নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Welcome to Ayuub Ahmeed Khaan\'s blog.

তীর্থ পদাতিক

স্ববিরোধীতা, কনফিউশন, স্ট্রেস এইগুলোর সমষ্টি হলাম আমি। পারিপার্শ্বিকতায় এসব বৈশিষ্ট আমি পেয়েছি। আমার মতে নির্দিষ্ট বিষয়ে মনোযোগ সফলতার প্রধান শর্ত কিন্তু তা আমার নেই। লাস্ট বেঞ্চের ছাত্র আমি। প্রফেশনাল স্কিল জিরো।পারফেকশনিস্ট হওয়ার চেষ্টা আছে কিন্তু তা হতে পারিনি। নিজেকে নিয়ে বললে সুখ-দুঃখের কথা ছাড়া তা অসম্পূর্ন,তা এড়িয়ে গেলাম। ম্যাগনিফিসেন্ট অথবা এলিট লাইফ যা-ই বলি না কেন ঐরকম লাইফ স্টাইল লিফট করতে কে না চায়? আমিও তার ব্যাতিক্রম নই। - twitter.com/KhaanOfficial -instagram.com/khaanayuub

তীর্থ পদাতিক › বিস্তারিত পোস্টঃ

কোরআনে সুস্পষ্টভাবে পাঁচ ওয়াক্ত নামাজের বর্ণনা যেভাবে দেওয়া হয়েছেঃ

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১:১১

-অতএব, তোমরা আল্লাহর পবিত্রতা স্মরণ কর সন্ধ্যায় ও সকালে,এবং অপরাহ্নে ও মধ্য দুপুর ও রাতের প্রথম অংশে। নভোমন্ডল ও ভূমণ্ডলে, তাঁরই প্রশংসা। (সূরা রোম, আয়াত ১৭-১৮)
-আর দিনের দুই প্রান্তেই নামায ঠিক রাখবে, এবং রাতের প্রান্তভাগে পুন্য কাজ অবশ্যই পাপ দূর করে দেয়, যারা স্মরণ রাখে তাদের জন্য এটি এক মহা স্মারক। (সূরা হুদ, আয়াত- ১১৪)
-সূর্য ঢলে পড়ার সময় থেকে রাত্রির অন্ধকার পর্যন্ত নামায কায়েম করুন এবং ফজরের কোরআন পাঠও। নিশ্চয় ফজরের কোরআন পাঠ মুখামুখি হয়।
(সূরা বনী ইসরাইল, আয়াত-৭৮)
-সুতরাং এরা যা বলে সে বিষয়ে ধৈর্য ধারণ করুন এবং আপনার পালনকর্তার প্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন সূর্যোদয়ের পূর্বে, সূর্যাস্তের পূর্বে এবং পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন রাত্রির কিছু অংশ ও বাদিভাগে, সম্ভবত: তাতে আপনি সন্তুষ্ট হবেন। (সূরা ত্বহা, আয়াত-১৩০)

twitter.com/KhaanOfficial
instagram.com/KhaanOfficial

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.