![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
থই থই থই আষাঢ় নিহারি
দক্ষিণা বাতাসের শন শন ধ্বনি
মাঝি তার বেয়ে যায় নৌকাখানি।
গগন সাজিল সাজে
ঢল ঢল তার চাহনি
বাদলা ধারা বয়ে যায় অবধি।
কৃষক কৃষাণীরা ঘরে তোলে
তাদের কষ্টের ভাঁড়া,
আজ যারা নতুন বঁধু ঘরে
আপন মনে নিপুন করে
কাঁথা বুনছে ওরা।
গ্রামের দুষ্ট ছেলের দল
হৈ হুল্লোতে ভরে দেয় পাড়াতল
অতিষ্ট হয়ে ওঠে সকল
ডাকিলে দেয় নাকো সাড়া।
এইতো আভাস দেয়
আষাঢ়ের ধারা ।
©somewhere in net ltd.