![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তখন এস এস সি পরীক্ষা দিয়েছি মাত্র রেজাল্ট হয়নি। ভাল কলেজে ভর্তি হওয়ার জন্য শহরে কোচিং এ ভর্তি হলাম। শহর বাড়ীর কাছা কাছি হওয়াতে প্রতি সপ্তাহে বাড়ী আসতাম। তেমনি এক দুপুরে ক্লাস শেষ করে বাড়ীর উদ্দেশ্যে রওনা হলাম ট্রেনে। ষ্টেশন হতে একটি গোয়েন্দা সিরিজের বই কিনে ট্রেনেটে উঠলাম। ট্রেন ছাড়লো আমি বই পড়া শুরু করলাম। এক ষ্টেশন পরে আমার সামনের সিটের পিছেনে আমার দিক করে তিন জন যাত্রী উঠে বসলো। তাদের মধ্যে একজন ১২-১৩ বয়সী রমনী। আমি একনজর দেখে আবার বইয়ে মনযোগ দিলাম। ট্রেন ঐ ষ্টেশন ত্যাগ করল। আমি পড়তে পড়তে সামনে তাকিয়ে দেখি মেয়েটি আমার দিকে তাকিয়ে আছে। আমি সে দিকে মনোযোগ না দিয়ে আবার গল্পের বই পড়তে শুরু করলাম। কিন্তু মনের মধ্যে একটু শয়তান নাড়া দিল, মনে মনে ভাবলাম দেখি মেয়েটি কি করে? যে ভাবা সেই কাজ, বই রেখে মেয়েটির দিকে তাকাতেই দেখি মেয়েটি আমার দিকে তাকিয়ে আছে। শুরু হয়ে গেল দুষ্টুমি, আমি জানালা দিয়ে বাহিরে মুখ বের করলে মেয়েটিও জানালা দিয়ে মুখ বের করে। তখন আমি বুঝলাম মেয়েটি আমাকে ফলো করছে। এটা বুঝে মনে মনে ভাবলাম কিভাবে মেয়েটির সাথে কথা বলা যায়? তারা ছিল তিনজন। তাদের মধ্যে একজন ভদ্র মহিলা আর একজন মাঝ বয়সী ভদ্রলোক। এসব করতে করতে আমার নামার ষ্টেশন সামনে এসে পড়ল। অতি দ্রুত চিন্তা করলাম কি করা যায়? যেই ভাবা সেই কাজ, ট্রেনে বই বিক্রির হকার দেখতে পেলাম। ভাবলাম আর একটি গল্পের বই কিনে পিছনে আমার ঠিকানা লিখে মেয়েটিকে দিয়ে যাব। কিন্তু ভাবলাম আমি যদি হাতে হাতে বই দিতে যাই তাহলে যদি মেয়েটি না নেই। তখন কি হবে? বুদ্ধি করে যার কাছ থেকে বই কিনলাম তাকেই দুটাকা বেশি দিয়ে বললাম ভাই আমি সামনের ষ্টেশনে নেমে যাবার পর এই বই টি ঐ মেয়েটিকে দিবেন। মেয়েটিকে চিনিয়ে দিলাম। শর্ত দিলাম আমি ট্রেনে থাকা অবস্থায় দিবেন না। আমার ষ্টেশন এসে গেলে আমি যথারিতি নেমে গেলাম। আর মনে মনে ভাবলাম হকার বই টি বধয় ঐ মেয়েটিকে দেবে না। যাই হক আমি চেষ্টা করেছি। এই ভেবে বাড়ী চলে আসলাম। সেই কথা আমার আর মনে নেই। হঠাৎ তিন দিন পর আমাদের গ্রামের পোষ্ট অফিসের পিয়ন আমার খোজে বাড়ী এসে হাজির। এসে বলে আমার নাকি চিঠি আছে। আমি তো হতবাক হয়ে গেলাম চিঠি পড়ে। চিঠি টি কার ছিল আপনারা জানেন? সেই মেয়েটির। চিঠি পড়ে বুঝলাম মেয়েটির নাম মাধবী, তার বাড়ী আমার জেলার পরের টা। আমিও চিঠির উত্তর দিলাম। এভাবে দু-তিনটি চিঠি বিনিময় করার পরে। হঠাৎ একটি ছেলের চিঠি পেলাম, তাতে লিখা ছিল, বড় ভাই, সালাম নিবেন- আপনি যে মেয়েটির সাখে চিঠি বিনিময় করেন সে আমার প্রেমিকা। দয়া করে আমাদের মধ্যে ফাটল ধরাবেন না। ইতি আপনার ছোট ভাই। আমি ভাবলাম ট্রেন যাত্রার কাহিনী এখানেই শেষ করতে হয়। পরে মেয়েটি আমাকে বেশ কয়েকটি চিঠি দিয়েছিল কিন্তু আমি কোন সাড়া দেই নি। হয়তো এখন সে কেমন আছে কে জানে??????????
২| ০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৩:০৭
িশপু মাস্তান বলেছেন: আমারও ঠিক তাই মনে হয়।
৩| ০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৫:৫২
মাক্স বলেছেন: আহারে প্রেমটা অংকুরে বিনষ্ট হইল
০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৬
িশপু মাস্তান বলেছেন: আরে ভাই বিনষ্ট বলছেন কেন? বলেন শুরু টা চলমান হয়েছে।
৪| ০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
আহলান বলেছেন: হুম , আপনি তাও বুদ্ধি কইরা যোগযোগ করছেন, আমি তাও পারি নাই, শুধু ছল ছল চোথে বিদায় নিয়ে বাস থেকে নেমে গেছি .....
ে%
৫| ০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৬
িশপু মাস্তান বলেছেন: ঐ আর কি?
©somewhere in net ltd.
১|
০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ১২ -১৩ বছর?????
আমার লগে চলবো.... আপনারে দিয়া হইবো না।