলামখুব ভালো লাগলো 'অপুর সংসার'
৫৮| ২৯ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৪৮
বিপ্লব হালদার বলেছেন: The Stoning of Soraya M. (2008) ছবিটি দেখে আমার অনুভূতি....
Click This Link
৫৯| ৩১ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৪১
ঘুমরাজ বলেছেন: “All Good Things”-মুভি রিভিও[হইছে নাকি জানি না]
Click This Link
New York, I Love You-মুভি রিভিউ
Click This Link
জাগো..............মুভি রিভিউ
Click This Link
জানি না কিছু হইছে নাকি
৬০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৫৭
মাগুর মাছ বলেছেন: 127 HOURS (১২৭ ঘন্টা)
আমার যেকোন লেখা আপনি নিতে পারেন।
তবে আমার মনেহয় আরও আগে জানলে ভাল লেখা লিখতে চেষ্টা করতাম। আগামিতে এমন পরিকল্পনা হলে ভাল লেখা দেবার আশা রাখি।
০২ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:০০
কাউসার রুশো বলেছেন: ধন্যবাদ মৎসবালক
৬১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:৫৭
শেখ আমিনুল ইসলাম বলেছেন: Click This Link
অস্কার ট্রিভিয়া - হাসান মাহবুব
৬২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:০৯
বিপ্লবী স্বপ্ন বলেছেন: ভাই, ৩১ শে জানুয়ারীর দিকে কিছু ব্যাস্ততায় বাকীগুলা দিতে মনে নাই, তাই দিয়ে দিলাম। পারলে দেইখেন, নাইলে বাদ দিয়েন।
৭।মুভি রিভিউঃ রান লোলা রান(১৯৯৮)
৮। মুভি রিভিউঃ দ্যা কাউন্ট অফ মন্টে ক্রিস্টো(২০০২)
৯। মুভি রিভিউঃ জুনো(২০০৭)
৬৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:৩৩
শেখ আমিনুল ইসলাম বলেছেন: রুশো ভাই, ৩৩ নং কমেন্টসের পোস্টটা নির্বাচন করলে, ৫৫ নং দরকার নেই। আশা করি, বিবেচনা করবেন
০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৪৭
কাউসার রুশো বলেছেন: জ্বি ভাই। বিষয়টা আমি আগেই দেখেছি।
৬৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:১৯
দারাশিকো বলেছেন: লো বাজেট ফিল্মমেকারদের জন্য আদর্শ হতে পারে Christopher Nolan এর সিনেমা “Following”
Life In a Metro: শহুরে কাব্য
Madly Bangali: প্রথম বাংলা রক মিউজিক্যাল মুভি
The Hurt Locker: সম্রাজ্যবাদীদের বিরুদ্ধে বোমা?
অন্তহীন: অন্তর্জালিক ভালোবাসায় অন্তহীন অপেক্ষা
Kingdom of Heaven: ক্রুসেডারদের নিয়ে রিডলি স্কট
বাছাইকৃত। লিংক উপ্রে আছে
৬৫| ০৫ ই মার্চ, ২০১১ বিকাল ৫:৫২
মুভি পাগল বলেছেন: প্রকাশিত হইছে?
০৫ ই মার্চ, ২০১১ রাত ৯:৩৪
কাউসার রুশো বলেছেন: অচিরেই হবে। সব প্রস্তুতি শেষ
৬৬| ১৮ ই মার্চ, ২০১১ রাত ১২:০৯
পাহাড়ের কান্না বলেছেন: এটা রাখলাম নিজের কাছে অনেক রিভিউ আছে।
©somewhere in net ltd.
১|
২২ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৪০
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: চতুরে আমিনুলের পোস্টে অনেকগুলো কমেন্ট দিয়েছি তাই এখানে আর দিলাম না। দেখবেন আশা করি।