নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নবিহীন মানুষ নিজের কুশপুত্তলিকা ছাড়া আর কী!

কাউসার রুশো

আমার হবে না,আমি বুঝে গেছি, আমি সত্য মূর্খ, আকাঠ! সচ্চরিত্র ফুল আমি যত বাগানের মোড়ে লিখতে যাই, দেখি আমার কলম খুলে পড়ে যায় বিষ পিঁপড়ে, বিষের পুতুল!© আমার নিজের লেখা ও তোলা ছবি, যা এই ব্লগে পোস্ট করেছি, তার সর্ব সত্ত্ব সংরক্ষিত। আমার লিখিত অনুমতি ছাড়া এসবের কিছুই কোনো মাধ্যমে পুনঃপ্রকাশ করা যাবে না। ©আমার মেইল এড্রেস [email protected]

কাউসার রুশো › বিস্তারিত পোস্টঃ

ঝটিকা সফরে লালন একাডেমি আর কবিগুরুর কুঠিবাড়িতে

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:৪৫



মজমগড় নেমে হাতঘড়িটার দিকে তাকাতেই মনটা খারাপ হয়ে গেলো। দিনের আলো নিভে আসতে মোটে এক ঘন্টা বাকি। ঢাকা থেকে সকাল সাড়ে নয়টায় বাসে চড়লেও যানজটের কারনে দেরি হয়ে গেলো খুব। এখন এই এক ঘন্টায় কাজ সারতে না পারলে কুষ্টিয়া আর ঘুরে দেখতে হবেনা। এই প্রথম নতুন কোন শহরে একদম একা আমি। এখানকার কোন আদম প্রাণীর সঙ্গে ন্যূনতম পরিচয় নেই। তাছাড়া ঠিক আগের দিনটিতে এখানে হরতাল পালিতে হয়েছে। সেই রেশ কাটেনি এখনও । আজকেও কুষ্টিয়ার কিছু কিছু জায়গায় হরতাল চলছে। কিছুটা অস্বস্তি কিছুটা আশংকা কাজ করছে মনে। তারপরও ঠিক করলাম শেষ চেষ্টা করতেই হবে। তরিঘরি করে তাই ছুট লাগালাম খাজানগরের উদ্দেশ্যে।



দু'দফা অটো পাল্টিয়ে আর বেশ খানিকটা হেঁটে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারলাম। কাজ সেরে বের হওয়ার আগেই সন্ধ্যা নেমে আসলো। আজ আর কিছু হলোনা বটে কাল সকালে ঘুম থেকে উঠে সুপারম্যান গতিতে দু-একটা জায়গা যতটুকু সম্ভব ঘুরে দেখতে হবে। তারপরই ফিরতে হবে ঢাকা।



রাতটা কাটাবার জন্য উঠলাম শহরের বড় বাজারের হোটেল

প্রীতমে। হোটলে মালিক বেশ আন্তরিক। আমাদের অফিসের অনেককেই ভালো করে চেনেন। কুষ্টিয়ায় আমাদের সবচেয়ে বড় ক্লায়েন্টের নাম বিআরবি কেবলস। আমাদের অফিস থেকে প্রায়ই লোকজন আসে এখানে। তখন সাধারণত এই হোটলেটাতেই উঠেন সবাই। ভদ্রলোকের সঙ্গে কথা বলছিলাম পরবর্তী দিনের ভ্রমণ পরিকল্পনা নিয়ে। উনি জানালেন ছেঁউড়িয়ায় লালন একাডেমিতে রাতেই ঘুরে আসতে। রাতের বেলায় সেখানে গানের আসর বসে। দিনের চেয়ে রাতেই জমজমাট থাকে বেশি। আর হোটেল প্রীতম থেকে লালন একাডেমির দূরত্ব কিলো তিনেক। আর পায় কে আমাকে! রাতেই লালনের আখড়াটা ঘুরে দেখতে পারলে কাল সকালে কিছু সময় বেশি পাওয়া যাবে। তখনই দিলাম ছুট। শীতটা কিন্তু ততক্ষণে বেশ জাকিয়ে বসেছে।



দশ মিনিটেই পৌঁছে গেলাম। দারুন একটা অনুভূতি। বহুদিন গুরুর দরবারে আসার স্বপ্ন দেখেছি । আজ সেই স্বপ্ন পূরণ হলো। পৌঁছানোর পনেরো মিনিটের মাঝেই শুরু হলো লালনের গানের আসর। আমার সনি সাইবারশট দিয়েই চলতে থাকলো ভিডিও আর ফটোসেশন। তবে রাত বলেই ছবি তুলে খুব একটা সুবিধে করতে পারলাম না।



১.

লালন একাডেমির প্রবেশদ্বার





২.





৩.

লালন শাহ্-র মাজার





৪.

লালন শাহ্-র মাজার





৫.





৬.

ছোট্ট একটা জাদুঘর আছে লালন একাডেমিতে। সেখানে ফকির লালন ও তাঁর শিষ্যদের ব্যবহৃত বেশ কিছু আসবাবপত্র ও বাদ্যযন্ত্র দর্শণার্থীদের প্রদর্শনের জন্য রাখা আছে। এই ছবিটা লালনের ব্যবহৃত দরজার।





৭.

চলছে সাধকদের গানের আসর





৮.

একাডেমির বাইরেই আছে একতারা-দোতার সহ নানা পণ্যের পসরা। দু'টো একতারা কিনে নিলাম সংগ্রহে রাখার জন্য





৯.





ঘন্টা দুয়েক ঘুরে বেড়ালাম। তারপর ফিরলাম হোটেলে। পরদিন সকালের গন্তব্য কবিগুরুর কুঠিবাড়িতে।



সকাল আটটার দিকে বেরিয়ে গেলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ির উদ্দেশ্যে। হোটেল মালিক জানালেন হোটেল থেকে বেরিয়ে মিনিট পাঁচেক হেঁটে গেলেই গড়াই নদী। গড়াই নদীর তীরে বিকেল বেলায় হাওয়া খাওয়ার শখ ছিলো খুব। গড়াইয়ের এত নিবিড়ে রাত কাটিয়েছি জানতে পেরে অবাক হয়ে গেলাম। সেই সঙ্গে আনন্দে মনটা ধেই ধেই করে নাচতে শুরু করলো।

নদীর পেরিয়ে অটো নিতে হয়। ৮-১০ কিলো রাস্তা যাওয়ার পর দেখা মিলে রবিবাবুর কুঠিবাড়ির। কিন্তু গড়াইয়ের অবস্থা দেখে মন ও মেজাজ দুটোই খুব খারাপ হয়ে গেলো। ছোট্ট একটা খাল বললে ভুল হবেনা। বেশিরভাগ অংশ ভরাট করা হয়েছে, পড়েছে চর। X( :(



নদী পার হতে সময় লাগলো মাত্র পাঁচ মিনিট। এরপর কুঠিবাড়ি যাওয়ার জন্য অটো নিলাম। পথের ধার ঘেঁষেই গড়াইকে সঙ্গী করে রবি বাবুর কাছে এগিয়ে যাচ্ছিলাম। গড়াইয়ের অবশিষ্ট যা আছে তাই দেখে নিলাম প্রাণভরে। অসম্ভব সুন্দর!



১০.



১১.



১২.



১৩.



১৪.



১৫.



১৬.





টিকিট কেটে ঢুকে পড়লাম কুঠিবাড়িতে। আমি ছাড়া আর কোন দর্শণার্থী নেই। ভেতরের জাদুঘরে ছবি তোলা নিষেধ। কুঠিবাড়ির দু'জন লোকের সঙ্গে বেশ খাতির জমিয়ে ফেল্লাম। অনুমতি নিয়েই তুলে ফেল্লাম বেশ কিছু ছবি। শেষ পর্যন্ত জাদুঘরের ভেতরেই লোকটা আমার একখানা ছবি তুলে দিলো :P



১৭.



১৮.



১৯.



২০.

কবিগুরুর ব্যবহৃত খাট



২১.

স্পিডবোটের ধ্বংসাবশেষ



২২.

সম্ভবত এটাই ছিলো কোন ফটোগ্রাফারের তোলা রবি ঠাকুরের শেষ ছবি



২৩.



২৪.

পল্টুন



২৫.

কবিগুরুর প্রিয় পদ্মা বোট



২৬.



২৭.

ঐতিহাসিক বকুল তলা। রবি ঠাকুর এখানে বসে সাহিত্যচর্চা করতেন





২৮. কাজী নজরুল ইসলামকে লেখা কবিগুরুর চিঠি





সময় স্বল্পতার কারনে মীর মশাররফ হোসেনের বাড়িটা ঘুরে দেখতে পারলাম না। আবার যাওয়ার ইচ্ছে আছে কুষ্টিয়ায়। সামনের কোন এক লালন উৎসবে।

_________________________________________________

**আমার যত ভ্রমণ ও ছবিব্লগ**

মন্তব্য ৪০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:৫২

আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন: রবীন্দ্র কুঠিবাড়িতে গিয়েছিলাম ১৯৯৫ সালে।
অনেকদিন পর কুঠিবাড়ির পোস্ট দেখে ভাল লাগল।
আবার যাওয়ার আশা আছে।

০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৮

কাউসার রুশো বলেছেন: প্রায় বিশ বছর আগে! নিশ্চয়ই অনেক কিছুই বদলে গেছে
আবার গিয়ে দেখে আসেন। পরিবর্তনটা চোখে পড়বে।

ধন্যবাদ

২| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:০১

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।

ছবিগুলো দারুন হয়েছে । এই প্রথম রবী ঠাকুরের কোন অরিজিনাল ছবি দেখলাম,এতোদিন যা দেখেছি সবই ছিল পেইন্টিং ।

++++++++++

০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৯

কাউসার রুশো বলেছেন:
বলেন কী!! রবি ঠাকুরের অরিজিনাল ছবি তো অনলাইনে অ্যাভেইলেবেল

৩| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:১০

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: সুন্দর। কবে গেলেন?

০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:৫২

কাউসার রুশো বলেছেন: ধন্যবাদ। এই তো মাস দেড়েক আগে

৪| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:১৫

নোবিতা রিফু বলেছেন: কবিগুরুর কুঠিবাড়ি গিয়ে কুলফি মালাই খেয়েছেন তো? নাইলে কিন্তু সেইরকম মিস... B-)

০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৩

কাউসার রুশো বলেছেন:
মিস কর্ছি :(

৫| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:১৮

দারাশিকো বলেছেন: যখন কুষ্টিয়ায় গেছলাম তখন ক্যাম্রা ছিল না, কুঠিবাড়ি গেছিলাম, গড়াই নদীও দেখা হইছে, লালনের আখড়ায় যাই নাই, তবে গান শুনছি কুমারখালিতে একটা একটা গানের আসরে রাত দশটার দিকে। শীতের রাত, কিচ্ছু চিনতাম না, পরিচিত কেউ ছিলও না, যার বাড়ি যাই সেও জানে না ... অদ্ভুত এক রোমাঞ্চকর অভিজ্ঞতা সেইটা।

০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৪

কাউসার রুশো বলেছেন:
এই ট্যুরটা আমার জন্যও বেশ রোমাঞ্চকর। একলা একলা এর আগে ঘুরি নাই কখনো।

৬| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:২৫

সাজিদ ঢাকা বলেছেন: তীব্র ইচ্ছা ছিল , , এবার খুলনা ট্যুর দেয়ার , , কিন্তু দেশের যা অবস্থা X( X( X(

পোষ্টে ++++++

০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৫

কাউসার রুশো বলেছেন: হুম এবার আমারো ইচ্ছা ছিলো সুন্দরবন যাওয়ার কিন্তু দেশের সার্বিক অবস্থার কথা বিবেচনা করে ঘুরাঘুরি অফ রাখছি

৭| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৪

শিবলী১২৩ বলেছেন: হায় হায়, আমি তো বি আর বি কেবলসেই আছি দুই মাস হলো। এখানে এলে আমাকে একটূ জানাতেন, হোটেলে থাকার দরকারই ছিল না।নেক্সট টাইম আবার দাওয়াত রইল।

এনিওয়ে, আমি এখনো কুষ্টিয়ার কিছুই দেহি নাইক্কা X( X( X(

০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৭

কাউসার রুশো বলেছেন:
আমি গেছিলাম জানুয়ারির শেষের দিকে। এরপর কখনও গেলে আপনার কল দিমুনে।
তড়াতাড়ি কুষ্টিয়া ঘুইরা ফালান। আপনার মত ঘুরঞ্চি দুই মাস এখানে থাকার পরও এখনও কিছুই ঘুরেন নাই দেখে অবাক হইলাম। তেব্র প্রতিবাদ জানাইলাম

৮| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:১২

হাসান মাহবুব বলেছেন: +++++

০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:৫১

কাউসার রুশো বলেছেন: ধন্যবাদ :)

৯| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:১৬

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: ছবি গুলো ভালো লাগলো। সেইসাথে আপনার বর্ণনাও :)

০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:৫২

কাউসার রুশো বলেছেন: ধন্যবাদ আপনাকে :)

১০| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:১৭

সায়েম মুন বলেছেন: কয়েক দিন আগে আমিও ঝটিকা সফরে এই দুই জায়গায় গেছিলাম।

০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:৫২

কাউসার রুশো বলেছেন: তাই?? :)

১১| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৮:১৫

ফারজুল আরেফিন বলেছেন: আমি তো গতকাল ঘুরে আসলাম। :)

অনেক ছবি তুলেছি, কিছু দিন পর পোস্ট করবো।

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:১৬

কাউসার রুশো বলেছেন: আপনার পোস্টের অপেক্ষায় থাকলাম

১২| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৮:৫১

মোঃমোজাম হক বলেছেন: ঝটিকা মিছিল-ঝটিকা আক্রমন শুনতে শুনতে যখন ভীত হচ্ছিলাম তখন আপনার ঝটিকা সফর দেখে আনন্দিতই হলাম।
মনে হলো আমি নিজেই ঘুড়ে বেড়ালাম।

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:১৭

কাউসার রুশো বলেছেন: ধন্যবাদ ভাই :)

১৩| ০৪ ঠা মার্চ, ২০১৩ ভোর ৫:৫৩

অপূর্ণ রায়হান বলেছেন: ছবিগুলো অনেক সুন্দর হয়েছে +++++++++

০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ১০:৪৭

কাউসার রুশো বলেছেন: অনেক ধন্যবাদ ভাই :)

১৪| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:১৭

জাকারিয়া মুবিন বলেছেন: ভার্চুয়ালি ঘুরিয়ে আনার জন্যে অনেক ধন্যবাদ।

০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৩:২৩

কাউসার রুশো বলেছেন: আপনাকেও ধন্যবাদ :)

১৫| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:২২

স্নিগ বলেছেন: বাহঃ! অনেক সুন্দর জায়গা!!
কুষ্টিয়াটা যাবো যাবো করেও যাওয়া হচ্ছে না।অলস মাণুষদের ভ্রমণপিপাসা ঘোড়ারোগেরই শামিল :-B

ছবিগুলো ভালো হয়েছে, রুশো ভায়া।তবে লালনের মাজারের ছবি দিনে আরও সুন্দর আসে।বাই দ্য ওয়ে আপনার লেখাটা খুব ভাল লাগলো।ভ্রমণ পোস্ট এতো প্রাণবন্ত করে লিখলে তো মুশকিল।পড়ার সাথে সাথে ছুট লাগাতে ইচ্ছে করে 8-|

আরো ঘুরুন, আর লিখুন+++

০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৫

কাউসার রুশো বলেছেন:
ইয়া মাবুদ!!!!!!!!!!!! B:-)
গরীবের ঘরে ডাইনোসর!!আমারে খাইয়া যাইবো নাতো?? :P
ভাই শরম দেন কেন?? কিছুই তো লিখি নাই। হুদা ছবি

দিনের বেলায় তো লালনের মাজারে যাইতে পারলাম না ছবি দিমু কেম্নে?? :(

১৬| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪৬

কালা মনের ধলা মানুষ বলেছেন: আপনার এই ট্যুর টাকে বলা যায় শৈল্পিক এডভেঞ্চার।

০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:২১

কাউসার রুশো বলেছেন: কয় কী??

১৭| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪৭

কালা মনের ধলা মানুষ বলেছেন: অফ টপিকে একটা প্রশ্ন করি রুশো ভাই, এক মুঠো চলচ্ছবি কি প্রকাশিত হয়েছিল? আপনি লেখা চেয়ে পোস্ট দিয়েছিলেন, বই মেলায় বের হবার কথা ছিল।

০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৩

কাউসার রুশো বলেছেন:
একটা ব্যাপার ক্লিয়ার করি। আমরা ইবুক করার কথা বলেছিলাম কোন বই মেলায় প্রকাশের কথা বলিনি

ইবুকের কাজ শেষ। অনিবার্য কারণবশত ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়নি। ইনশাল্লাহ মার্চের মাঝামাঝি প্রকাশিত হবে

১৮| ০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

মশামামা বলেছেন: মজার একটা গল্প শোনাই - দেখেন কি চমকপ্রদ কাহিনী। নিজে পাত্তা না পাইয়া দু'জন ব্লগারের প্রেমের কবিতা আদান-প্রদানকে কেন্দ্র করিয়া একজন জনপ্রিয় ব্লগার জ্ঞান-বুদ্ধি হারাইয়া কিভাবে তার চক্ষুশূলদ্বয়কে গালিগালাজ করিয়া ব্লগ থেকে বিতাড়িত করিতে পারেন।

এখানে দেখেন - শায়মার ন্যাকা কাহিনী:
Click This Link

দুইদিন হইতে বিরাট গবেষণা করিয়া আমি ইহা আবিষ্কার করিয়া ফেলিলাম। তবে, নীলঞ্জন বা সান্তনু একটা গাধা। দিবাকে আমার ভালোই লাগতো। যাইহোক, উচিত ফল পাইয়াছে। তবে, শায়মা ও যে এক বিশাল মক্ষীরাণী এ ব্যাপারেও কোন সন্দেহ নাই।

০৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৯

কাউসার রুশো বলেছেন: সরি। নট ইন্টারেস্টেড

১৯| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২১

এবং ব্রুটাস বলেছেন: সিনেমার খোজেঁ এসেছিলাম, ইদানিং মনে হচ্ছে সিনেমা পোস্ট কম আসছে ব্লগে! নাকি আমিই অনিয়মিত?

তবে এই পোস্টও অসাধারণ লাগলো।

১৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

কাউসার রুশো বলেছেন: হুম আমারো তাই মনে হয়। ইদানিং সিনেমা নিয়ে ব্লগে কম পোস্ট আসছে। :(

সিনেমাবিষয়ক পোস্ট নিয়মিত পড়তে চাইলে সামু ব্লগের সিনেমাখোর গ্রুপটাতে যুক্ত হোন। ধন্যবাদ

২০| ২১ শে মে, ২০১৩ বিকাল ৫:৪৭

প্রত্যাবর্তন@ বলেছেন: +

২১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১০

কাউসার রুশো বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.