![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসিয়াছে শিশু ধরণীর বুকে,
কাঁদিয়া কাঁদিয়া অশ্রুপাতে আপন করিয়াছে তাহাকে ।
মাতৃকোলে দুগ্ধপানে নিজেকে করিয়াছে পুষ্ট,
বিকশিত জ্ঞানে, শিশু অনুমনে,
হাসিয়া খেলিয়া চিনিতে তাহাকে হয় না কখনও কষ্ট।
এমনি করিয়া শৈশব যখন বিদায় নিয়া যায়
কৈশোরেরই দুষ্টুমিতে নিজেকে সে মাতায় ।
সঙ্গীদের সাথে খেলার ছলে কত যে কি বোলায়
নিজেদের মাঝে বৈরিতা যে সহসা সে বাঁধায় ।
তবে যে তাহার ক্ষীণ বৈরী, ক্ষীণ ক্রোদ্ধতা,
ক্ষণেই আবার সবকিছু যে নিঃশেষ হয়ে যায় ।
গোলমাল বাঁধিয়া, খেলিয়া-খেলিয়া, ধূলি-ধূলা মাখিয়া
হাকিয়া হাকিয়া সন্ধ্যায় যখন ঘরে ফিরিয়া যায়,
মাতৃ শাসনে হঠাৎ তখন চমকিয়া দাঁড়ায় ।
মনে কি ভাবিয়া উঠে সে কাঁদিয়া
মা মা বলিয়া দুষ্ট মনে, রুষ্ট মাতার সোহাগ পাইতে চায় ।
এমনি করিয়া কালান্তরে কৈশোর চলিয়া যায়
যৌবনেরই উন্মাদনায় নিজেকে সে হারায় ।
উড়ন্ত মনে দুরন্ত আশা বুকে নাহি কোন ভয়
অভাবিত মনে বাহু-হৃদ বলে বিশ্ব করিবে জয় ।
এমনি করিয়া যৌবনটাও হয় যে মরময় ।
................................................চলমান
-@ আমির হোসেন
©somewhere in net ltd.