![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন অতি সাধারন বাংলাদেশের নাগরিক যে সপ্ন দেখে একটি সুখি সমৃদ্ধ বাংলাদেশের ।
তত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন দেওয়ার মত পরিবেশ এখনো এ দেশে তৈরি হয়নি । তত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন দিতে হলে যেকোন দেশের প্রতিটা রাজনৈতিক দলের একে অপরের উপর শ্রদ্ধা ও বিশ্বাস থাকা একান্ত প্রয়োজন । কিন্তু আমাদের দেশে কোন রাজনৈতিক দলের মধ্যে এই গনতান্ত্রিক চর্চাটা এখনো বিস্তার লাভ করেনি । রাস্তা -ঘাটে কিংবা দলীয় কোন সমাবেশে প্রতিটা রাজনৈতিক দলই তার বিরোধী দলকে হেয় করতে এমন কোন হেন ভাষা নেই যা তারা প্রয়োগ করেনা এমন কি মহান সংসদেও জনগনের ভোটে নির্বাচিত হওয়া মাননীয় সংসদ সদস্যরা যে ভাষা ব্যবহার করেন তা কোন সুস্থ মানুষের ভাষা হতে পারেনা । তাদের কুরুচিপূর্ন ভাষন শুনে জাতি লজ্জায় মুখ লুকায় । তাছাড়া প্রতিটা দলই ক্ষমতার আসনে সমাসীন হয়ে মেতে উঠে তার বিরোধী দলগুলোকে নানা হামলা ও মামলা দিয়ে দমিয়ে রাখতে এমনকি বিরোধী দলগুলোকে সমাবেশের অনুমতি নিতেও পোহাতে হয় নানান ঝক্কি ঝামেলা যেখান সরকারদলীয় সংগঠনগুলোর সভা সমাবেশ করতে প্রায় সময়ই কোন অনুমতির প্রয়োজন হয়না । তখন এই অবস্থার প্রেক্ষাপটে মনে হয় যখন যে দল ক্ষমতায় আসে তখন দেশটা যেন তাদের করদরাজ্যে পরিনত হয় কি প্রশাসন থেকে শুরু করে আইন শৃংক্ষলা বাহিনী সবাই যেন সরকারি দলের হুকুম তামিল করতে মহাব্যাস্ত হয়ে যায় । এমন পরিস্থিতিতে পাঠক আপনারাই বলুন কোন দলীয় সরকারের সরব উপস্থিতিতে কি সঠিক অথবা সুষ্ঠ নির্বাচন করা সম্ভব কিনা । অনেকে হয়ত পোরসভা নির্বাচন কিংবা ইউনিয়ন পর্যায়ের নির্বাচনের কথা বলবেন যে এই নির্বাচন গুলাত সুষ্ঠু হয়েছে কিন্তু আপনারা কি এইটা ভেবে দেখেছেন যে এই সব নির্বাচনে সরকার পরির্বতন হয়না তাই ক্ষমতার রদবদলোও হয়না কিন্তু সংসদ নির্বাচনে একটি সরকারের পরিবর্তন হয় তাই এর মাধ্যমে ক্ষমতার রদ বদলও হতে বাধ্য তাই এই নির্বাচন কোন দলীয় সরকারের অধীনে হলে তাতে প্রশ্ন উঠাই স্বাভাবিক ।
আজকের মত বিদায় নিচ্ছি । সবায় ভালো থাকবেন । আল্লাহ হাফেজ ।
©somewhere in net ltd.