![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হবে না,আমি বুঝে গেছি, আমি সত্য মূর্খ, আকাঠ! সচ্চরিত্র ফুল আমি যত বাগানের মোড়ে লিখতে যাই, দেখি আমার কলম খুলে পড়ে যায় বিষ পিঁপড়ে, বিষের পুতুল!© আমার নিজের লেখা ও তোলা ছবি, যা এই ব্লগে পোস্ট করেছি, তার সর্ব সত্ত্ব সংরক্ষিত। আমার লিখিত অনুমতি ছাড়া এসবের কিছুই কোনো মাধ্যমে পুনঃপ্রকাশ করা যাবে না। ©আমার মেইল এড্রেস [email protected]
অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয়না। বেশ কয়েকবার প্ল্যান করেও যাওয়া হচ্ছিলোনা বন্ধুদের ব্যস্ততার কারনে। বরাবররে মতই অনেক ঝামেলা পোহাতে হল। তবে গিয়ে সবার শিডিউল মিললো এক সঙ্গে। আর আমরা তৃতীয়বারের মত ঘুরে এলাম একটি কুঁড়ি আর দুটি পাতার দেশ সিলেট। এবার শহরের কোলাহল ছেড়ে একটু নিরিবিলিতে কটা দিন দিন বিশ্রাম নিতে চেয়েছিলাম। তাই এবারের ঘুরাঘুরিটা ছিল বেশ আয়েশি।
শ্রীমঙ্গলের আমতলী রিসোর্টে ছিলাম দু'রাত। চা বাগানের ভেতরে চমৎকার থাকার জায়গা। খাওয়া-দাওয়ার আয়োজনও বেশ ভালো। দু'দিন কাটিয়ে গেলাম সিলেটে। জাফলং আর দেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট রাতারগুল। জলাবনে কোমর ডুবিয়ে দাঁড়িয়ে থাকা সারি সারি গাছের বিশাল এক ঘন জঙ্গল এই রাতারগুল। বনের ভেতরটাতে সূর্যের আলো গাছের পাতা ভেদ করে প্রবেশ করতে পারেনা। আমাদের নৌকা যখন হিজল গাছগুলো পাশ কাটিয়ে এগিয়ে যাচ্ছিল তখন টিভিতে দেখা আমাজনের কথা মনে পড়ছিল খুব। গা ছমছম করা রোমাঞ্চকর পরিবেশ। কিন্তু সৌন্দর্যে অতুলনীয়।
এরপরের গন্তব্য ছিল জাফলং। বৃষ্টি সঙ্গী করেই জাফলং পৌঁছালাম। কাকতালীয় ব্যাপার যতবারই সিলেটে গিয়েছি প্রতিবারই বৃষ্টির খপ্পরে পড়তে হয়েছে। তাই সিলেট-বৃষ্টি-আর আমাদের মাঝে বেশ ভালো সখ্য গড়ে উঠেছে। আর বৃষ্টিস্নাত সিলেটের রূপ কতটা মোহনীয় তা যারা সিলেটে থাকেন বা সিলেটে গিয়েছেন তারা নিশ্চয়ই জানেন।
আর কথা বাড়াবো না। ছবি দেখুন।
আমতলী রিসোর্ট
১.
২.
৩.
আমতলী চা বাগান
৪.
৫.
৬.
৭.
৮.
৯.
১০.
আমতলী চা ফ্যাক্টরি
১১.
আমতলী রাবার বাগান
১২.
১৩.
রাতারগুল
১৪.
১৫.
১৬.
১৭.
১৮.
১৯.
২০.
জাফলং
২১.
২২.
খাসিয়া পল্লী
২৩.
আমতলী রিসোর্টে যেতে যোগাযোগ করুন:
মুবির মাহমুদ চৌধুরী: ০১৭১৩১৭৭৭৬৬, ০১৭১১৫০৫৩২২
এই রিসোর্টে দু'টি ইউনিট আছে। বড় ইউনিটের ভাড়া প্রতি রাত ৪৫০০ টাকা। বৃহস্পতিবার আর শুক্রবার রাত হলে ৫৫০০ টাকা। এপ্রিল-সেপ্টেম্বর এই ভাড়ায় থাকা যাবে। এই ইউনিটে ৮ জন থাকা যাবে। অক্টোবর-মার্চ এই সময়টাতে ভাড়া আরো বেশি হয়। ছোট ইউনিটের ভাড়া আরো কম। ৪-৫ জন থাকা যায়।
রিসোর্টের আশপাশে খাবারের দোকান নেই। তাই এখঅনেই খাওয়া দাওয়া সারতে হবে। ওদের নিজস্ব কিছু মেনু আছে। খাবার আগে থেকে অর্ডার দিয়ে রাখতে হবে। পর্যাপ্ত পরিমানের খাবার, স্বাদও দারুন। বারবিকিউ এর ব্যবস্থা আছে। রেসোর্টটি শীতাতপ নিয়ন্ত্রিত এবং টেলিভিশন আছে। তবে টাটা স্কাইয়ের সংযোগ থাকায় কিছু ভারতীয় চ্যানেল ছাড়া আর কিছু দেখা যায়না। ফুটানো পানি বা ফিল্টার পানির ব্যবস্থা নেই। মিনারেল ওয়াটার দিয়ে কাজ চালাতে হবে। ওরাই ব্যবস্থা করে দিবে। ওদের আথিতেয়তা খুব ভালো। বাবুর্চি, কেয়ারটেকার, সিকিউরিটি গার্ড সবাই বেশ আন্তরিক।সব মিলিয়ে বেশ চমৎকার রিসোর্ট।
__________________________________________________
***আমার যত ভ্রমণ ও ছবিব্লগ***
সিলেট-মৌলভীবাজার-শ্রীমঙ্গল
একটি কুঁড়ি আর দুটি পাতার দেশে: প্রথম পর্ব (মৌলভীবাজার)
একটি কুঁড়ি আর দুটি পাতার দেশে: শেষ পর্ব (সিলেট)
মাধবপুরে বন, পাহাড় আর হ্রদের মিলনমেলায়
অপরূপ লাউয়াছড়া বনে
রাজকান্দি পেরিয়ে হামহামে
০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
কাউসার রুশো বলেছেন: ধন্যবাদ
২| ০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৯
কান্ডারি অথর্ব বলেছেন:
কেমন জানি চেনা চেনা লাগতেছে, আরে এই জায়গায় একবার ঘুরতে গেছিলাম।
০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০১
কাউসার রুশো বলেছেন: সুন্দর জায়গা
৩| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৯
মাসুম আহমদ ১৪ বলেছেন: আহা প্রিয় সিলেট!
০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০২
কাউসার রুশো বলেছেন:
৪| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৩
হাসান মাহবুব বলেছেন: সিলেট দেখে মুগ্ধ হইসিলাম।
০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
কাউসার রুশো বলেছেন: মুগ্ধ হওয়ার মতই একটা শহর সিলেট
৫| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৬
সমুদ্র কন্যা বলেছেন: এখনও যাওয়া হয় নাই। ওহ এইসব ছবি দেখলে শুধু মাথা খারাপই হয়।
০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
কাউসার রুশো বলেছেন: বলেন কী এখনও যান নাই??? :/
৬| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৫
েবনিটগ বলেছেন: - X-=+
০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
কাউসার রুশো বলেছেন: ??
৭| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৬
দূর্যোধন বলেছেন: সিনেমা-টিনেমা কি বাদ দিলেন নাকি ?
০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
কাউসার রুশো বলেছেন: হুট কইরা একদিন ব্লগে আইসা কমেন্ট না কইরা আমার আগের পোস্টগুলা দেখেন। মুখ ও মুখোশ দেখেন
৮| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫১
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: মুভির কি হইলো.......
০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
কাউসার রুশো বলেছেন: দূর্যো মিয়ারে যা কইছি আপনার জন্যও তা প্রযোজ্য
৯| ১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১১
সাজিদ ঢাকা বলেছেন: অনেকদিন হইসে সিলেট যাই না , , বর্ষা আসুক , , , , রাতারগুল আর পান্থুমাই
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৩
কাউসার রুশো বলেছেন: উখে
১০| ১১ ই অক্টোবর, ২০১৩ ভোর ৬:৪৭
এমজেডআই বলেছেন: সিলেটে অনেক ঘুরেছি। কিন্তু রাতারগুল যাওয়া হয়নাই
১১ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:১০
কাউসার রুশো বলেছেন: রাতারগুল অবশ্যই ঘুরে আসা উচিত
১১| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫২
মাহমুদা সোনিয়া বলেছেন: অনেক ভালো লাগলো!
২২ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২০
কাউসার রুশো বলেছেন: ধন্যবাদ
১২| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৪
শাহরিয়ার রিয়াদ বলেছেন:
গতবছর রাতারগুল যাওয়া হয়েছিল। যেদিন সিলেট পৌছালাম সেদিন থেকে ঝুম বৃষ্টি। ভরা বৃষ্টির মধ্যে রাতারগুল, ও অদ্ভুত সুন্দর।
জাফলং কয়েকবার যাওয়া হয়েছে। ছবি দেখে পুরোনো দিনগুলো মনে পড়ে গেল।
অনেক দিন পর রুশো ভাই, দেখলাম, পড়লাম।
২২ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৩
কাউসার রুশো বলেছেন: আরে!! আছেন কেমন?? অনেকদিন পর!
১৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২৬
পুশকিন বলেছেন: যাওয়ার ইচ্ছা আছে।
©somewhere in net ltd.
১|
০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৩
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আহা পরিচিত সব জায়গা ...
ভালো লাগলো ।