![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমলার মামলা
মলম খা
বস ডেকেছেন (বউয়ের ভাই)
আনন্দের আর সীমা নাই।
বসের মেয়ের জন্মদিনে
সুখ পান তিনি কেক কিনে।
রুই-কাতলারে করতে মালিশ
বাসায় পাঠান পুকুরের ইলিশ।
ঠিক রাখতে এ.সি.আর.
সকাল বিকাল ড্রাম উজাড়
বসের পথ করতে সোজা
তিনি রাখেন নফল রোজা।
যায় যদিও তার জীবন খোয়া
আমলা বলবে স্যারের দোয়া।
বসের গালিতেও তিনি সুখী
জারী-জুরী সব নিম্নমুখি।
আবার, পড়লে তিনি মাইনকা চিপায়
ধরতে বাধে না কেরানীর পায়।
ছুটি পেতে নিয়ম-মতন
রোগী বানান প্রিয়জন।
মনের কথা যাতে মনেই রয়
করতে পারেন পাকা অভিনয়।
প্রিয় জায়গায় পোস্টিং পেতে
জানেন হবে কোথায় যেতে।
হউক ব্যাচমেটের মহাক্ষতি
তার হওয়া চাই পদোন্নতি।
বামের কথা বলতে মানা
এসব কথা কার না জানা?
কারও আবার পি.এস. প্রীতি
বোঝা যায়না মতি গতি।
কেউ কেউ আবার এতই সৎ
কোন কিছুতেই করেন না দ্বিমত।
দেশ উজাড়, ওনার কি তাতে
ওনি থাকেন তাবলীগ-জামাতে।
আমলা মানেই চাকর হবেন
শুনলে তিনি নাক চাপেন।
যেন পূর্বপুরুষ ছিল জমিদার
স্মরণে আসে না পাটক্ষেত আর
তিনিই জ্ঞানী, সবাই বোকা
খুজে বেড়ান ফাইলে পোকা।
ফাইল যদি হয় আম জনতার
ইহজনমে পাবে না পাড়।
হাজার স্বপ্নের গর্বপাত
করেন তিনি দিন-রাত।
জী স্যার, জী স্যার, মুখে ফেনা
সহজ উপায় আমলা চেনা।
©somewhere in net ltd.