![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন অতি সাধারন বাংলাদেশের নাগরিক যে সপ্ন দেখে একটি সুখি সমৃদ্ধ বাংলাদেশের ।
আমি হাটছি তো হাটছি আমার হাটার শেষ নেই ।
সেই ১৯৫২ থেকে ৭১ তারপর ৯০ ।
আমি হাটছি তো হাটছি আজ এই একবিংশ শতাব্দিতে এসেও ।
যাত্রাপথে দেখেছি কতো শকুন ঠুকরে ঠুকরে খাচ্ছে সভ্যতাকে ।
সভ্যতার অসহায় চিত্কার আমি শুনেছি ।
শুনেছি হাজারো পৃথীবি বাসীর বাঁচার আকুতি ।
আমি হাটছি তো হাটছি আমার হাটার শেষ নেই ।
১৯৫২ থেকে ৭১ আমি দেখেছি শকুনদের দেখেছি হিংস্র হায়নার চোখ -
লাল টকটকে লাল তাকিয়ে ছিল সভ্যতাকে খুবলে খাবে বলে ।
আমার হাটার শেষ নেই আমি হাটছি তো হাটছি , হাটছি,হাটছি,হাটছি ।
আমার হাটার কোন শেষ নেই ।
বিঃদ্রঃ >কবিতাটি সর্বপ্রথম আমি আমার ফেসবুক আইডিতে প্রকাশ করি ।
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১২
সচেতন প্রহরী বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: চমৎকার কবিতা লিখেছেন সচেতন প্রহরী। ভালো লাগা রইল+++