নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খালিদ আলম

খালিদ আলম › বিস্তারিত পোস্টঃ

রহিঙ্গা ইস্যুতে সরব হচ্ছে বিভিন্ন মহল (আজকের আন্তর্জাতিক)

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৭

১।শরণার্থী রোহিঙ্গাদের ভরণ-পোষণের দায়িত্ব নিতে চায় তুরস্ক
মিয়ানমারের রাখাইন রাজ‍্য থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ভরণ-পোষণের দায়িত্ব নিতে আগ্রহ দেখিয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু সীমান্ত খুলে দেয়ার জন্য বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন। বাংলাদেশে ৪ লাখ রোহিঙ্গা বসবাস করছে। ঢাকা বলছে, তারা আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দিতে চায় না। রোহিঙ্গা ইস্যুতে চলতি বছরে ওআইসির বৈঠকে তুরস্ক একটি প্রস্তাবনা উপস্থাপন করবে বলে জানান দেশটির এই পররাষ্ট্রমন্ত্রী।

২।রোহিঙ্গাদের উপর সর্বশেষ হামলার নেপথ্যে যে ভুয়া ছবি
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের সন্ত্রাসী হিসাবে জাহির করতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ছবিকে রোহিঙ্গা ’বিদ্রোহীদের’ ছবি হিসেবে প্রপাগান্ডা চালাচ্ছে মিয়ানমারের বৌদ্ধরা। খবর বিবিসির। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়কার একটি ছবি দিয়ে মিয়ানমারে ব্যাপকভাবে অপপ্রচার চালানো হচ্ছে।ওই ছবিটিতে দেখা যাচ্ছে, ১২ জন ব্যক্তি যাদের মুখে দাড়ি রয়েছে, তারা একটি জঙ্গলের আড়ালে অস্ত্রসজ্জিত হয়ে হামলার জন্য অপেক্ষ করছে।
জাতিসংঘমের মতে, এর ফলে গত এক সপ্তাহে প্রায় ৪০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এ পর্যন্ত প্রায় অর্ধশত রোহিঙ্গা মুসলিমের মৃতদেহ ভেসে আসার পর বাংলাদেশ সীমান্তে সেগুলো উদ্ধার করা হয়েছে।


৩।।মিয়ানমারকে জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা হত্যা বন্ধ করুন
রোহিঙ্গাদের ওপর হত্যা-নির্যাতন বন্ধ করে অভিযান থেকে সরে আসতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।এসময় রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গা নাগরিকদের সহযোগিতার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেন জাতিসংঘ মহাসচিব।


৪।।রোহিঙ্গা নির্যাতন বন্ধে ইরানি প্রেসিডেন্টের হুঁশিয়ারি
মিয়ানমারের রাখাইন রাজ্যে মুসলিম রোহিঙ্গাদের উপর নির্যাতন মেনে নেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। বৃহস্পতিবার রাতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সঙ্গে এ বিষয়ে টেলিফোনে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন।

৫।মিয়ানমারে গণহত্যা বন্ধের আহ্বান যুক্তরাষ্ট্রের
মিয়ানমারের রাখাইন রাজ্যে হত্যাকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালি মিয়ানমারের প্রতি এ আহ্বান জানিয়েছেন। খবর ভয়েস অব আমেরিকার।

৬।এবার রোহিঙ্গাদের খাদ্য সহায়তা বন্ধ করলো জাতিসংঘ?
নিরাপত্তাহীনতার অভিযোগ দেখিয়ে মিয়ানমারে নির্যাতিত রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা স্থগিত করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। ‘রোহিঙ্গা যোদ্ধাদের হাতে ডব্লিউএফপি খাবার সরবরাহ করছে’ মিয়ানমার সরকারের এমন অভিযোগের প্রেক্ষিতে খাবার সরবরাহ বন্ধ করলো সংস্থাটি। তবে মিয়ানমার সরকারের এ অভিযোগ অস্বীকার করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। এদিকে খুব শিগগিরই খাদ্য সাহায্য চালু করা হবে জানিয়ে শনিবার ডব্লিউএফপি এক বিবৃতিতে বলেছে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৬

চাঁদগাজী বলেছেন:


তুরস্ক যদি খরচ ব হন করে, ভালো হবে। তুরস্ক আসলে সব রোহিংগাদের একাই নিয়ে নিতে পারে; তাদের লোক দরকার, যায়গা আছে।

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৯

উম্মু আবদুল্লাহ বলেছেন: লিপ সার্ভিস বলেই মনে হচ্ছে। আসলেই কি কেউ কিছু করছে।

গত ছয় দশক ধরে বাংলাদেশ রোহিংগাদের খাবার, স্বাস্থ্য ও অন্যান্য ভরন পোষন দিচ্ছে। এটা আগামীতেও সম্ভবত চলবে। তুরষ্ক যদি সত্যিই কিছু করতে চায় তবে রোহিংগাদের সার্বিক দায় দায়িত্ব নিক। শিক্ষা দিয়ে মানুষ করে গড়ে তোলার দয়িত্ব পালন করুক। অন্তত পক্ষে দশ হাজার রোহিংগাকেও যদি তারা নিজ দেশে নিয়ে গিয়ে মানুষের মত মানুষ হিসেবে গড়ে তুলতে পারে তবে তাই হবে সত্যিকারের সহায়তা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.