নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নবিহীন মানুষ নিজের কুশপুত্তলিকা ছাড়া আর কী!

কাউসার রুশো

আমার হবে না,আমি বুঝে গেছি, আমি সত্য মূর্খ, আকাঠ! সচ্চরিত্র ফুল আমি যত বাগানের মোড়ে লিখতে যাই, দেখি আমার কলম খুলে পড়ে যায় বিষ পিঁপড়ে, বিষের পুতুল!© আমার নিজের লেখা ও তোলা ছবি, যা এই ব্লগে পোস্ট করেছি, তার সর্ব সত্ত্ব সংরক্ষিত। আমার লিখিত অনুমতি ছাড়া এসবের কিছুই কোনো মাধ্যমে পুনঃপ্রকাশ করা যাবে না। ©আমার মেইল এড্রেস [email protected]

কাউসার রুশো › বিস্তারিত পোস্টঃ

ক্রিস্টোফ ওয়াল্টজ-এক সেরা নাম

২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩০





ব্যাপারটা এখন মোটামুটি নিয়ম হয়ে দাঁড়িয়েছে। কোয়েন্টিন টারান্টিনো ছবি বানাবেন, সেই ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন ক্রিস্টোফ ওয়াল্টজ নামের এক অস্ট্রিয়ান ভদ্রলোক। আর বছর শেষে তিনি বাড়ি ফিরবেন বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কার নিয়ে। টারান্টিনোর পরপর দুটি ছবিতে 'ইনগ্লোরিয়াস বাস্টার্ডস' (২০০৯) আর 'জ্যাঙ্গো আনচেইন্ড' (২০১২) অভিনয় করে পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতার অস্কার পুরস্কার জিতে নিয়ে তিনি সেটাই প্রমাণ করলেন। টারান্টিনো-ওয়াল্টজ জুটি ভবিষ্যতে আর কী চমক দেখাবেন, এটাই এখন সবচেয়ে আলোচ্য বিষয়!



কোয়েন্টিন টারান্টিনো আর ক্রিস্টোফ ওয়াল্টজ



চলচ্চিত্রে অসাধারণ অভিব্যক্তি আর অতিমানবীয় অভিনয়_ এই দুইয়ে মিলে ক্রিস্টোফ ওয়াল্টজ (Christoph Waltz ) এ মুহূর্তে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেতার নাম। পার্শ্ব চরিত্রে অভিনয় করেও তিনি প্রতি মুহূর্তে ম্লান করে দিচ্ছেন মূল ভূমিকায় অভিনয় করা অনেক খ্যাতনামা অভিনেতার কীর্তিও। তাই সবাইকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে যে তিনি থাকবেন এটাই স্বাভাবিক। ক্রিস্টোফের অভিনয় মানেই প্রতি মুহূর্তে চমক থাকবে। তার হাঁটা-চলা ,তাকানো, বাচনভঙ্গি, এমনকি চায়ের পেয়ালায় চুমুক দেয়া সবকিছুতেই এতটা সাবলীলতা আর চমক থাকে যে দর্শক মন্ত্রমুগ্ধ হতে বাধ্য। তার অভিনীত চরিত্রগুলোও যেমন ভিন্নধর্মী, তেমনি তার শক্তিশালী অভিনয়ের গুণেই চরিত্রগুলো আরো ব্যতিক্রমধর্মী আর দুর্দান্ত হয়ে উঠে। আগাগোড়া পেশাদার অভিনেতা ক্রিস্টোফের নিজের মুখেই শুনুন অভিনয় নিয়ে তার ভাবনার কথা, 'অভিনেতা হওয়াটা বাবা হওয়ার মতোই। কোনোটাই হওয়াটা খুব কঠিন নয়। কিন্তু এটাকে জীবন হিসেবে নেওয়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।'





ইনগ্লোরিয়াস বাস্টার্ডস ছবিতে ক্রিস্টোফ ওয়াল্টজ



ক্রিস্টোফের জন্ম অস্ট্রিয়ার ভিয়েনায়, ১৯৫৬ সালে। বাবা জার্মান আর মা অস্ট্রিয়ান। ক্রিস্টোফের রক্তেই বইছে অভিনয়। তার বাবার দিককার আত্মীয়স্বজন বেশিরভাগই কোনো না কোনোভাবে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। ক্রিস্টোফও তাই পূর্বপুরুষ আর পরিবারের পথেই হেঁটেছেন। অভিনয়ের হাতেখড়ি হয়েছিল ভিয়েনার একটি ফিল্ম স্কুলে। এরপর তিনি নিউইয়র্কের লি স্ট্রাসবার্গ থিয়েটার অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউটে যোগ দেন। অভিনেতা হিসেবে সর্বপ্রথম তার অভিষেক ঘটে মঞ্চ আর টেলিভিশনে। ১৯৭৭ সালে টিভির জন্য নির্মিত চলচ্চিত্রে কাজ করেন। তারপরই ধীরে ধীরে রূপালি পর্দায় তার আগমন ঘটে। একশ'রও বেশি ছবিতে অভিনয় করলেও হলিউডের দরজা তার জন্য উন্মুক্ত হয় বছর পাঁচেক আগে। ডাকসাইটে নির্মাতা কোয়েন্টিন টারান্টিনোর হাত ধরে, ২০০৯ সালে। 'ইনগ্লোরিয়াস বাস্টার্ডস' ছবিতে হান্স লান্ডা ওরফে দি জ্যু হান্টার নামক ভয়ঙ্কর নিষ্ঠুর এক এসএস অফিসারের ভূমিকায় তিনি দেখালেন অবিশ্বাস্য, অতিমানবীয় অভিনয়! ব্যস! কান চলচ্চিত্র উৎসবে পেয়ে গেলেন শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার। এরপর একে একে সবাইকে মন্ত্রমুগ্ধ করে অস্কার, বাফটা, গোল্ডেন গ্লোবসহ সব পুরস্কার তার ঘরে তুললেন। ওই বছরটি ক্রিস্টফের প্রভাবে কেউ টিকতেই পারল না! চরিত্রটি রূপায়ণে তিনি এতটাই দ্যুতি ছড়িয়েছেন যে, খোদ টারান্টিনোই স্বীকার করেছেন ক্রিস্টোফকে না পেলে হয়তো তিনি 'ইনগ্লোরিয়াস বাস্টার্ডস' বানাতেনই না! টারান্টিনোর আস্থার প্রতিদান দিয়ে এবারও তিনি ছিনিয়ে আনলেন আরেকটি অস্কার। এবার অভিনয় করলেন ড. কিং শ্যুলজ নামক বাউন্টি হান্টারের ভূমিকায়। হারিয়ে দিলেন রবার্ট ডি নিরো, টমি লি জোন্স, ফিলিপ সিম্যুর হফম্যানের মতো বাঘা বাঘা অভিনেতাদের। তাই টারান্টিনোর সঙ্গে ওয়াল্টজের সম্পর্কটা মধুর। প্রিমিয়ার সাময়িকী তাকে জিজ্ঞেস করেছিল টারান্টিনোর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন? তিনি উত্তর দেন, 'তার সঙ্গে কাজ করে আমি একটা বিষয় খুব ভালো ভাবে উপলব্ধি করেছি। কেউ যদি তার কর্মপরিধি আর সাফল্যের সীমা একটি নির্দিষ্ট গন্ডির মধ্যে রাখতে পেরেই সুখী অনুভব করে, সে কখনও তার মেধা ও প্রতিভার পূর্ণ বিকাশ ঘটাতে সক্ষম হবেনা। টারান্টিনো এমন একজন ব্যক্তি, যার সঙ্গে কাজ করলে কল্পনার রঙ অনেক দূর পর্যন্ত পাখা মেলতে শুরু করবে, যা কেউ কখনও চিন্তাও করতে পারে না।'



জ্যাঙ্গো আনচেইন্ড ছবিতে ক্রিস্টোফ ওয়াল্টজ



সবার দৃষ্টিই এখন ক্রিস্টোফের দিকে নিবদ্ধ। মেধাবী সব চলচ্চিত্র নির্মাতারাই চাইছেন ক্রিস্টোফের সঙ্গে কাজ করতে। এরই মাঝে আরেক কিংবদন্তী চলচ্চিত্র নির্মাতা রোমান পোলানস্কির ( কারনেজ, ২০১১ ) ছবিতে কাজ করেছেন এই গুণী অভিনেতা। সামনে আছে আরো দারুন সব ছবিতে কাজ করার সুযোগ। নিজ ভিটে মাটির পাশাপাশি হলিউডেও তিনি তার আসন পাকাপোক্ত করতে চাইছেন। অচিরেই তার সাফল্যে আরো একটি নতুন পালক যুক্ত হতে যাচ্ছে । সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভের ভূমিকায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি! সময়টা এখন ক্রিস্টোফ ওয়াল্টজেরই।



(২১ মার্চ ২০১৩ দৈনিক সমকালের সাপ্তাহিক বিনোদন পাতা 'নন্দন'-এ ঈষৎ সংক্ষেপিত আকারে প্রকাশিত)

___________________________________________________

***চলচ্চিত্র বিষয়ক আমার যত পোস্ট***

মন্তব্য ৬৪ টি রেটিং +২১/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪০

হাসান মাহবুব বলেছেন: চরম অভিনেতা। ইনগ্লোরিয়াস বাস্টার্ডস এ তার অভিনয় দেইখা মুগ্ধ হইসি। জাঙ্গো এখনও দেখা হয়নাই। আজকেই হয়তোবা দেখতে পারি।

২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৬

কাউসার রুশো বলেছেন: দেইখা ফালান তাড়াতাড়ি

২| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৭

মোঃমোজাম হক বলেছেন: অনেক ধন্যবাদ ইনগ্লোরিয়াস বাস্টার্ডস দেখেছি অন্যটা এখনো দেখিনি।
তবে তার সম্পর্কে অনেক কিছু এই পোষ্টে জানা গেল।

২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০২

কাউসার রুশো বলেছেন: আপনাকেও ধন্যবাদ পড়ার জন্য

৩| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০০

নাফিজ মুনতাসির বলেছেন: ইনগ্লোরিয়াস বাস্টার্ডস এ ভয়াবহ টাইপের অভিনয় করছে........যে কারো মনের মাঝে ভয় ঢুকাতে বাধ্য..........

আর জাঙ্গো এর ব্লুরে এর জন্য ওয়েটাইতেছি :(

২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৪

কাউসার রুশো বলেছেন:
সত্যিই ভয়ংকর অভিনয়!!!
আমি ব্লুরে-এর জন্য ওয়েট করতে পারি নাই। দেইখা ফেলছি :)
ডি ক্যাপ্রিও আর ওয়াল্টজ পুরাই কোপাইছে

৪| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৪

কালো পতাকার খোঁজে বলেছেন: বেশী বস। ইনগ্লোরিয়াস বাস্টার্ডস দেইখাই উনার পাংখা হয়ে গেছি। জ্যাংগোতে ও বস চরম কাজ করছেন। কাল দেখলাম থ্রী মাস্কেটিয়ারস, ওইটাতে ও ফাটাইলাইছেন।

২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৮

কাউসার রুশো বলেছেন: থ্রী মাস্কেটিয়ারস দেখি নাই

৫| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৬

দারাশিকো বলেছেন: গুড পোস্ট :)

২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৭

কাউসার রুশো বলেছেন: ধন্যবাদ

৬| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২০

কালোপরী বলেছেন: নাইস পোস্ট :)

২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪০

কাউসার রুশো বলেছেন: ধন্যবাদ

৭| ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

জাকারিয়া মুবিন বলেছেন:
দেখিনাই, :(

২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪০

কাউসার রুশো বলেছেন: কোনটা দেখেন নাই??

৮| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:০০

সাকিব বাপি বলেছেন: শুধু এই লোকের নাম ডাক শুনে ইনগ্লোরিয়াস বাস্টার্ডস এর সিঙ্গেল ডিভিডি কিনেছিলাম। মুভি দেখে বুঝেছিলাম যে ডিভিডি কেনাটা ষোলো আনা উশুল হয়েছে। বস অভিনেতা।
জ্যাংগো এখনো হাতে আসেনি। দেখার জন্য মুখিয়ে আছি। মোটামুটি নিশ্চিত যে ট্যারেন্টিনো - ওয়াল্টজ জুটি হতাশ করবে না এবারো।

প্রিয় অভিনেতাকে নিয়ে চমৎকার পোস্টে ++++++++++++

২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪০

কাউসার রুশো বলেছেন: জ্যাংগো দেইখা ফেলছি :) :)

৯| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৫

বোকামন বলেছেন: থ্রী মাস্কেটিয়ারস মুভিটা মোটামুটি ....
তবে ওনার অভিনয় দুর্দান্ত হয়েছে ....

পোস্টে কৃতজ্ঞতা

২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪১

কাউসার রুশো বলেছেন: হুম..নেট ঘেটে যা বুঝলাম থ্রী মাস্কেটিয়ারস খুব একটা ভালো মানের মুভি হওয়ার কথা না।

১০| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৭

রেজোওয়ানা বলেছেন: ইনি আপাদমস্তক একজন খাঁটি অভিনেতা!

পোস্টও খাটি মানের হয়েছে.....

২২ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৮

কাউসার রুশো বলেছেন: ধন্যবাদ :)

১১| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৫

নব্য স্বৈরাচার বলেছেন: ইনগ্লোরিয়াস বাস্টার্ডস এর চেয়ে জ্যাঙ্গোতে এই লোক মুল চরিত্রে অভিনয়কারী জ্যামি ফক্সকেও ছাড়িয়ে গেছে। হ্যাটস অফ। :)

২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৫

কাউসার রুশো বলেছেন: জ্যামি ফক্স পাত্তাই পায় নাই

১২| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৩

পুশকিন বলেছেন: জাঙ্গো তে তাঁকে দেখে আমি অভিভূত।অসাধারণ লেগেছে।আপনার লেখনীতে ঈর্ষা ই বোধ করি ,মুভি নিয়ে চমৎকার লেখনী আপনার।সর্বদা শুভ কামনা মেট।।।

২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৫

কাউসার রুশো বলেছেন: ধন্যবাদ মেট

১৩| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৮

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: 'ইনগ্লোরিয়াস বাস্টার্ডস' এ তার অভিনয় দেখে আঁতকে উঠেছিলাম। জ্যাঙ্গো তেও বস একেবারে চরম!

দারুন পোস্টে ++++++++++

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৮

কাউসার রুশো বলেছেন: ধন্যবাদ :)

১৪| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩৮

ডেজা-ভু বলেছেন: বস।

এতোদিন যে কোথায় ছিলো?!!

২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪২

কাউসার রুশো বলেছেন: সেটাই। বড় দেরিতে এই লোকের সন্ধান পাওয়া গেলো
একটা মাল পুরা :D

১৫| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩২

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: জ্যাংগো আনচেইন্ড দেখলাম। ক্রিস্টফ আসলেই বম্ব। ইংগ্লোরিয়াসটার মতন একটা ওভাররেটেড মুভি একমাত্র তার কারণেই আমি ঘৃণা করতে পারতেসিনা।

২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১০

কাউসার রুশো বলেছেন:
ইনগ্লোরিয়াসটা আমারো তত ভাল্লাগে নাই।
কিন্তু ক্রিস্টোফ রক্স!!:)

১৬| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪০

মাহমুদা সোনিয়া বলেছেন: সুন্দর লিখেছ। পোষ্টে + :)
ইনগ্লোরিয়াস বাস্টার্ডস -এ তার অভিনয় মন্ত্রমুগ্ধের মতো দেখেছি। এক কথায় অসাধারণ!!

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৭

কাউসার রুশো বলেছেন: চমকে ঠাসা তার অভিনয়। অনবদ্য
ধন্যবাদ

১৭| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৩:১৫

বাংলাদেশী দালাল বলেছেন: ঠিকই বলেছেন উনার খাওয়ার দৃশ্য গুলও অসাধারণ ।

২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৯

কাউসার রুশো বলেছেন: আবার জিগস!
এই পাবলিক এত দেরিতে যে কেন আসলো!! :(

১৮| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:১০

কোডনেম ৬৬৬ বলেছেন: django এর brrip আসে না কেন? :|

২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৯

কাউসার রুশো বলেছেন: ডিভিডিরিপটাই দেখেন। অনেক ভালো কোয়ালিটি

১৯| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪২

আরজু পনি বলেছেন:

সামুর সিনেমা পোস্টগুলোই ভরসা আমার মতো কুয়োর ব্যাঙ-এর জন্যে!

লেখায় অনেক ভালো লাগা রইল রুশো!

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৩

কাউসার রুশো বলেছেন: ধন্যবাদ

২০| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১:২৮

মামুন রশিদ বলেছেন: লেখায় প্লাস++++++++

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৩

কাউসার রুশো বলেছেন: ধন্যবাদ

২১| ২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৩

মুনতা বলেছেন: জাংগো দেখা দরকার।
পোস্টে ++++

২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৪

কাউসার রুশো বলেছেন: জ্যাংগো তাড়তাড়ি দেখা দরকার

২২| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: জটিল এক অভিনেতা - তার অভিনয় ভাল লাগে - আপনেও তারে নিয়া অনেক ডিটেইলস লিখছেন - ভাল লাগছে

৩১ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৩

কাউসার রুশো বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই :)

২৩| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৯

টিনটিন` বলেছেন: ইবুকের কি খবর আর ঐ পোষ্টে কমেন্ট বন্ধ কেন? B:-)

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৮:৩১

কাউসার রুশো বলেছেন: ইবুকের লেখা জমা দেয়ার সময় শেষ তাই কমেন্ট বন্ধ রাখা হয়েছে। ইনশাল্লাহ পহেলা বৈশাখে আসছে :)

২৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ ভোর ৫:৫৯

সুখ নাইরে পাগল বলেছেন: শক্তিমান অভিনেতা
উনার কন্ঠস্বরটা চুম্বকের মত দর্শকের সম্পূর্ণ মনোযোগ টেনে নেয়।
ভাল লাগল

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:২৮

কাউসার রুশো বলেছেন: সত্যিই তাই :)

২৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ ভোর ৬:১৯

ওবায়েদুল আকবর বলেছেন: ডি ক্যাপ্রিয়, স্যামুয়েল এল জ্যাকসন আর ক্রিস্টোফ তিনজনই ফাটাফাটি অভিনয় করছে জ্যাঙ্গো তে।

দ্যাট নিগার অসাম।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:২৮

কাউসার রুশো বলেছেন: ফাটাফাটি!! :)

২৬| ১২ ই মে, ২০১৩ বিকাল ৫:৫৭

শেখ আমিনুল ইসলাম বলেছেন: জ্যাঙ্গো'র পুরোটা জুড়েই তার অসাধারণ অভিনয়ের দ্যুতিতে মুগ্ধ হয়েছি, তবে শেষের দিকে এসে ক্যাপ্রিওর কাছে কিছুটা ম্লান মনে হয়েছে, হয়ত এই অনুভূতি একান্তই আমার। শুভেচ্ছা রুশো ভাই :)

১৬ ই মে, ২০১৩ দুপুর ২:২২

কাউসার রুশো বলেছেন:
বহুদিন পর আপনার খোঁজ পাওয়া গেলো। ফোন ধরেন না কেন ভাই?? :(

২৭| ১৭ ই মে, ২০১৩ দুপুর ২:১৯

আমিনুর রহমান বলেছেন:

ভয়াবহ রকমের অসাধারন অভিনেতা।
চমৎকার পোষ্ট।

২০ শে মে, ২০১৩ সকাল ১১:৪২

কাউসার রুশো বলেছেন: ভয়াবহ রকমের অসাধারন অভিনেতা।
ঠিক :)

২৮| ২১ শে মে, ২০১৩ বিকাল ৫:৪৬

প্রত্যাবর্তন@ বলেছেন: নাইস পোস্ট

২১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১১

কাউসার রুশো বলেছেন: ধন্যবাদ

২৯| ২৮ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

শাহেদ খান বলেছেন: নিজের অভিজ্ঞতা বলি, ক'দিন আগে 'জ্যাঙ্গো আনচেইনড' দেখছিলাম। যতক্ষণ ওয়াল্টয পর্দায় ছিলেন - মনে হচ্ছিল ক্লাসিক একটা মুভি দেখছি ! ওয়াল্টয মারা যাওয়ার পর থেকে বাকিটা একদম সাদামাটা একটা অর্ডিনারী মুভি মনে হচ্ছিল... এই মুভিতে দেখার মত মনে হয়েছে শুধু তার অভিনয়টুকুই !

ভাল লাগার একজন অভিনেতাকে নিয়ে সুন্দর একটা পোস্ট। অনেক ভাল লাগল, রুশো।

আর বলো, কেমন আছো?

৩১ শে মে, ২০১৩ বিকাল ৩:৩৬

কাউসার রুশো বলেছেন: তার অভিনয় সত্যিই দর্শককে সম্মোহন করে রাখে।
এই তো চলছে। আপনার কী খবর?

৩০| ১০ ই জুন, ২০১৩ রাত ১:২১

আব্দুল্লাহ আল নোমান বলেছেন: শাহেদ খান বলেছেন:নিজের অভিজ্ঞতা বলি, ক'দিন আগে 'জ্যাঙ্গো আনচেইনড' দেখছিলাম। যতক্ষণ ওয়াল্টয পর্দায় ছিলেন - মনে হচ্ছিল ক্লাসিক একটা মুভি দেখছি ! ওয়াল্টয মারা যাওয়ার পর থেকে বাকিটা একদম সাদামাটা একটা অর্ডিনারী মুভি মনে হচ্ছিল... এই মুভিতে দেখার মত মনে হয়েছে শুধু তার অভিনয়টুকুই !

.......একেবারে খাসা বলেছেন!!!!! মুভিতে তাকে দেখছিলাম আর অস্কারে তাকে পুরস্কার হাতে কল্পনা করছিলাম.......ওমা পরে দেখি আসলেই অস্কার পাইসে.......তখন মনে হইলো নাহ্ ...অস্কার জুরি প্যানেলে আমারে রাখলো না কেন??? X( X( =p~ =p~

এ বছর লিংকন না থাকলে নিশ্চিত তারে আমি আমার নিজের অস্কারটা দিয়া দিতাম (বাস্তবের লিংকন আর মুভির লিংকন দুইজনই সমান প্রিয়)!!

আর ইনগ্লোরিয়াস বাস্টার্ড-এ তার অভিনয়ের কথা কি বলবো....চরিত্রটা এমনভাবে ফুটিয়ে তুলছে......যা কেবল তার পক্ষেই সম্ভব (তিনি জার্মান না হলেও বোধহয় তা করতে পারতেন).....মনে হচ্ছিলো কমান্ডো স্ট্রাইক ফোর্স গেমসের মধ্যে আছি) যাই হোক অনেক কথা বললাম!!!

১০ ই জুন, ২০১৩ রাত ২:১৯

কাউসার রুশো বলেছেন: আপনার বিস্তারিত কমেন্ট ভালো লাগলো। ক্রিস্টোফ ওয়াল্টজ লোকটাকে নিয়ে মুগ্ধতার শেষ নেই। তবে বড় দেরী করে আবির্ভূত হলেন, আফসোস থেকে যাবে

৩১| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩৮

গরম কফি বলেছেন: ইনগ্লোরিয়াস বাস্টার্ডস দেখেছি ওয়াল্টজ অসাধারন দেখিয়েছেন ।

১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:১৫

কাউসার রুশো বলেছেন: জ্যাঙ্গো আনচেইনড দেখেন। এইটাতেও ফাটাইছে

৩২| ২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩২

নিঃসঙ্গ নির্বাসন বলেছেন: তার দেখা প্রথম মুভি কার্নেজ। খুবই মজার ছিল মুভিটা। ইনগ্লোরিয়াস বাস্টার্ডসে তো ভয়ানক ছিল তার অভিনয়। তারপর এলো জ্যাঙ্গো।

#রেস্পেক্ট। :)

২৪ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

কাউসার রুশো বলেছেন: রেসপেক্ট!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.