নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় বাংলাদেশ

আমি একজন অতি সাধারন বাংলাদেশের নাগরিক যে সপ্ন দেখে একটি সুখি সমৃদ্ধ বাংলাদেশের ।

সচেতন প্রহরী

আমি একজন অতি সাধারন বাংলাদেশের নাগরিক যে সপ্ন দেখে একটি সুখি সমৃদ্ধ বাংলাদেশের ।

সচেতন প্রহরী › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতার ৪১ বছর পর আমাদের অর্জন ।

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৭

রাতের পর রাত আসে আবার রাতের অন্ধকারকে বিদুরিত করে আবার প্রতিনিয়ত দিনও আসে । কিন্তু প্রকিত অর্থে কি সত্যিই আমাদের জাতিয় জীবনে রাত্রির অবসানে নতুন সম্ভাবনাময় দিনের আগমন ঘটে ? প্রতিদিন ভোরে পত্র পত্রিকা অথবা টেলিভিশনের পর্দাটা খুল্লেই বুঝার আর বাকি থাকেনা আমাদের জাতীয় জীবনে কি ঘটছে । অনেকে বলে স্বাধীনতার ৪১ বছরে আমাদের প্রাপ্তি অনেক হ্যা আমিও স্বিকার করি স্বাধীতার ৪১ বছর পরে আমাদের প্রাপ্তির ঝুলি অনেক শিক্ষার হার বৃদ্ধি, নতুন নতুন শিল্প কারখানা চালু, কৃষি ক্ষাতে সয়ংসম্পুর্নতা , বৈদশিক মুদ্রার রিজার্ভ সর্বকালের সব ইতিহাস কে ছাড়িয়ে যাওয়া এক বিরাট অর্জন । কিন্তু পাঠক আপনি কি জানেন এখনো আমাদের দেশে ৩৩ ভাগ জনগন দারিদ্র সীমার নিচে বাস করে ? এখনো আমাদের দেশে খাদ্যের অভাবে মা নিজের সন্তান কে পর্যন্ত বিক্রি করতে বাধ্য হয়, এখনো লাখো মানুষ রাত্রি নামলে তীব্র শীত অথবা বর্ষায় খোলা আকাশের নিচে বাস করে, বিপদে আপদে তাদের ঠাঁই পাবার সামান্য আশ্রয় টুকুও নেই । দেশের এ অবস্থার দিকে তাকালে দেশ সঠিক পথে হাঁটছে কিনা তা নিয়ে যেকোন সচেতন মানুষের মনে প্রশ্ন জাগতে পারে । স্বাধীনতার ৪১ বছর পর আমরা কি পেলাম এ নিয়ে কোন প্রশ্ন করলে এদেশের কিছু কিছু লোক বলে যুক্তরাষ্ট্র অথবা পৃথিবীর অনেক উন্নত দেশই তাদের স্বাধীনতার বহু পরে উন্নতির চরম শিখড়ে পৌছেছে তাই স্বাধীনতার ৪১ বছর পর আমরা যা পেয়েছি তা যথেষ্ট কিন্তু তারা এ কথাটি ভাবেনা যুক্তরাষ্ট্র যখন তাদের স্বাধীনতা পায় তখন সেটা বিশ্বায়নের যোগ ছিলনা তখন একটী সাধারন চিঠি এক দেশ থেকে আর এক দেশে পৌছতে কয়েক মাস কিংবা বছরো লেগে যেত কিন্তু তারপরেও তারা উন্নত হয়েছে । কিন্তু আজ আমরা বিশ্বায়নের এই যুগে পৌছে প্রযুক্তির সব রকম আশীর্বাদ উপভোগ করেও স্বাধীনতার ৪১ বছরে যা করেছি তা প্রয়োজনের তুলনায় আমি সামান্যই বলবো, এ অর্জন গুলাকে নিয়ে আমাদের আত্ব-তুষ্টিতে ভোগার কিছু নেই । যুগের সাথে তাল মিলিয়ে আমাদের আরো অনেক দূর হাটা উচিত ছিল কিন্ত আমরা তা পারিনি । মাঝে মাঝে এটাও ভাবি যে দেশে পরোক্ষভাবে দূর্নীতিবাজ কর্মকর্তা অথবা নেতা নেত্রীদের দলীয়ভাবে আশ্রয় দেওয়া হয় সে দেশ যে এতটুকু পর্যন্ত আসতে পেরেছে তাও বা কম কিসে । যাই হওক মানুষের সপ্ন দেখার শেষ নেই আমিও সপ্ন দেখি এবং দৃঢ়ভাবে বিশ্বাসও করি যে একদিন আমাদের দেশের সকল রাজনৈতিক রাঘব বোয়ালদের শুভ বুদ্ধির উদয় হবে আর আমাদের এই প্রিয় দেশটাও ইনশাআল্লাহ্‌এগিয়ে যাবে এক স্বর্ণালী ভবিষ্যতের দিকে ।





আমি ব্লগের দুনিয়ায় একেবারেই নতুন । কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা রাখি ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৩ রাত ২:১২

খেয়া ঘাট বলেছেন: আপনার চিন্তার সাথে একমত পোষণ করলাম।

২২ শে জুন, ২০১৩ রাত ৯:০৪

সচেতন প্রহরী বলেছেন: সামুতে দেওয়া এই প্রথম লেখাটিতে এতদিন পর একটি মন্তব্য পেয়ে সত্যিই ভাল লাগছে । আর আমার সাথে আপনিও একমত বলে ভালো লাগার মাত্রাটা আর একটু বেশি । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.