৩১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৪
আসিয়াছে শিশু ধরণীর বুকে,
কাঁদিয়া কাঁদিয়া অশ্রুপাতে আপন করিয়াছে তাহাকে ।
মাতৃকোলে দুগ্ধপানে নিজেকে করিয়াছে পুষ্ট,
বিকশিত জ্ঞানে, শিশু অনুমনে,
হাসিয়া খেলিয়া চিনিতে তাহাকে হয় না কখনও কষ্ট।
এমনি করিয়া শৈশব যখন বিদায় নিয়া যায়
কৈশোরেরই...
২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:১৭
থই থই থই আষাঢ় নিহারি
দক্ষিণা বাতাসের শন শন ধ্বনি
মাঝি তার বেয়ে যায় নৌকাখানি।
গগন সাজিল সাজে
ঢল ঢল তার চাহনি
বাদলা ধারা বয়ে যায় অবধি।
কৃষক কৃষাণীরা ঘরে তোলে
তাদের কষ্টের ভাঁড়া,
আজ যারা নতুন...
২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৩২
আসিয়াছে শিশু ধরণীর বুকে,
কাঁদিয়া কাঁদিয়া অশ্রুপাতে আপন করিয়াছে তাহাকে ।
মাতৃকোলে দুগ্ধপানে নিজেকে করিয়াছে পুষ্ট,
বিকশিত জ্ঞানে, শিশু অনুমনে,
হাসিয়া খেলিয়া চিনিতে তাহাকে হয় না কখনও কষ্ট।
এমনি করিয়া শৈশব যখন বিদায় নিয়া যায়
কৈশোরেরই...