![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন অতি সাধারন বাংলাদেশের নাগরিক যে সপ্ন দেখে একটি সুখি সমৃদ্ধ বাংলাদেশের ।
ফেসবুকে অথবা অন্যান্য সামাজিক যোগাযোগ ওয়েব সাইটে অনেক ছেলে পেলেদের দেশের এই অরাজক অবস্থা দেখে বলতে শুনেছি যে তারা নাকি একজন বাংলাদেশি বলে লজ্জিত । অবাক হয়ে যাই তাদের এ কথা শুনে, অন্তত আর যাই হওক একজন বাংলাদেশি হিসেবে আমাদের গর্বিত হওয়া প্রয়োজন কারন পৃথীবির কোন জাতি নিজের ভাষার মর্যাদা রক্ষায় নিজের প্রাণ অকাতরে বিলিয়ে দেয়নি । আমরা সেই জাতি যে জাতি নিজের মায়ের ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় প্রাণ বিলিয়ে দিয়েছি । পৃথীবির কোন জাতি নিজের স্বাধীনতাকে ফিরে পেতে এতো প্রাণ ঝরায়নি যত প্রাণ ঝরিয়েছে আমাদের পূর্বপুরুষরা । তাদের ত্যাগ ও তিতিক্ষার ফলেই আমরা এই স্বাধীন দেশটা পেয়েছি । তারা তাদের কাজ সম্পূর্ন করে গেছে অনেক বড় মূল্য দিয়ে, কিন্তু একজন বাংলাদেশী হিসেবে আপনি লজ্জিত এ কথাটি বলবার আগে একবার কি আপনি ভেবেছেন যে আপনি আপনার দায়িত্বটুকু ঠিক ভাবে পালন করছেন কিনা ? নিশ্চই ভাবেননি । যদি ভাবতেনই তবে দায়িত্বজ্ঞানহীন ব্যাক্তির মতো আপনি কখনো এমন কথা বলতে পারতেননা । একবার কি ভেবে দেখেছেন আপনার কি দায়িত্ব ছিল আর আপনি কি করছেন ? আমরা সবাই আমাদের দায়িত্বটুকু সবসময় পাশ কাটিয়ে যাই নানা অজুহাতে । আমাদের দায়িত্ব ছিল যেকোন অন্যায়ের প্রতিবাদ করা কিন্তু আমরা অন্যায়ের প্রতিবাদ করিনা পাছে আমাদের কোন বিপদে পড়তে হয় বলে । আমাদের সমাজে অপরাধ প্রবনতা বেরে যাওয়ার এটা অন্যতম একটা প্রধান কারন । আমরা আমাদের দেশ পরিচালনায় প্রতি ৫ বছর উলটে পালটে তাদেরই ক্ষমতায় বসাচ্ছি যাদের দেশ পরিচালনার নূন্যতম জ্ঞানটুকুও হারিয়ে যায় ক্ষমতার আর লোভের ফাঁদে পড়ে । আমরা বার বার ব্যার্থ হচ্ছি সৎ ও যোগ্য ব্যাক্তিদের নির্বাচন করতে । যারা মাত্র ৫০০ থেকে হাজার টাকার লোভে নিজের বিবেককে বলি দিয়ে ভোট বিক্রি করে দেয় অসৎ ব্যাক্তির কাছে তাদের মুখে একজন বাংলাদেশি হিসেবে তারা লজ্জিত এমন বুলি আওরানো আমার কাছে অমার্জনীয় অপরাধ বলেই মনে হয় ।একজন বাংলাদেশি নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করিনা বলে আমাদের লজ্জিত হওয়া উচিত এবং এক জন বাংলাদেশি হিসেবে আমাদের মোটেও লজ্জিত হওয়া কোন ভাবেই উচিত নয় , বরং আমাদের গর্বিত হওয়া উচিত (আমাদের অতিত ইতিহাস তাই বলে)। সবাই ভাল থাকবেন । আজকের মতো বিদায়,আল্লাহ হাফেজ ।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০০
সচেতন প্রহরী বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য । আমাদের সবার ঠিক এমন মনোভাবই পোষন করা উচিত ।
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০২
এডওয়ার্ড মায়া বলেছেন: আতেঁ ঘা লাগিল।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৪
সচেতন প্রহরী বলেছেন: কেনো ভাই ?
৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৩
দায়িত্ববান নাগরিক বলেছেন: ভালো লেখা।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৫
সচেতন প্রহরী বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪
বোকামন বলেছেন: আমি একজন বাংলাদেশি হিসেবে গর্বিত এবং ধন্য...........।